সৈয়দ মুশতাক আলী ট্রফি
সৈয়দ মুশতাক আলী ট্রফি | |
---|---|
![]() | |
দেশ | ![]() |
ব্যবস্থাপক | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড |
খেলার ধরন | টুয়েন্টি২০ |
প্রথম টুর্নামেন্ট | ২০০৯-১০ |
শেষ টুর্নামেন্ট | ২০২১-২২ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২২-২৩ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন ও নক আউট |
বর্তমান চ্যাম্পিয়ন | তামিলনাড়ু (৩য় শিরোপা) |
সর্বাধিক সফল | তামিলনাড়ু (৩টি শিরোপা) |
সর্বাধিক রান | কেদার দেওধর, বরোদা (২২১৫) |
সর্বাধিক উইকেট | পীযূষ চাওলা, গুজরাত (৮৫) |
ওয়েবসাইট | বিসিসিআই |
সৈয়দ মুশতাক আলী ট্রফি [১] ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) দ্বারা আয়োজিত ভারতের একটি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এটি রঞ্জি ট্রফির দলগুলির মধ্যে আয়োজন করা হয়। ২০০৬-২০০৭ মৌসুমটি ছিল এই ট্রফির উদ্বোধনী মৌসুম, যাতে দীনেশ কার্তিকের অধিনায়কত্বে তামিলনাড়ু চ্যাম্পিয়ন হয়। এই ট্রফির নামকরণ করা হয় বিখ্যাত ভারতীয় ক্রিকেটার সৈয়দ মুশতাক আলীর নামে। ২০১৬ সালের জুনে, বিসিসিআই ঘোষণা করে যে এই চ্যাম্পিয়নশিপটি বাতিল করা হবে ও এটির বদলে অঞ্চল-ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা হবে।[২] পরের মৌসুমে, বিসিসিআই সেই সিদ্ধান্ত বাতিল করে ও সমস্ত ঘরোয়া দলকে এই চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত করে।
ইতিহাস[সম্পাদনা]
বিসিসিআই ২০০৬-০৭ মৌসুমে তাদের নিজস্ব কাঠামো চালু করে। তারা রঞ্জি ট্রপির ২৭টি দলকে ৫টি অঞ্চলে বিভক্ত করে ও নাম দেয় আন্তঃরাজ্য টি২০ চ্যাম্পিয়নশিপ যা পরে পুনঃনামকরণ করে সৈয়দ মুশতাক আলী ট্রফি নামে নামকরণ করা হয় এবং পুনরায় চালু করা হয়। এতে প্রতিটি অঞ্চলের বিজয়ী এবং রানার্স আপ দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। ২০১২-১৩ মৌসুমে, নকআউট পর্যায় বাতিল করে তার বদলে একটি সুপার লীগ যোগ করা হয়। সুপার লীগ পর্বে প্রতিটি আঞ্চলিক বিজয়ী এবং রানার্স আপ দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে এবং প্রতিটি গ্রুপের বিজয়ী ফাইনাল খেলে। ২০১৫-১৬ মৌসুমে, দলগুলি পূর্বের মৌসুমের মত আঞ্চলিক ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করেনি, তার বদলে দলগুলি ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলেছিল। ২০১৬-১৭ মৌসুমে, অঞ্চলিক বিজয়ীর বদলে সম্মিলিত আঞ্চলিক দলগুলি সুপার লীগ খেলেছিল।
২০১৮-১৯ মৌসুমে, অঞ্চলিক ব্যবস্থা বিলুপ্ত করা হয় ও ঘরোয়া কাঠামোতে ৯টি নতুন দল অন্তর্ভুক্ত করা হয়। দলগুলিকে ৫টি গ্রুপে বিভক্ত করা হয়, এবং গ্রুপ বিজয়ী ও রানার্স আপ দল সুপার লীগ খেলার যোগ্যতা অর্জন করে। ১০টি দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয় এবং সুপার লীগ গ্রুপ বিজয়ী দল দুটি ফাইনাল খেলে।
বর্তমান দলগুলি[সম্পাদনা]
প্রতিযোগিতায় ভারতের ৩৮টি ঘরোয়া দল খেলে।
- অন্ধ্র প্রদেশ
- অরুণাচল প্রদেশ
- আসাম
- বরোদা
- বেঙ্গল
- বিহার
- চণ্ডীগড়
- ছত্তিসগড়
- দিল্লি
- গোয়া
- গুজরাত
- হরিয়ানা
- হিমাচল প্রদেশ
- হায়দ্রাবাদ
- জম্মু ও কাশ্মীর
- ঝাড়খণ্ড
- কর্ণাটক
- কেরালা
- মধ্য প্রদেশ
- মহারাষ্ট্র
- মণিপুর
- মেঘালয়
- মিজোরাম
- মুম্বাই
- নাগাল্যান্ড
- ওড়িশা
- পুদুচেরি
- পাঞ্জাব
- রেলওয়ে
- রাজস্থান
- সৌরাষ্ট্র
- সার্ভিস
- সিকিম
- তামিলনাড়ু
- ত্রিপুরা
- উত্তর প্রদেশ
- উত্তরাখণ্ড
- বিদর্ভ
দল বিবরণ[সম্পাদনা]
Team, রাজ্য | ঘরের মাঠ | অধিনায়ক | সেরা ব্যাট্সমেন | সর্বাধিক উইকেট (পেসার) | আইপিএল খেলোয়াড় |
---|---|---|---|---|---|
সুপার এলিট গ্রুপ দলসমূহ (চ্যাম্পিয়ন) | |||||
তামিলনাড়ু ক্রিকেট দল | এম. এ. চিদম্বরম স্টেডিয়াম | বিজয় শঙ্কর | বিজয় শঙ্কর (স্ট্রা রে ১৩০) | এম মোহাম্মদ (ডা) | |
বরোদা ক্রিকেট দল | রিলায়েন্স স্টেডিয়াম | ক্রুনাল পাণ্ড্য | কেদার দেবধর (ডা) | লুকমান মেরিওয়ালা (বাঁ) | ক্রুনাল পান্ড্য (৮.২৫ কোটি) |
কর্ণাটক ক্রিকেট দল | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম | মনিশ পাণ্ডে | মানিষ পান্ডে (স্ট্রা রে ১০৭) | কারিয়াপ্পা (স্পিনার -রা রে ৫.৬৩) | অভিনব মনোহর
করুণ নায়ার মনিশ পাণ্ডে দেবদূত পাদিক্কাল মায়াঙ্ক আগরওয়াল জগদীশা সুচিথ কৃষ্ণাপ্পা গৌথাম প্রসিধ কৃষ্ণা |
গুজরাত ক্রিকেট দল, গুজরাত | নরেন্দ্র মোদী স্টেডিয়াম | প্রিয়াঙ্ক পাঞ্চাল | প্রিয়াঙ্ক পাঞ্চাল (স্ট্রা রে ১৩৫) | আরজান নাগবাসওয়ালা (L) | |
উত্তরপ্রদেশ ক্রিকেট দল, উত্তরপ্রদেশ | একনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | Rizwan Shamshad | রিংকু সিং (স্ট্রা রে ১৪৬) | ||
মহারাষ্ট্র ক্রিকেট দল, মহারাষ্ট্র | মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম | রতুরাজ গায়কোয়াদ | ঋতুরাজ গায়কোয়াড (স্ট্রা রে ১৪৯) | ||
দিল্লি ক্রিকেট দল | অরুন জেটলি স্টেডিয়াম | অনুজ রাওয়াত (স্ট্রা রে ১২৮) | শিব্যাংক বশিষ্ট (স্পিনার -রা রে ৬.১৫) | নিতিশ রানা (৮ কোটি)
ললিত যাদব (৬৫ লক্ষ) অনুজ রাওয়াত (৩.৪ কোটি) নবদীপ সাইনি (২.৬ কোটি) | |
বাংলা ক্রিকেট দল | ইডেন গার্ডেন্স | সুদীপ চ্যাটার্জী | অভিমন্যু ইশ্বরন | ঈশান পোড়েল (R) | আকাশ দীপ (২০ লক্ষ)
ঋদ্ধিমান সাহা (১.৯ কোটি) শাহবাজ আহমেদ (২.৪ কোটি) |
এলিট গ্রুপ দলসমূহ | |||||
অন্ধ্র ক্রিকেট দল | এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম | শ্রীকর ভারত | অশ্বিন হেব্বার (স্ট্রা রে ১৩৩) | চেপুরাপল্লী স্টিফেন (পেসার-রা রে ৬.০৫) | N/A |
আসাম ক্রিকেট দল | Dr. Bhupen Hazarika Cricket Stadium | রিয়ান পরাগ | আবু নেছিম | রিয়ান পরাগ (৩.৮ কোটি) | |
বিহার ক্রিকেট দল | মঈন-উল-হক স্টেডিয়াম | আশুতোষ আমান, - | N/A | ||
চন্ডীগড় ক্রিকেট দল | সেক্টর 16 স্টেডিয়াম | মানান ভোহরা (স্ট্রা রে ১৩০) | N/A | ||
ছত্তিসগড় ক্রিকেট দল | শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | আমানদ্বীপ খারে, n/a | হরপ্রীত সিং | শশাঙ্ক সিং (২০ লক্ষ) | |
হরিয়ানা ক্রিকেট দল | Chaudhary Bansi Lal Cricket Stadium | হার্শাল প্যাটেল, সুরেন্দ্র ভাভে | হিমাংশু রানা (ডা) | অরুন চাপরানা (ডা) | হার্শাল প্যাটেল (১০.৭৫ কোটি)
রাহুল তেওয়াতিয়া (৯ কোটি) যুজবেন্দ্র চাহাল (৬.৫ কোটি) |
হিমাচল প্রদেশ ক্রিকেট দল | Himachal Pradesh Cricket Association Stadium | ঋষি ধাওয়ান, n/a | ঋষি ধাওয়ান (ডা) | ঋষি ধাওয়ান (পেসার - রা রে ৭.১৪) | বৈভব অরোরা (২ কোটি) |
জম্মু ও কাশ্মীর ক্রিকেট দল | Sher-i-Kashmir Stadium | শুভম পুন্ডির, n/a | পারভেজ রসুল | আব্দুল সামাদ (৪ কোটি)
ওমরান মালিক (৪ কোটি) | |
ঝাড়খণ্ড ক্রিকেট দল | JSCA International Stadium Complex | সৌরভ তিওয়ারি, Rajiv Kumar | ইশান কিষাণ | মনু কুমার (R) | |
হায়দরাবাদ ক্রিকেট দল | রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ | Abdul Azeem | তন্ময় আগারওয়াল (স্ট্রা রে ১৪৮) | চামা মিলিন্দ (পেসার -রা রে ৮.৪১) | মোহাম্মদ সিরাজ (৭ কোটি) |
মধ্যপ্রদেশ ক্রিকেট দল | হোলকার স্টেডিয়াম, | পার্থ সাহানি , হারবিন্দর সিং সোধি | রজত পাতিদার (ডা) | আভেষ খান (ডা) | ভেঙ্কটেশ আইয়ার
আবেশ খান কুলদীপ সেন |
Goa cricket team, গোয়া | Dr. Rajendra Prasad Stadium | একনাথ কেরকার | সুয়শ প্রভুদেসাই (৩০ লক্ষ) | ||
কেরল ক্রিকেট দল | Fort Maidan | সঞ্জু স্যামসন, Vedam Hariharan | সঞ্জু স্যামসন (স্ট্রা রে ১৪১) | সঞ্জু স্যামসন
থামপি | |
Mumbai cricket team , মহারাষ্ট্র | Wankhede Stadium,
বান্দ্রা কুর্লা কমপ্লেক্স মাঠ |
অজিঙ্কা রাহানে, Chandrakant Pandit | অজিঙ্ক্য রাহানে (স্ট্রা রে ১৩৩) | ||
Odisha cricket team , ওড়িশা | Barabati Stadium | রাজেশ ধুপার, n/a | গোবিন্দ পোদ্দার | ||
পুদুচেরি ক্রিকেট দল, পুদুচেরি | CAP Siechem গ্রাউন্ড | দামোদরন রোহিত, n/a | |||
পাঞ্জাব ক্রিকেট দল , পাঞ্জাব | পাঞ্জাব ক্রিকেট সংস্থা আইএস বিন্দ্রা স্টেডিয়াম | মনদীপ সিং , মনীষ বালি | প্রভসিমরান সিং (ডা) | সিদ্ধার্থ কৌল (পেসার - রা রে ৬.৬৪) | |
Railways cricket team | Karnail Singh Stadium | মৃনাল দেবদার, n/a | Karn Sharma | ||
রাজস্থান ক্রিকেট দল , রাজস্থান | সয়াই মানসিং স্টেডিয়াম | মহিপাল লোমরোর, - | দীপক হুডা (স্ট্রা রে ১৬৮) | অনিকেত চৌধুরী (বাঁ) | |
বিদর্ভ ক্রিকেট দল, মহারাষ্ট্র | Vidarbha Cricket Association Stadium | Ashok Upadhyay | অথর্ব তাইদে (স্ট্রা রে ১৩৭)
জিতেশ শর্মা (স্ট্রা রে ২৩৫) |
অক্ষয় কার্নেয়ার (স্পিনার -রা রে ৪.৩৪)
দর্শন নালিকাণ্ডে (পেসার - রা রে ৫.৮৮) যশ ঠাকুর (পেসার - রা রে ৫.৯৪) |
|
সৌরাষ্ট্র ক্রিকেট দল , গুজরাত | Saurashtra Cricket Association Stadium | Shitanshu Kotak | শেল্ডন জ্যাকসন (স্ট্রা রে ১৪১) | জয়দেব উনাদকাত (পেসার - রা রে ৬.৪১) | |
সার্ভিসেস | Palam A Ground | রাহুল সিং, n/a | রজত পালিওয়াল | ||
উত্তরাখণ্ড ক্রিকেট দল, উত্তরাখণ্ড | রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন | - | উন্মুক্ত চাদ | ||
প্লেট গ্রুপ দলসমূহ | |||||
নাগাল্যান্ড ক্রিকেট দল, নাগাল্যান্ড | নাগাল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম | ||||
Tripura cricket team , ত্রিপুরা | Maharaja Bir Bikram College Stadium | n/a | অমিত আলী (স্পিনার -রা রে ৪.৬৮) | ||
মেঘালয় ক্রিকেট দল, মেঘালয় | গ্যারিসন গ্রাউন্ড | - | কিষান লিংডো (স্ট্রা রে ১৪২)
চিরাগ খুরানা (স্ট্রা রে ১২৯) |
||
সিকিম ক্রিকেট দল , সিকিম | মাইনিং গ্রাউন্ড | ||||
মণিপুর ক্রিকেট দল, মণিপুর | লুয়াংপোকপা ক্রিকেট স্টেডিয়াম | ||||
মিজোরাম ক্রিকেট দল, মিজোরাম | সুয়াকা ক্রিকেট গ্রাউন্ড | - | |||
অরুণাচল প্রদেশ ক্রিকেট দল | - | - | N/A |
বিজয়ী[সম্পাদনা]
মৌসুম | বিজয়ী | রানার্সআপ | সেমিফাইনালিস্ট | সর্বাধিক রান | সর্বাধিক উইকেট | সর্বাধিক উইকেট (পেসর) |
---|---|---|---|---|---|---|
২০০৬/০৭ | তামিলনাড়ু | পাঞ্জাব | ||||
২০০৯/১০ | মহারাষ্ট্র | হায়দ্রাবাদ | ||||
২০১০/১১ | বাংলা | মধ্য প্রদেশ | ||||
২০১১/১২ | বরোদা | পাঞ্জাব | দিল্লি
মুম্বাই |
মনদীপ সিং (২৬৮)
ইউসুফ পাঠান (২৫৭) কেদার দেবধর (২৫২) |
মুর্তুজা ভাহোরা (১৩)
লাভ অভিলিশ (১১) মনপ্রীত গনি (১০) |
মুর্তুজা ভাহোরা (১৩)
লাভ অভিলিশ (১১) মনপ্রীত গনি (১০) |
মৌসুম | বিজয়ী | রানার্সআপ | সুপারলীগ গ্রুপ রানার | সর্বাধিক রান | সর্বাধিক উইকেট | সর্বাধিক উইকেট (পেসর) |
২০১২/১৩ | গুজরাত | পাঞ্জাব | কেরালা
কর্ণাটক |
উন্মুক্ত চাঁদ (৩২১) | মেহুল প্যাটেল (২০) | মেহুল প্যাটেল (২০) |
২০১৩/১৪ | বরোদা | উত্তর প্রদেশ | গোয়া
কেরালা |
আভি বারোট (৩৬৯)
স্বপ্নিল আসনদকার (৩৬২) সগুন কামাত (৩৫৪) |
লুকমান মেরিওয়ালা (২১)
হর্ষদ হনুমন্ত গাদেকর (১৬) পদ্মনাভন প্রশান্ত (১৪) |
লুকমান মেরিওয়ালা (২১)
হর্ষদ হনুমন্ত গাদেকর (১৬) আশীষ হুদা (১২) |
২০১৪/১৫ | গুজরাত | পাঞ্জাব | মধ্যপ্রদেশ
মুম্বাই |
তিরুমালাসেট্টি সুমন (৩৬১)
মানান ভোহরা (৩০৮) শোয়েব শেখ (২৮৬) |
রোহিত দাহিয়া (১৭)
চামা মিলিন্দ (১৭) পঙ্কজ জয়স্মল (১৬) |
রোহিত দাহিয়া (১৭)
চামা মিলিন্দ (১৭) পঙ্কজ জয়স্মল (১৬) |
২০১৫/১৬ | উত্তর প্রদেশ | বরোদা | গুজরাত
মুম্বাই |
হার্দিক পাণ্ড্য (৩৭৭)
রোহান প্রেম (৩৫৬) জিতেশ শর্মা (৩৪৩) |
ইরফান পাঠান (১৭)
পিযুষ চাওলা (১৫) ধবল কুলকার্নি (১৫) |
ইরফান পাঠান (১৭)
ধবল কুলকার্নি (১৫) জসপ্রীত বুমরাহ (১৪) |
২০১৬/১৭ | পূর্ব অঞ্চল | মধ্য অঞ্চল | ||||
২০১৭/১৮ | দিল্লি | রাজস্থান | পাঞ্জাব
উত্তরপ্রদেশ |
কেদার দেবধর (৪১১)
ঋষভ পন্ত (৪১১) করুণ নায়ার (৩৭৯) |
দীপক চাহার (১৯)
খলিল আহমেদ (১৭) শ্ৰীনাথ অরবিন্দ (১৫) |
দীপক চাহার (১৯)
খলিল আহমেদ (১৭) শ্ৰীনাথ অরবিন্দ (১৫) |
২০১৮/১৯ | কর্ণাটক | মহারাষ্ট্র | বাংলা
মুম্বাই |
রোহান কদম (৫৩৬)
শ্রেয়াস আইয়ার (৪৮৪) প্রথম সিং (৪৩৮) |
সত্যজিৎ বাছাভ (২০)
সুবোধ ভাটি (১৯) তুষার দেশপান্ডে (১৯) |
সুবোধ ভাটি (১৯)
তুষার দেশপান্ডে (১৯) বাসুকি কৌশিক (১৭) |
মৌসুম | বিজয়ী | রানার্সআপ | সেমিফাইনালিস্ট | সর্বাধিক রান | সর্বাধিক উইকেট | সর্বাধিক উইকেট (পেসর) |
২০১৯/২০ | কর্ণাটক | তামিলনাড়ু | রাজস্থান
হরিয়ানা |
দেবদূত পাদিক্কাল (৫৮০)
রতুরাজ গায়কোয়াদ (৪১৯) সূর্যকুমার যাদব (৩৯২) |
রবিশ্রীনিবাসন সাই কিশোর (২০)
শ্রেয়াস গোপাল (১৯) হার্শাল প্যাটেল (১৯) |
হার্শাল প্যাটেল (১৯)
দর্শন নালকাণ্ডে (১৬) লুকমান মেরিওয়ালা (১৬) |
২০২০/২১ | তামিলনাড়ু | বরোদা | রাজস্থান
পাঞ্জাব |
নারায়ণ জগদীসান (৩৬৪)
কেদার দেবধর (৩৪৯) প্রভিসিমরান সিং (৩৪১) |
লুকমান মেরিওয়ালা (১৫)
আভেষ খান (১৪) সিদ্ধার্থ কৌল (১৪) |
লুকমান মেরিওয়ালা (১৫)
আভেষ খান (১৪) সিদ্ধার্থ কৌল (১৪) |
২০২১/২২ | তামিলনাড়ু | কর্নাটক | হায়দ্রাবাদ
বিদর্ভ |
তন্ময় আগারওয়াল (৩৩৪)
দীপক হুদা (২৯৪) অজিঙ্কা রাহানে (২৮৬) |
চামা মিলিন্দ (১৮)
সিভি স্টিফেন (১৪) ঋষি ধাওয়ান (১৪) |
চামা মিলিন্দ (১৮)
সিভি স্টিফেন (১৪) ঋষি ধাওয়ান (১৪) |
মৌসুম | আঞ্চলিক বিজয়ী | ||||
---|---|---|---|---|---|
কেন্দ্রীয় | পূর্ব | উত্তর | দক্ষিণ | পশ্চিম | |
আন্তঃরাজ্য টোয়েন্টি টুর্নামেন্ট | |||||
২০১৬/১৭ | মধ্য প্রদেশ | বাংলা | দিল্লি | কর্ণাটক | মুম্বই |
টুর্নামেন্টের রেকর্ড[সম্পাদনা]
নাম | ট্রফি জয় | ফাইনালে | সেমিফাইনালে | সেরা ফল |
---|---|---|---|---|
তামিলনাড়ু | ৩ বার | ৪ বার | ৫ বার | ২০২১-২২ |
বরোদা | ২ বার | ৪ বার | ৪ বার | ২০১৩-১৪ |
কর্ণাটক | ২ বার | ৩ বার | ৪ বার | ২০১৯-২০ |
গুজরাত | ২ বার | ২ বার | ৩ বার | ২০১৪-১৫ |
উত্তরপ্রদেশ | ১ বার | ২ বার | ৩ বার | ২০১৫-১৬ |
মহারাষ্ট্র | ১ বার | ২ বার | ২ বার | ২০০৯-১০ |
দিল্লি | ১ বার | ১ বার | ৩ বার | ২০১৭-১৮ |
বাংলা | ১ বার | ১ বার | ২ বার | ২০১০-১১ |
পাঞ্জাব | ০ | ৪ বার | ৫ বার | ২০১৪-১৫ |
রাজস্থান | ০ | ১ বার | ৩ বার | ২০১৭-১৮ |
মধ্যপ্রদেশ | ০ | ১ বার | ২ বার | ২০১০-১১ |
হায়দরাবাদ | ০ | ১ বার | ২ বার | ২০০৯-১০ |
মুম্বাই | ০ | ০ | ৪ বার | ২০১৮-১৯ |
হরিয়ানা | ০ | ০ | ২ বার | ২০১৯-২০ |
কেরালা | ০ | ০ | ২ বার | ২০১৩-১৪ |
গোয়া | ০ | ০ | ১ বার | ২০১৩-১৪ |
বিদর্ভ | ০ | ০ | ১ বার | ২০২১-২২ |
দলীয় রেকর্ড[সম্পাদনা]
দলের রেকর্ড [৩] | |||
---|---|---|---|
সবচেয়ে টানা জয় | ১৪ | কর্ণাটক | |
সবচেয়ে পরপর পরাজিত | ২২ | জম্মু ও কাশ্মীর | |
জয়ের বৃহত্তম ব্যবধান (রানে) | ১১২ রানে | দিল্লি, বনাম গুজরাত | |
জয়ের বৃহত্তম ব্যবধান (উইকেটে) | ১০ উইকেটে | ঝাড়খণ্ড, বনাম ত্রিপুরা | |
জয়ের বৃহত্তম ব্যবধান (বলে) | ১০০ বলে | ঝাড়খণ্ড, বনাম ত্রিপুরা |
সর্বোচ্চ দলীয় স্কোর[সম্পাদনা]
স্কোর | দল | বিরুদ্ধে | স্থান | শহর | বছর | সূত্র |
---|---|---|---|---|---|---|
২৫০/৩ | কর্ণাটক | সার্ভিস | পিভিজি রাজু এসিএ স্পোর্টস কমপ্লেক্স | বিজয়নগরম | ২০১৯ | [৪] |
২৪৩/৩ | মুম্বই | পাঞ্জাব | লালাভাই ঠিকাদার স্টেডিয়াম | সুরাট | ২০১৯ | [৫] |
২৩৩/৩ | গুজরাত | কেরালা | পান্না উচ্চ বিদ্যালয় মাঠ | ইন্দোর | ২০১৩ | [৬] |
২৩৩/৭ | সৌরাষ্ট্র | বিদর্ভ | হলকার ক্রিকেট স্টেডিয়াম | ইন্দোর | ২০২১ | [৭] |
২৩০/৬ | মেঘালয় | মিজোরাম | গুরু নানক কলেজ মাঠ | চেন্নাই | ২০২১ | [৮] |
সর্বনিম্ন দলীয় স্কোর[সম্পাদনা]
স্কোর | দল | বিরুদ্ধে | স্থান | শহর | বছর | সূত্র |
---|---|---|---|---|---|---|
৩০ | ত্রিপুরা | ঝাড়খণ্ড | টাটা দিগওয়াদিহ স্টেডিয়াম | ধানবাদ | ২০০৯ | [৯] |
৫৮ | অন্ধ্র | হায়দরাবাদ | জিমখানা মাঠ | হায়দ্রাবাদ | ২০১১ | [১০] |
৫৮ | বাংলা | তামিলনাড়ু | রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম | হায়দরাবাদ | ২০১২ | [১১] |
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর[সম্পাদনা]
স্কোর | নাম | থেকে | বিরুদ্ধে | স্থান | বছর | সূত্র |
---|---|---|---|---|---|---|
১৪৭ | শ্রেয়াস আইয়ার | মুম্বই | সিকিম | ইন্দোর | ২০১৯ | |
১৪৬* | পুণিত বিশট | মেঘালয় | মিজোরাম | চেন্নাই | ২০২১ | |
১৩৭* | মোহাম্মদ আজহারুদদিন | কেরালা | মুম্বই | মুম্বই | ২০২১ |
ম্যাচ পরিচালক[সম্পাদনা]
আইসিসি’র সেরা আম্পায়ার তালিকাভুক্ত হওয়ায় নিতিন মেনন ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনা করেন না।
এছাড়া আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকাভুক্ত হওয়ায় অনিল চৌধুরী, চেত্তিথোদি শামসুদ্দিন, কে.এন অনন্তপদ্মানাভান এবং বীরেন্দ্র শর্মা ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনা করেন না।
সুন্দরাম রবি প্রাক্তন আইসিসি’র সেরা আম্পায়ার তালিকাভুক্ত ম্যাচ পরিচালক।
যশবন্ত বার্দে, নভদীপ সিং, উলহাস গান্ধে , জয়ারামান মদনগোপাল, সাইয়েদ খালিদ এবং পশ্চিম পাঠক আইপিএল-এ ম্যাচ পরিচালনা করেন।
মানচিত্রে[সম্পাদনা]






নিখিল_পাটওয়ার্দন


সাদশিব_আয়ার
প্রহ্লাদ রাওয়াত





কৃষ্ণমাচারী_শ্রীনিবাসন

বেলুর রবি



আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Syed Mushtaq Ali Trophy"। ইএসপিএনক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১।
- ↑ "BCCI revamps Syed Mushtaq Ali Trophy structure"। ইএসপিএন ক্রিকইনফো। ২৪ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৬।
- ↑ "Overall First-Class Records"। CricketArchive। ২২ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১।
- ↑ "Karnataka vs Services"। ESPNcricinfo।
- ↑ "Punjab vs Mumbai"।
- ↑ Gujarat vs Kerala
- ↑ Saurashtra vs Vidarbha
- ↑ Meghalaya vs Mizoram
- ↑ Jharkhand vs Tripura
- ↑ Hyderabad vs Andhra
- ↑ Bengal vs Tamil Nadu