আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ | |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
খেলার ধরন | টুয়েন্টি২০ |
প্রথম টুর্নামেন্ট | ২০০৭, ![]() |
শেষ টুর্নামেন্ট | ২০২১, ![]() ![]() |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২২, ![]() |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন (দুটি রাউন্ড) ও নক-আউট |
দলের সংখ্যা | ১৬ |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সর্বাধিক সফল | ![]() |
সর্বাধিক রান | ![]() |
সর্বাধিক উইকেট | ![]() |
![]() |
প্রতিযোগিতা সমূহ | |
---|---|
আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বা আইসিসি ওয়ার্ল্ড টি২০ বা আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ (ইংরেজি: ICC World Twenty20/ICC Men's T20 World Cup) ক্রিকেটের টুয়েন্টি২০ পদ্ধতির আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা বিশেষ। এটি কখনো কখনো 'টি২০ বিশ্বকাপ' নামে পরিচিতি পেয়ে থাকে। প্রতিযোগিতাটি ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক পরিচালিত হয়। প্রতিযোগিতায় ১২ দলের অংশগ্রহণ থাকে। তন্মধ্যে ১০টি আইসিসি'র পূর্ণ সদস্যভূক্ত স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বাকী দুইটি দলের অংশগ্রহণের জন্যে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। অতঃপর শীর্ষস্থানীয় দুই দল আইসিসি ওয়ার্ল্ড টি২০ খেলায় অংশ নেয়। বর্তমানে প্রতিযোগিতাটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে।
নিয়ম-কানুন[সম্পাদনা]
গ্রুপ পর্ব এবং সুপার এইটে ফলাফল নির্ধারণের জন্যে নিম্নবর্ণিত পয়েন্ট বরাদ্দ রাখা হয়েছে:
ফলাফল | পয়েন্ট |
---|---|
জয় | ২ পয়েন্ট |
ফলাফল না হলে | ১ পয়েন্ট |
পরাজয় | ০ পয়েন্ট |
কোন কারণে যদি টাই হয়, তাহলে সুপার ওভারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। আবার সুপার ওভারেও যদি একই ধরনের ঘটনা ঘটে তাহলে যে দল তাদের ইনিংসে সর্বাধিক ছয় বা ছক্কা মেরেছে, তাদেরকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। এ প্রক্রিয়া প্রতিযোগিতার সবগুলো খেলার জন্যেই প্রযোজ্য হবে। ২০০৭ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় এ নিয়ম প্রবর্তিত ও প্রচলন ঘটানো হয়নি। তখন বোল-আউটের মাধ্যমে টাই ভাঙ্গা হতো।
প্রত্যেক গ্রুপ ও সুপার এইট পর্বে দলের শীর্ষস্থান নির্ধারণে নিম্নবর্ণিত শর্তাদি রাখা হয়েছে:
- সর্বোচ্চসংখ্যক পয়েন্ট সংগ্রহ
- সমান হলে, সর্বাধিক জয়
- তারপরও সমান হলে, সর্বোচ্চ নেট রান রেট
- তারপরও সমান হলে, সর্বনিম্ন বোলিং স্ট্রাইক রেট
- তারপরও সমান হলে, একে-অপরের বিরুদ্ধে ফলাফল
স্বাগতিক দেশ[সম্পাদনা]
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্বাহী পরিষদ ভোটের মাধ্যমে আগ্রহী দেশের দরপত্র পর্যবেক্ষণপূর্বক তাদের আগ্রহে এ প্রতিযোগিতার স্বাগতিক দেশ নির্ধারণ করে থাকেন। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা, ২০০৯ সালে ইংল্যান্ড, ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১২ সালে শ্রীলঙ্কা স্বাগতিক দেশের মর্যাদা পায়। ২০১৪ সালে বাংলাদেশ স্বাগতিক দেশের মর্যাদা লাভ করে।[১] আইসিসি দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে প্রথম দুইটি প্রতিযোগিতা আয়োজনে প্রথমদিককার স্বাগতিক দেশ হিসেবে ঘোষণা করে যারা এ পদ্ধতিকে শুরু থেকেই গ্রহণ করে।[২] ২০১৬ সালে ভারতকে প্রতিযোগিতার স্বাগতিক দেশ হিসেবে মনোনীত হয়।[৩]২০২১ এ আবার এই প্রতিযোগিতার আসর বসে। প্রথমে ভারতে অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হবার জন্য সমগ্র প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে স্থানান্তরিত হয়।
ফলাফল[সম্পাদনা]
দলীয় অবস্থান[সম্পাদনা]
নীচের সারণীতে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণকারী দলের অবস্থান তুলে ধরা হয়েছে:
- নভেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | অংশগ্রহণ | শুরু | সর্বশেষ | সেরা ফলাফল | চূড়ান্ত ম্যাচে | শেষ চারে | খেলা সংখ্যা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | শতাংশ (%) |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৭ | ২০০৭ | ২০২১ | চ্যাম্পিয়ন, ২০১৬,
চ্যাম্পিয়ন, ২০১২ |
২ বার | ৪ বার | ২০ | ৯ | ৯ | ১ (১) | ১ | ৪৭.৫০ |
![]() |
৭ | ২০০৭ | ২০২১ | চ্যাম্পিয়ন, ২০১৪ | ৩ বার | ৪ বার | ৩১ | ২১ | ৯ | ১ (১) | ০ | ৬৯.৩৫ |
![]() |
৭ | ২০০৭ | ২০২১ | চ্যাম্পিয়ন, ২০০৯ | ২ বার | ৫ বার | ২৬ | ১৬ | ৯ | ১ (০) | ০ | ৬৩.৪৬ |
![]() |
৭ | ২০০৭ | ২০২১ | চ্যাম্পিয়ন, ২০২১ | ২ বার | ৪ বার | ২১ | ১৩ | ৮ | ০ | ০ | ৬১.৯০ |
![]() |
৭ | ২০০৭ | ২০২১ | চ্যাম্পিয়ন, ২০১০ | ২ বার | ৩ বার | ২২ | ১০ | ১১ | ০ | ১ | ৪৫.৪৫ |
![]() |
৭ | ২০০৭ | ২০২১ | চ্যাম্পিয়ন, ২০০৭ | ২ বার | ৩ বার | ২৭ | ১৭ | ৯ | ১ (১) | ১ | ৬২.৯৬ |
![]() |
৭ | ২০০৭ | ২০২১ | সেমি-ফাইনাল, ২০০৭ | ১ বার | ৩ বার | ২১ | ৯ | ১০ | ২ (০) | ০ | ৪৭.৬২ |
![]() |
৭ | ২০০৭ | ২০২১ | সেমি-ফাইনাল, ২০০৭ | ০ | ২ বার | ২১ | ১৩ | ৮ | ০ | ০ | ৬১.৯০ |
![]() |
৭ | ২০০৭ | ২০২১ | সুপার ১০, ২০১৬ | ০ | ০ | ১৮ | ৩ | ১৫ | ০ | ০ | ১৬.৬৭ |
![]() |
৬ | ২০০৯ | ২০২১ | সুপার এইট, ২০০৯ | ০ | ০ | ৯ | ১ | ৬ | ০ | ২ | ১১.১১ |
![]() |
৫ | ২০০৭ | ২০১৪ | গ্রুপ পর্ব | ০ | ০ | ৬ | ১ | ৫ | ০ | ০ | ১৬.৬৭ |
![]() |
৫ | ২০১০ | ২০২১ | গ্রুপ পর্ব | ০ | ০ | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০.০০ |
![]() |
৪ | ২০০৯ | ২০২১ | সুপার টেইন, ২০১৪ | ০ | ০ | ৯ | ৪ | ৫ | ০ | ০ | ৪৪.৪৪ |
![]() |
৪ | ২০০৭ | ২০২১ | গ্রুপ পর্ব | ০ | ০ | ৪ | ০ | ৩ | ০ | ১ | ০.০০ |
![]() |
১ | ২০০৭ | ২০০৭ | গ্রুপ পর্ব | ০ | ০ | ২ | ০ | ২ | ০ | ০ | ০.০০ |
- বন্ধনীতে সুপার ওভার কিংবা বোল আউট অথবা টি২০ ক্রিকেটে টাই ম্যাচে জয় নির্ধারণে ব্যবহৃত অন্য যে-কোন পদ্ধতিতে ফলাফল নির্ধারণ করা হয়েছে। এ ধরনের বিষয়গুলোর মাধ্যমে জয়-পরাজয় নির্ধারিত হলেও তা অর্ধ-জয় হিসেবে গণনা করা হয়।
নতুন দলের আত্মপ্রকাশ[সম্পাদনা]
বছর | নতুন দল | মোট |
---|---|---|
২০০৭ | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
১২ |
২০০৯ | ![]() ![]() |
২ |
২০১০ | ![]() |
১ |
২০১৪ | ![]() ![]() ![]() |
৩ |
২০১৬ | ![]() |
১ |
২০২১ | ![]() ![]() |
২ |
২০২২ | নির্ধারিত হয়নি | নির্ধারিত হয়নি |
২০২৪ | ||
২০২৬ | ||
২০২৮ | ||
২০৩০ | ||
মোট | ২১ |
দলসমূহের পারফরম্যান্স[সম্পাদনা]
- নির্দেশিকা
- চ্যা – চ্যাম্পিয়ন
- রা – রানার-আপ
- সেমি – সেমি-ফাইনালে বিদায়
- প২ – দ্বিতীয় পর্বে (সুপার ৮/১০/১২) বিদায়
- প১ – প্রথম পর্বে/গ্রুপ পর্বে বিদায়
- × – অংশগ্রহণ করেনি
- অক্ষম – যোগ্যতা অর্জনে অক্ষম
- • – যোগ্যতা অর্জনে সক্ষম হয়েও প্রত্যাহার
- — আয়োজক
বছর→ আয়োজক→ দলসংখ্যা→ দল↓ |
২০০৭ | ২০০৯ | ২০১০ | ২০১২ | ২০১৪ | ২০১৬ | ২০২১ | ২০২২ | অংশ |
---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() ![]() |
![]() | ||
১২ | ১২ | ১২ | ১২ | ১৬ | ১৬ | ১৬ | ১৬ | ||
![]() |
× | × | প১ | প১ | প১ | প২ | প২ | ৬ | |
![]() |
সেমি | প১ | রা | সেমি | প২ | প২ | চ্যা | ৮ | |
![]() |
প২ | প১ | প১ | প১ | প২ | প২ | প২ | ৮ | |
![]() |
প২ | প২ | চ্যা | প২ | প২ | রা | সেমি | ৮ | |
![]() |
চ্যা | প২ | প২ | প২ | রা | সেমি | প২ | ৮ | |
![]() |
রা | চ্যা | সেমি | সেমি | প২ | প২ | সেমি | ৮ | |
![]() |
সেমি | প২ | প২ | প২ | প২ | সেমি | রা | ৮ | |
![]() |
প২ | রা | সেমি | রা | চ্যা | প২ | প২ | ৮ | |
![]() |
প২ | সেমি | প২ | প২ | সেমি | প২ | প২ | ৮ | |
![]() |
প১ | সেমি | প২ | চ্যা | সেমি | চ্যা | প২ | ৮ | |
![]() |
× | অক্ষম | প২ | ২ | |||||
![]() |
প১ | ১ | |||||||
![]() |
অক্ষম | প২ | প১ | প১ | প১ | প১ | প১ | ৬ | |
![]() |
প১ | • | প১ | প১ | প১ | প১ | অক্ষম | ৫ | |
![]() |
অক্ষম | প২ | অক্ষম | প২ | প১ | প১ | ৪ | ||
![]() |
প১ | প১ | অক্ষম | প১ | প২ | ৫ | |||
![]() |
× | অক্ষম | প১ | প১ | ২ | ||||
![]() |
প১ | অক্ষম | ১ | ||||||
![]() |
× | অক্ষম | প১ | অক্ষম | অক্ষম | ১ | |||
![]() |
× | অক্ষম | প১ | প১ | অক্ষম | ২ | |||
![]() |
অক্ষম | ১ |