১৯৯৮-৯৯ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ
তত্ত্বাবধায়ক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | টেস্ট |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও ফাইনাল |
আয়োজক | ভারত পাকিস্তান শ্রীলঙ্কা |
বিজয়ী | পাকিস্তান (১ম শিরোপা) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৩ |
খেলার সংখ্যা | ৪ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ওয়াসিম আকরাম |
সর্বাধিক রান সংগ্রহকারী | মাহেলা জয়াবর্ধনে (২৯৭) |
সর্বাধিক উইকেটধারী | ওয়াসিম আকরাম (১৫) |
১৯৯৮-৯৯ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ ক্রিকেট প্রতিযোগিতা ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ, ১৯৯৯ তারিখে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।[১] ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা দল প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঐ সময়ে টেস্ট ক্রিকেটের মর্যাদা না থাকায় বাংলাদেশ দল এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনাধীন ৯-দলের সমন্বয়ে টেস্ট ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা প্রবর্তনের পূর্বে পরীক্ষামূলকভাবে এ প্রতিযোগিতাটি করা হয়েছিল বলে ধারণা করা হয়।[১] জানুয়ারি, ১৯৯৯ সালে সফর পরিচালনা, টেলিভিশন স্বত্ত্ব ও নিরাপত্তা বিষয়ের প্রেক্ষিতে প্রতিযোগিতাটি প্রায় বাতিলের পর্যায়ে চলে যাচ্ছিল।[২][৩][৪]
চূড়ান্ত খেলায় পাকিস্তান ইনিংস ও ১৭৫ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভ করে এবং পুরস্কারের অর্থমূল্য বাবদ $২৫০,০০০ লাভ করে। অন্যদিকে শ্রীলঙ্কা দল $১৪৫,০০০ ও প্রথম-রাউন্ডে পরাজিত ভারত দল $১০০,০০০ পায়।[৫] ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের অধিকারী ওয়াসিম আকরাম যথাক্রমে $৫,০০০ ও $২০,০০০ লাভ করেন।
খেলার ধরন
[সম্পাদনা]রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত তিনটি খেলা দলগুলো একে-অপরের বিরুদ্ধে একবার করে অংশ নেয়। শীর্ষ দুই দল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় মুখোমুখি হয়। জয়ে ১২, টাইয়ে ৬ পয়েন্ট লাভ করবে। ড্র কিংবা পরাজয়ের ক্ষেত্রে কোন পয়েন্ট বরাদ্দ রাখা হয়নি। বোলিং ও ব্যাটিংশৈলীর উপর নির্ভর করে দলগুলোকে বোনাস পয়েন্ট সংগ্রহের বিধান রাখা হয়। কলকাতা, কলম্বো ও লাহোরে ঘূর্ণায়মান পদ্ধতিতে রাউন্ড-রবিন খেলা অনুষ্ঠিত হয়। তবে নিরপেক্ষ মাঠ হিসেবে বাংলাদেশের ঢাকায় চূড়ান্ত খেলা আয়োজন করা হয়।
দলীয় সদস্য
[সম্পাদনা]ভারত[৬] | পাকিস্তান[৭] | শ্রীলঙ্কা[৮] | ||||
১ম ও ২য় টেস্ট | ১ম টেস্ট | ২য় টেস্ট | চূড়ান্ত খেলা | ১ম টেস্ট | ২য় টেস্ট | চূড়ান্ত খেলা |
এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ
[সম্পাদনা]দল | খেলা | জয় | ড্র | পরাজয় | বোনাস ব্যাটিং |
বোনাস বোলিং |
মোট পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
পাকিস্তান | ১ | ১ | ০ | ০ | ১ | ৪ | ১৭ |
ভারত | ১ | ০ | ০ | ১ | ১ | ৪ | ৫ |
শ্রীলঙ্কা | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
২৪-২৮ ফেব্রুয়ারি, ১৯৯৯
|
ব
|
||
দল | খেলা | জয় | ড্র | পরাজয় | বোনাস ব্যাটিং |
বোনাস বোলিং |
মোট পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
পাকিস্তান | ১ | ১ | ০ | ০ | ১ | ৪ | ১৭ |
ভারত | ২ | ০ | ১ | ১ | ৫ | ৫ | ১০ |
শ্রীলঙ্কা | ১ | ০ | ১ | ০ | ২ | ২ | ৪ |
৪-৮ মার্চ, ১৯৯৯
|
ব
|
||
দল | খেলা | জয় | ড্র | পরাজয় | বোনাস ব্যাটিং |
বোনাস বোলিং |
মোট পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
পাকিস্তান | ২ | ১ | ১ | ০ | ৫ | ৮ | ২৫ |
শ্রীলঙ্কা | ২ | ০ | ২ | ০ | ৬ | ৫ | ১১ |
ভারত | ২ | ০ | ১ | ১ | ৫ | ৫ | ১০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ [১] Asian Test Championship from 14 Feb to 17 March (24 December 1998) 24 December 1998 by Peter Christie
- ↑ [২] Asian Test Championship: Pakistan to opt out if tour is cancelled 13 January 1999 By Our Sports Reporter
- ↑ [৩] Asian Test championships may be called off AFP
- ↑ [৪] Fate of Asian Test event still hangs in balance By Our Special Representative
- ↑ [৫] Inaugural Asian Test championships 11 February 1999 Sa'adi Thawfeeq
- ↑ [৬] Asian Test Cricket Championship, February - March 1999 Indian Squad
- ↑ [৭] Asian Test Cricket Championship, February - March 1999 Pakistani Squad
- ↑ [৮] Asian Test Cricket Championship, February - March 1999 Sri Lankan Squad