বিষয়বস্তুতে চলুন

বিজয় হাজারে ট্রফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজয় হাজারে ট্রফি
Vijay Hazare Trophy
দেশ ভারত
ব্যবস্থাপকবিসিসিআই
খেলার ধরনলিস্ট এ ক্রিকেট
প্রথম টুর্নামেন্ট২০০২–০৩
শেষ টুর্নামেন্ট২০২৩–২৪
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিনপ্লে-অফ
দলের সংখ্যা৩৮
বর্তমান চ্যাম্পিয়নহরিয়ানা (১ম শিরোপা)
সর্বাধিক সফলতামিলনাড়ু (৫টি শিরোপা)
ওয়েবসাইটবিসিসিআই টিভি
২০২৪–২৫

বিজয় হাজারে ট্রফি বা রঞ্জি ওয়ানডে ট্রফি (স্পনসরশিপের কারণে আনুষ্ঠানিকভাবে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বিজয় হাজারে ট্রফি নামে পরিচিত), হল বিসিসিআই দ্বারা আয়োজিত একটি বার্ষিক লিস্ট এ ক্রিকেট প্রতিযোগিতা। ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দল রঞ্জি ট্রফিতে অংশ নেয়। টুর্নামেন্টটি শুধুমাত্র ২০০২–০৩ পর্যন্ত অঞ্চল পর্যায়ে খেলা হয়েছিল যখন এটি একটি জাতীয় প্রতিযোগিতায় পরিণত হয়েছিল। সম্প্রসারণের পর সবচেয়ে সফল দল হল তামিলনাড়ু যারা ৫ বার টুর্নামেন্ট জিতেছিল।

ইতিহাস

[সম্পাদনা]

২০০৬/০৭ পর্যন্ত, বিজয় হাজারে ট্রফি একটি জাতীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের শিরোনাম ছিল, যেখানে জোনাল দলগুলি জড়িত ছিল,[] যা ১৯৮৩/৮৪ সাল থেকে চলছিল।[] বিসিসিআই তখন রঞ্জি ওয়ান ডে ট্রফির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, যেটি ১৯৯৩/৯৪ মৌসুমে শুরু হয়েছিল,[] বিজয় হাজারের সম্মানে যিনি ২০০৪ সালের ডিসেম্বরে মারা গিয়েছিলেন। ২০০৭/০৮ সংস্করণটি বর্তমান শিরোনাম ব্যবহার করে প্রথম ছিল আসর।[][]

২০১৮/১৯ সংস্করণের আগে, দলগুলিকে তিনটি অভিজাত গ্রুপ এবং একটি প্লেট গ্রুপে ভাগ করা হয়েছিল। অভিজাত দলের দুটিতে নয়টি দল ছিল এবং তৃতীয়টিতে ছিল দশটি। প্লেট গ্রুপ নয়টি নতুন দল নিয়ে গঠিত। আগের তিন মৌসুমে অর্জিত গড় পয়েন্টের ভিত্তিতে দলগুলোকে গ্রুপ করা হয়েছিল। ভারতে কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০/২১ সংস্করণটি কয়েক মাসের জন্য স্থগিত করা হয়েছিল। ২০২০–২১ রঞ্জি ট্রফি বাতিল করা হয়েছিল কিন্তু, ২০২১ সালের জানুয়ারিতে, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছিল যে বিজয় হাজারে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।[][]

অংশগ্রহণকারী দলসমূহ

[সম্পাদনা]

বর্তমান দলগুলো

[সম্পাদনা]

নিম্নলিখিত ৩৮টি দল বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ করে থাকেন:

দল ঘরের মাঠ/সমূহ []
অন্ধ্র প্রদেশ এসিএ-ভিডিসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম
অরুণাচল প্রদেশ
আসাম এসিএ স্টেডিয়াম, গুয়াহাটি
বরোদা মতিবাগ স্টেডিয়াম, বড়োদরা
বাংলা ইডেন গার্ডেন, কলকাতা
বিহার রাজগীর আন্তর্জাতিক স্টেডিয়াম, নালন্দা
ছত্তিশগড় নাভা রায়পুর আন্তর্জাতিক স্টেডিয়াম, নয়া রায়পুর
চণ্ডীগড় সেক্টর ১৬ স্টেডিয়াম, চণ্ডীগড়
দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম
গোয়া ডাঃ রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম, মারগাও
গুজরাত নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
হরিয়ানা চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়াম, রোহতক
হিমাচল প্রদেশ এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা
হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ
জম্মু ও কাশ্মীর শের-ই-কাশ্মীর স্টেডিয়াম, শ্রীনগর
ঝাড়খণ্ড জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি
কর্ণাটক এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোর
কেরালা ত্রিবান্দ্রম আন্তর্জাতিক স্টেডিয়াম, তিরুবনন্তপুরম
মধ্যপ্রদেশ হোলকার স্টেডিয়াম, ইন্দোর
মহারাষ্ট্র মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুনে
মণিপুর
মেঘালয় মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট গ্রাউন্ড, শিলং
মিজোরাম
মুম্বাই/বোম্বে ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
নাগাল্যান্ড নাগাল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, সোভিমা
ওড়িশা বারাবতী স্টেডিয়াম, কটক
পুদুচেরি সিএপি সিচেম গ্রাউন্ড, পুদুচেরি
পাঞ্জাব ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম, মোহালি
রেলওয়ে কার্নাইল সিং স্টেডিয়াম, নয়াদিল্লি
রাজস্থান সওয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুর
সৌরাষ্ট্র সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট
সিকিম মাইনিং ক্রিকেট স্টেডিয়াম, রংপো
সার্ভিসেস পালাম এ স্টেডিয়াম, নয়াদিল্লি
তামিলনাড়ু এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
ত্রিপুরা মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়াম, আগরতলা
উত্তরপ্রদেশ বিআরএসএবিভি একনা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ
উত্তরাখণ্ড রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন
বিদর্ভ নতুন ভিসিএ স্টেডিয়াম, নাগপুর

ফলাফল

[সম্পাদনা]

জোনভিত্তিক ফলাফল

[সম্পাদনা]

১৯৯৩–৯৪ মৌসুমে রঞ্জি ওয়ানডে ট্রফি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ থেকে ২০০১–০২ মৌসুম পর্যন্ত কোনও ফাইনাল অনুষ্ঠিত হয়নি এবং ফলস্বরূপ দলগুলি কেবল তাদের অঞ্চলের মধ্যেই খেলেছিল, কোনও জাতীয় বিজয়ী ঘোষণা করা হয়নি। নীচের সারণীতে বছর অনুসারে প্রতিটি জোনের বিজয়ীদের তালিকা দেওয়া হয়েছে।

সংস্করণ জোন বিজয়ী সর্বাধিক রান সর্বাধিক উইকেট সূত্র
মধ্যাঞ্চল পূর্বাঞ্চল উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল
১৯৯৩–৯৪ উত্তরপ্রদেশ বাংলা হরিয়ানা কর্ণাটক বোম্বে রাহুল দ্রাবিড় (কর্ণাটক) ধনরাজ সিং (হরিয়ানা) []
১৯৯৪–৯৫ মধ্যপ্রদেশ বাংলা পাঞ্জাব হায়দ্রাবাদ মহারাষ্ট্র অজয় শর্মা (দিল্লি) অরিন্দম সরকার (বাংলা) []
১৯৯৫–৯৬ উত্তরপ্রদেশ বাংলা হরিয়ানা কর্ণাটক বোম্বে এস রমেশ (তামিলনাড়ু) কে এন অনন্তপদ্মনাভন (কেরালা)
এস জোশী (কর্ণাটক)
শরদিন্দু মুখোপাধ্যায় (বাংলা)
সন্দীপ শর্মা (পাঞ্জাব)
[]
১৯৯৬–৯৭ মধ্যপ্রদেশ আসাম দিল্লি তামিলনাড়ু মুম্বই সঞ্জয় মাঞ্জরেকার (মুম্বই) হনুমারা রামকিষেণ (অন্ধ্রপ্রদেশ) [১০]
১৯৯৭–৯৮ মধ্যপ্রদেশ বাংলা দিল্লি তামিলনাড়ু মুম্বই সুজিত সোমসুন্দর (কর্ণাটক) রাহুল সাংভি (কর্ণাটক) [১১]
১৯৯৮–৯৯ মধ্যপ্রদেশ বাংলা পাঞ্জাব কর্ণাটক মুম্বই বিজয় ভারদ্বাজ (কর্ণাটক) যশবন্ত রাই (হিমাচল প্রদেশ)
এন. সিং (হায়দ্রাবাদ)
[১২]
১৯৯৯–২০০০ মধ্যপ্রদেশ বাংলা দিল্লি তামিলনাড়ু মুম্বই মোহাম্মদ আজহারউদ্দীন (হায়দ্রাবাদ) টি পবন কুমার (হায়দ্রাবাদ) [১৩]
২০০০–০১ মধ্যপ্রদেশ উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু মুম্বই অমিত পাঠক (অন্ধ্রপ্রদেশ) ভেঙ্কটপতি রাজু (হায়দ্রাবাদ)
রাহুল সাংভি (দিল্লি)
[১৪]
২০০১–০২ রেলওয়ে উড়িষ্যা পাঞ্জাব কর্ণাটক মুম্বই সন্দীপ শর্মা (হিমাচল প্রদেশ) অনুপ ডেভ (রাজস্থান)
জে. গোকুলকৃষ্ণন (আসাম)
এল. প্যাটেল (গুজরাত)
ভি. শর্মা (পাঞ্জাব)
[১৫]

আঞ্চলিক পর্বে সবচেয়ে সফল দলগুলি ছিল বোম্বে/মুম্বই (৮টি শিরোপা), বাংলা (৬), কর্ণাটক (৪), পাঞ্জাব (৪) এবং তামিলনাড়ু (৪টি)।

নতুন পদ্ধতিতে ফাইনালের ফলাফল

[সম্পাদনা]
সংস্করণ ফাইনাল ম্যাচ আয়োজন বিজয়ী রানার্স-আপ সর্বাধিক রান সর্বাধিক উইকেট সূত্র
২০০২–২০০৩ ফাইনাল ম্যাচ নেই তামিলনাড়ু পাঞ্জাব নিরঞ্জন গোডবোলে (মহারাষ্ট্র) ইকবাল সিদ্দিকী (মহারাষ্ট্র) [১৬]
২০০৩–০৪ ফাইনাল ম্যাচ নেই মুম্বই বাংলা দেবাং গান্ধী (বাংলা) শরণদীপ সিং (দিল্লি) [১৭]
২০০৪–০৫ ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই যুগ্ম বিজয়ী: তামিলনাড়ু (২)
এবং উত্তরপ্রদেশ
ভি. শিবরামকৃষ্ণন (তামিলনাড়ু) রণদেব বসু (বাংলা)
প্রবীণ কুমার (উত্তরপ্রদেশ)
[১৮]
২০০৫–০৬ ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই রেলওয়ে উত্তরপ্রদেশ দিনেশ মোঙ্গিয়া (পাঞ্জাব) সংকল্প ভোহরা (বরোদা) [১৯]
২০০৬–০৭ সয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর মুম্বই (২) রাজস্থান ওয়াসিম জাফর (মুম্বই) ডি. তামিল কুমারন (তামিলনাড়ু) [২০]
২০০৭–০৮ ডঃ ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম সৌরাষ্ট্র বাংলা (২) অজিঙ্কা রাহানে (মুম্বই) বিশাল ভাটিয়া (হিমাচল প্রদেশ) [২১]
২০০৮–০৯ মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়াম, আগরতলা তামিলনাড়ু (৩) বাংলা (৩) বিরাট কোহলি (দিল্লি) শোয়েব আহমেদ (হায়দ্রাবাদ) [২২]
২০০৯–১০ সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ তামিলনাড়ু (৪) বাংলা (৪) শ্রীবৎস গোস্বামী (বাংলা) ইয়ো মহেশ (তামিলনাড়ু) [২৩]
২০১০–১১ হোলকার স্টেডিয়াম, ইন্দোর ঝাড়খণ্ড গুজরাত ঈশাঙ্ক জাগ্গি (ঝাড়খণ্ড) অমিত মিশ্র (হরিয়ানা) [২৪]
২০১১–১২ ফিরোজ শাহ কোটলা মাঠ, দিল্লি বাংলা মুম্বই ঋদ্ধিমান সাহা (বাংলা) পারবিন্দর আওয়ানা (দিল্লি) [২৫]
২০১২–১৩ ডঃ ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম দিল্লি আসাম রবিন উথাপ্পা (কর্ণাটক) প্রীতম দাস (আসাম) [২৬]
২০১৩–১৪ ইডেন গার্ডেন্স, কলকাতা কর্ণাটক রেলওয়ে রবিন উথাপ্পা (কর্ণাটক) বিনয় কুমার (কর্ণাটক) [২৭]
২০১৪–১৫ সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ কর্ণাটক (২) পাঞ্জাব (২) মনিশ পাণ্ডে (কর্ণাটক) অভিমন্যু মিথুন (কর্ণাটক) [২৮]
২০১৫–১৬ এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু গুজরাত দিল্লি মনদীপ সিং (পাঞ্জাব) জসপ্রীত বুমরাহ (গুজরাত) [২৯]
২০১৬–১৭ ফিরোজ শাহ কোটলা মাঠ, দিল্লি তামিলনাড়ু (৫) বাংলা (৫) দিনেশ কার্তিক (তামিলনাড়ু) আসউইন ক্রিস্ট (তামিলনাড়ু) [৩০]
২০১৭–১৮ ফিরোজ শাহ কোটলা মাঠ, দিল্লি কর্ণাটক (৩) সৌরাষ্ট্র মায়াঙ্ক আগরওয়াল (কর্ণাটক) মোহাম্মদ সিরাজ (হায়দ্রাবাদ) [৩১]
২০১৮–১৯ এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু মুম্বই (৩) দিল্লি (২) অভিনব মুকুন্দ (তামিলনাড়ু) শাহবাজ নাদিম (ঝাড়খণ্ড) [৩২]
২০১৯–২০ এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু কর্ণাটক (৪) তামিলনাড়ু দেবদূত পাদিক্কাল (কর্ণাটক) প্রীতম দাস (আসাম) [৩৩]
২০২০–২১ অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি মুম্বই (৪) উত্তরপ্রদেশ (২) পৃথ্বী শ (মুম্বই) শিবম শর্মা (উত্তরপ্রদেশ) [৩৪]
২০২১–২২ সয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর হিমাচল প্রদেশ তামিলনাড়ু (২) রুতুরাজ গায়কোয়াড় (মহারাষ্ট্র) যশ ঠাকুর (বিদর্ভ) [৩৫]
২০২২–২৩ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ সৌরাষ্ট্র (২) মহারাষ্ট্র নারায়ণ জগদীশন (তামিলনাড়ু) বাসুকি কৌশিক (কর্ণাটক) [৩৬]
২০২৩–২৪ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট হরিয়ানা রাজস্থান (২) আরসলান খান (চণ্ডীগড়) হর্ষল প্যাটেল (হরিয়ানা) [৩৭]
২০২৪–২৫

টুর্নামেন্টের রেকর্ড

[সম্পাদনা]
দলভিত্তিক
নাম ট্রফি জয় ফাইনালে সেমি-ফাইনালে সেরা ফল
তামিলনাড়ু ৪ বার ৬ বার ৮ বার ২০১৬-১৭
মুম্বাই ৪ বার ৫ বার ৭ বার ২০২০-২১
কর্ণাটক ৪ বার ৪ বার ৭ বার ২০১৯-২০
সৌরাষ্ট্র ২ বার ৩ বার ৪ বার ২০২২-২৩
রেলওয়ে ২ বার ৩ বার ৩ বার ২০০৫-০৬
বাংলা ১ বার ৭ বার ১২ বার ২০১১-১২
উত্তরপ্রদেশ ১ বার ৪ বার ৬ বার ২০০৪-০৫
দিল্লি ১ বার ৩ বার ৫ বার ২০১২-১৩
গুজরাত ১ বার ২ বার ৪ বার ২০১৫-১৬
ঝাড়খণ্ড ১ বার ১ বার ৩ বার ২০১০-১১
হিমাচল প্রদেশ ১ বার ১ বার ১ বার ২০২১-২২
পাঞ্জাব ১ বার ৩ বার ২০১৪-১৫
আসাম ১ বার ২ বার ২০১২-১৩
রাজস্থান ১ বার ১ বার ২০০৬-০৭
মহারাষ্ট্র ১ বার ১ বার ২০২২-২৩
সার্ভিসেস ১ বার ২০২১-২২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Vijay Hazare Trophy, 2006/07. CricketArchive. Retrieved 22 December 2023. (সদস্যতা প্রয়োজনীয়)
  2. Tournaments in India. CricketArchive. Retrieved 22 December 2023. (সদস্যতা প্রয়োজনীয়)
  3. Ranji One Day Trophy, 2007. ESPNcricinfo. Retrieved 26 December 2023.
  4. Vijay Hazare Trophy, 2008. ESPNcricinfo. Retrieved 26 December 2023.
  5. "No Ranji Trophy in 2020–21, but BCCI to hold domestic 50-over games for men, women, and U-19 boys"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২১ 
  6. Karhadkar, Amol (৩০ জানুয়ারি ২০২১)। "No Ranji Trophy for first time in 87 years"The Hindu। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২১ 
  7. রঞ্জি ট্রফি ওয়ানডে ১৯৯৩/৯৪, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  8. রঞ্জি ট্রফি ওয়ানডে ১৯৯৪/৯৫, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  9. রঞ্জি ট্রফি ওয়ানডে ১৯৯৫/৯৬, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  10. রঞ্জি ট্রফি ওয়ানডে ১৯৯৬/৯৭, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  11. রঞ্জি ট্রফি ওয়ানডে ১৯৯৭/৯৮, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  12. রঞ্জি ট্রফি ওয়ানডে ১৯৯৮/৯৯, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  13. রঞ্জি ট্রফি ওয়ানডে ১৯৯৯/০০, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  14. রঞ্জি ট্রফি ওয়ানডে ২০০০/০১, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  15. রঞ্জি ট্রফি ওয়ানডে ২০০১/০২, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  16. রঞ্জি ট্রফি ওয়ানডে ২০০২/০৩, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  17. রঞ্জি ট্রফি ওয়ানডে ২০০৩/০৪, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  18. রঞ্জি ট্রফি ওয়ানডে ২০০৪/০৫, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  19. রঞ্জি ট্রফি ওয়ানডে ২০০৫/০৬, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  20. রঞ্জি ট্রফি ওয়ানডে ২০০৬/০৭, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  21. বিজয় হাজারে ট্রফি ২০০৭/০৮, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  22. বিজয় হাজারে ট্রফি ২০০৮/০৯, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  23. বিজয় হাজারে ট্রফি ২০০৯/১০, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  24. বিজয় হাজারে ট্রফি ২০১০/১১, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  25. বিজয় হাজারে ট্রফি ২০১১/১২, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  26. বিজয় হাজারে ট্রফি ২০১২/১৩, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  27. বিজয় হাজারে ট্রফি ২০১৩/১৪, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  28. বিজয় হাজারে ট্রফি ২০১৪/১৫, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  29. বিজয় হাজারে ট্রফি ২০১৫/১৬, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  30. বিজয় হাজারে ট্রফি ২০১৬/১৭, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  31. বিজয় হাজারে ট্রফি ২০১৭/১৮, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  32. বিজয় হাজারে ট্রফি ২০১৮/১৯, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  33. বিজয় হাজারে ট্রফি ২০১৯/২০, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  34. বিজয় হাজারে ট্রফি ২০২০/২১, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  35. বিজয় হাজারে ট্রফি ২০২১/২২, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  36. বিজয় হাজারে ট্রফি ২০২২/২৩, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)
  37. বিজয় হাজারে ট্রফি ২০২৩/২৪, ক্রিকেটআর্কাইভে সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। (সদস্যতা প্রয়োজনীয়)

বহিঃসংযোগ

[সম্পাদনা]


উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি