বেলিজ জাতীয় ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেলিজ জাতীয় ক্রিকেট দল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাঅনুমোদিত সদস্য (১৯৯৭)
আইসিসি অঞ্চলআমেরিকাস
বিশ্ব ক্রিকেট লিগনা
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক২৩ মার্চ ২০০৪ বনাম সুরিনাম, পানামা
৩১ জুলাই ২০০৭ অনুযায়ী

বেলিজিয়ো জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট-এ বেলিজ-এর প্রতিনিধিত্ব করে। ১৯৯৭ সাল থেকে বেলিজ আইসিসি এর অনুমোদিত সদস্য।[১] কিন্তু তা সত্ত্বেও তারা ২০০৪ সালের পূর্বে কোন ম্যাচ খেলে নি। ২০০৪ সালে তারা আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ-এর বাছাই-পর্বে অংশ নেয়। বর্তমানে তারা আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ-এর তৃতীয় বিভাগে খেলে।

টুর্নামেন্ট ইতিহাস[সম্পাদনা]

আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ[সম্পাদনা]

মধ্য আমেরিকান চ্যাম্পিয়নশিপ[সম্পাদনা]

  • ২০০৬ : চ্যাম্পিয়ন
  • ২০০৮ : অংশগ্রহণ করেনি
  • ২০০৯ : তৃতীয়

ইস্টার কাপ[সম্পাদনা]

  • মার্চ ২০০৮: অংশগ্রহণ করেনি
  • ডিসেম্বর ২০০৮ : চ্যাম্পিয়ন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বেলিজ at CricketArchive.com