আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল
![]() আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লোগো | |||||||||||||
সংঘ | আফগানিস্তান ক্রিকেট বোর্ড | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কর্মীবৃন্দ | |||||||||||||
অধিনায়ক | আসগর স্তানিকজাই | ||||||||||||
কোচ | ফিল সিমন্স | ||||||||||||
ইতিহাস | |||||||||||||
টেস্ট মর্যাদা প্রাপ্তি | ২০১৭ | ||||||||||||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |||||||||||||
আইসিসি মর্যাদা | অধিভুক্ত সদস্য (২০০১) সহযোগী সদস্য (২০১৩) পূর্ণ সদস্য (২০১৭) | ||||||||||||
আইসিসি অঞ্চল | এসিসি | ||||||||||||
| |||||||||||||
টেস্ট | |||||||||||||
প্রথম টেস্ট | বনাম ![]() | ||||||||||||
সর্বশেষ টেস্ট | বনাম ![]() | ||||||||||||
| |||||||||||||
একদিনের আন্তর্জাতিক | |||||||||||||
প্রথম ওডিআই | বনাম ![]() | ||||||||||||
সর্বশেষ ওডিআই | বনাম ![]() | ||||||||||||
| |||||||||||||
বিশ্বকাপ উপস্থিতি | ১ (২০১৫ সালে সর্বপ্রথম) | ||||||||||||
সেরা ফলাফল | গ্রুপ পর্ব (২০১৫) | ||||||||||||
বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি | ১ (২০০৯ সালে সর্বপ্রথম) | ||||||||||||
সেরা ফলাফল | চ্যাম্পিয়ন্স (২০১৮) | ||||||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | |||||||||||||
প্রথম টি২০আই | বনাম ![]() | ||||||||||||
সর্বশেষ টি২০আই | বনাম ![]() | ||||||||||||
| |||||||||||||
টি২০ বিশ্বকাপ উপস্থিতি | ৪ (২০১০ সালে সর্বপ্রথম) | ||||||||||||
সেরা ফলাফল | ২য় রাউন্ড (২০১৬) | ||||||||||||
টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি | ৪ (২০১০ সালে সর্বপ্রথম) | ||||||||||||
সেরা ফলাফল | চ্যাম্পিয়ন্স (২০১০) | ||||||||||||
| |||||||||||||
৭ জুন ২০১৮ অনুযায়ী |
আফগানিস্তান ক্রিকেট দল (পশতু: د افغانستان د کريکټ ملي لوبډله, ফার্সি: تیم ملی کریکت افغانستان) আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্বকারী দল। ১৯৯৫ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ড গঠিত হয়। ২০০১ সালে আফগানিস্তান আইসিসির অন্তর্ভুক্ত সহযোগী সদস্য নির্বাচিত হয়[৮] এবং ২০০৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর সদস্য পদ লাভ করে।[৯] ২০০১ সালে প্রথম জাতীয় দল গঠিত হয়।[৮]
২০০৯ সালে তারা বিশ্বকাপ বাছাই পর্ব প্রতিযোগিতায় অংশ নেয়। ২০১০ সালে আফগানিস্তান আন্তঃমহাদেশীয় কাপে স্কটল্যান্ডকে হারিয়ে শিরোপা অর্জন করে। তারা ২০১০ সালে টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। সি-গ্রুপে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে খেলে। তাদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নূর আলীর করা হাফ সেঞ্চুরির সুবাদে ১১৫ রান করে কিন্তু তারা ম্যাচটি ৮ উইকেটে হেরে যায়। ২য় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার সাথে ৫৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
২০১১ সালে আফগানিস্তান টি-২০ র্যাঙ্কিংয়ে নবম হয়।
আফগানিস্তান ২০১১ সালের বিশ্বকাপ খেলতে না পারলেও ২০১৩ সাল পর্যন্ত ৪ বছরের জন্য আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে। ২০০৯ সালে আফগানিস্তান এসিসি টি-২০ কাপে খুবই ভাল খেলে, তারা গ্রুপের ৫টি ম্যাচই জিতে যায় এবং সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে ৮৪ রানে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
ইতিহাস[সম্পাদনা]
২০০৯ সালে তারা বিশ্বকাপ বাছাই পর্ব প্রতিযোগিতায় অংশ নেয়। ২০১০ সালে আফগানিস্তান আন্তঃমহাদেশীয় কাপে স্কটল্যান্ডকে হারিয়ে শিরোপা অর্জন করে। তারা ২০১০ সালে টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। সি-গ্রুপে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে খেলে। তাদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নূর আলীর করা হাফ সেঞ্চুরির সুবাদে ১১৫ রান করে কিন্তু তারা ম্যাচটি ৮ উইকেটে হেরে যায়। ২য় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার সাথে ৫৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
২০১১ সালে আফগানিস্তান টি-২০ র্যাঙ্কিংয়ে নবম হয়।
আফগানিস্তান ২০১১ সালের বিশ্বকাপ খেলতে না পারলেও ২০১৩ সাল পর্যন্ত ৪ বছরের জন্য আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে। ২০০৯ সালে আফগানিস্তান এসিসি টি-২০ কাপে খুবই ভাল খেলে, তারা গ্রুপের ৫টি ম্যাচই জিতে যায় এবং সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে ৮৪ রানে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
ওডিআই মর্যাদা[সম্পাদনা]
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল ২০০৯ সালে অনুষ্ঠিত ২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিদায় নেয়। তবে খেলতে না পারলেও ২০১৩ সাল পর্যন্ত ৪ বছরের জন্য ওডিআই ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে। আফগানিস্তান তাদের প্রথম ওডিআই স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলে এবং তাতে ৮৯রানে জয়ী হয়।[১০]
ঘরের মাঠ[সম্পাদনা]
দীর্ঘকালের আফগানিস্তান যুদ্ধ-এর কারণে দলটি তাদের দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলে না। প্রথমে সংযুক্ত আরব আমিরাত তে আয়োজন করলেও বর্তমানে ভারতের নবনির্মিত ২৫,০০০ আসনবিশিষ্ট দেরাদুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দলটির ঘরের মাঠ হিসেবে পরিচিত।
দলীয় সদস্য[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Men's Team Rankings"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records / Test matches / Team records / Results summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records / 2023 / Test matches / Result summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records / One-Day Internationals / Team records / Results summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records / 2023 / One-Day Internationals / Result summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records / Twenty20 Internationals / Team records / Results summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records / 2023 / Twenty20 Internationals / Result summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ ক খ Encyclopedia of World Cricket by Roy Morgan, Sportsbooks Publishing, Page 15
- ↑ Profile of Afghanistan at the ACC website
- ↑ Scorecard of Afghanistan v Scotland, 19 April 2009 at CricketArchive