২০২১–২২ ভারত ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ ভারত পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা ভারত
তারিখ ২৬ ডিসেম্বর ২০২১ – ২৩ জানুয়ারি ২০২২
অধিনায়ক ডিন এলগার (টেস্ট)
তেম্বা বাভুমা (ওডিআই)
বিরাট কোহলি (টেস্ট)
লোকেশ রাহুল (ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কিগান পিটারসেন (২৭৬) লোকেশ রাহুল (২২৬)
সর্বাধিক উইকেট কাগিসো রাবাদা (২০) মোহাম্মদ শামি (১৪)
সিরিজ সেরা খেলোয়াড় কিগান পিটারসেন (দক্ষিণ আফ্রিকা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কুইন্টন ডে কক (২২৯) শিখর ধাওয়ান (১৬৯)
সর্বাধিক উইকেট আন্দিলে পেখলুকোয়াইয়ো (৬) জসপ্রীত বুমরাহ (৫)
সিরিজ সেরা খেলোয়াড় কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা)

ভারত পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের ডিসেম্বর ও ২০২২ সালের জানুয়ারি মাসে তিনটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে।[১][২] টেস্ট ম্যাচগুলো ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[৩][৪]

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত জয়লাভ করে।[৫] পরবর্তী দুই ম্যাচেই দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী হয় ও ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।[৬][৭] ওডিআই সিরিজের তিনটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকা জয়ী হয় ও ৩–০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।[৮]

প্রেক্ষাপট[সম্পাদনা]

২০২১ সালের নভেম্বর মাসে জোহানেসবার্গে নিষেধাজ্ঞার কারণে তৃতীয় টেস্ট ম্যাচটি ওয়ান্ডারারস স্টেডিয়াম থেকে নিউল্যান্ডস ক্রিকেট মাঠে সরিয়ে আনা হয়েছে বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করে।[৯] আফ্রিকার দক্ষিণাঞ্চলে নতুন করোনাভাইরাসের নতুন এক ধরন শনাক্ত হওয়ার পর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)-এর এক কর্মকর্তা সিরিজটির ভবিষ্যত নিয়ে পর্যালোচনা করা হবে বলে মন্তব্য করেন।[১০] ২০২১ সালের ২ ডিসেম্বর ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি কিছুদিনের মধ্যেই সফর সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যাবে বলে জানান।[১১] ২০২১ সালের ৪ ডিসেম্বর উভয় দেশের বোর্ড সিরিজটি সামান্য দেরিতে শুরু করাতে সম্মত হয়।[১২][১৩] ২০২১ সালের ৬ ডিসেম্বর সিরিজের নতুন সূচি নিশ্চিত করা হয়[১৪] সফরে চারটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলা হওয়ার কথা ছিল, কিন্তু সে ম্যাচগুলো স্থগিত করা হয়।[১৫] টি২০আই ম্যাচগুলো সুবিধাজনক সময়ে খেলা হবে বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়।[১৬] কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ২০২১ সালের ২০ ডিসেম্বর উভয় বোর্ড সফরের ম্যাচগুলো বন্ধ দরজার পেছনে খেলায় সম্মত হয়।[১৭]

দলীয় সদস্য[সম্পাদনা]

 দক্ষিণ আফ্রিকা  ভারত
টেস্ট[১৮] ওডিআই[১৯] টেস্ট[২০] ওডিআই[২১]

ভারতের টেস্ট দলে আরজান নাগওয়াসওয়ালা, দীপক চাহার, নবদীপ সাইনি ও সৌরভ কুমারকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[২২] ২০২১ সালের ডিসেম্বর মাসে পিতৃত্বকালীন ছুটির কারণে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডে কক তৃতীয় টেস্ট ম্যাচসহ সফরের কিছু অংশে খেলতে পারবেন না বলে ঘোষণা দেয়া হয়।[২৩] পরবর্তীতে প্রথম টেস্ট শেষ হওয়ার পর তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।[২৪] চোটের কারণে রোহিত শর্মা ভারতের টেস্ট দল থেকে ছিটকে যান।[২৫] তাঁর বদলি হিসেবে প্রিয়াঙ্ক পাঞ্চালকে দলে নেয়া হয়।[২৬] ২০২১ সালের ১৮ ডিসেম্বর রোহিত শর্মার পরিবর্তে লোকেশ রাহুলকে ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।[২৭] সফরের আগে বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে ভারতের ওডিআই দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।[২৮] ২০২১ সালের ৩১ ডিসেম্বর লোকেশ রাহুলকে অধিনায়ক করে ভারতের ওডিআই দল ঘোষণা করা হয়।[২৯] চোটের কারণে আনরিখ নর্টখে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল থেকে বাদ পড়ে যান।[৩০] ২০২২ সালের ২ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা তাদের ওডিআই দল ঘোষণা করে, যার মাধ্যমে প্রথমবারের মত মার্কো ইয়ানসেন দক্ষিণ আফ্রিকার ওডিআই দলে ডাক পান।[১৯] কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসার কারণে ওয়াশিংটন সুন্দর ভারতের ওডিআই দল থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে জয়ন্ত যাদবকে দলে যুক্ত করা হয়। একই সাথে নবদীপ সাইনিও ভারতের ওডিআই দলে ডাক পান।[৩১] দক্ষিণ আফ্রিকার ওডিআই দলে কাগিসো রাবাদার পরিবর্তে জর্জ লিন্ডাকে নেয়া হয়।[৩২]

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

২৬–৩০ ডিসেম্বর ২০২১
স্কোরকার্ড
৩২৭ (১০৫.৩ ওভার)
লোকেশ রাহুল ১২৩ (২৬০)
লুংগিসানি ন্‌গিদি ৬/৭১ (২৪ ওভার)
১৯৭ (৬২.৩ ওভার)
তেম্বা বাভুমা ৫২ (১০৩)
মোহাম্মদ শামি ৫/৪৪ (১৬ ওভার)
১৭৪ (৫০.৩ ওভার)
ঋষভ পন্ত ৩৪ (৩৪)
কাগিসো রাবাদা ৪/৪২ (১৭ ওভার)
১৯১ (৬৮ ওভার)
ডিন এলগার ৭৭ (১৫৬)
জসপ্রীত বুমরাহ ৩/৫০ (১৯ ওভার)
ভারত ১১৩ রানে জয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: লোকেশ রাহুল (ভারত)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
  • মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা)-এর টেস্ট অভিষেক হয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১১, দক্ষিণ আফ্রিকা ০।[৩৩]

২য় টেস্ট[সম্পাদনা]

৩–৭ জানুয়ারি ২০২২
স্কোরকার্ড
২০২ (৬৩.১ ওভার)
লোকেশ রাহুল ৫০ (১৩৩)
মার্কো ইয়ানসেন ৪/৩১ (১৭ ওভার)
২২৯ (৭৯.৪ ওভার)
কিগান পিটারসেন ৬২ (১১৮)
শার্দুল ঠাকুর ৭/৬১ (১৭.৫ ওভার)
২৬৬ (৬০.১ ওভার)
অজিঙ্কা রাহানে ৫৮ (৭৮)
লুংগিসানি ন্‌গিদি ৩/৪৩ (১০.১ ওভার)
২৪৩/৩ (৬৭.৪ ওভার)
ডিন এলগার ৯৬* (১৮৮)
রবিচন্দ্রন অশ্বিন ১/২৬ (১১.৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
ওয়ান্ডারারস স্টেডিয়াম, স্যান্ডটন
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চতুর্থ দিনে বৃষ্টির কারণে ৫৬ ওভার খেলা সম্ভব হয়নি।
  • শার্দুল ঠাকুর (ভারত) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৩৪]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, ভারত ০।

৩য় টেস্ট[সম্পাদনা]

১১–১৫ জানুয়ারি ২০২২
স্কোরকার্ড
২২৩ (৭৭.৩ ওভার)
বিরাট কোহলি ৭৯ (২০১)
কাগিসো রাবাদা ৪/৭৩ (২২ ওভার)
২১০ (৭৬.৩ ওভার)
কিগান পিটারসেন ৭২ (১৬৬)
জসপ্রীত বুমরাহ ৫/৪২ (২৩.৩ ওভার)
১৯৮ (৬৭.৩ ওভার)
ঋষভ পন্ত ১০০* (১৩৯)
মার্কো ইয়ানসেন ৪/৩৬ (১৯.৩ ওভার)
২১২/৩ (৬৩.৩ ওভার)
কিগান পিটারসেন ৮২ (১১৩)
শার্দুল ঠাকুর ১/২২ (১১ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
নিউল্যান্ডস ক্রিকেট মাঠ, কেপ টাউন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: কিগান পিটারসেন (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, ভারত ০।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৯ জানুয়ারি ২০২২
১০:৩০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২৯৬/৪ (৫০ ওভার)
বনাম
 ভারত
২৬৫/৮ (৫০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৩১ রানে জয়ী
বোল্যান্ড পার্ক, পার্ল
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‌্যাসি ফন ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা)

২য় ওডিআই[সম্পাদনা]

২১ জানুয়ারি ২০২২
১০:৩০
স্কোরকার্ড
ভারত 
২৮৭/৬ (৫০ ওভার)
বনাম
 দক্ষিণ আফ্রিকা
২৮৮/৩ (৪৮.১ ওভার)
ঋষভ পন্ত ৮৫ (৭১)
তাবরাইজ শামসি ২/৫৭ (৯ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
বোল্যান্ড পার্ক, পার্ল
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

২৩ জানুয়ারি ২০২২
১০:৩০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২৮৭ (৪৯.৫ ওভার)
বনাম
 ভারত
২৮৩ (৪৯.২ ওভার)
কুইন্টন ডে কক ১২৪ (১৩০)
প্রসিদ্ধ কৃষ্ণা ৩/৫৯ (৯.৫ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়ী
নিউল্যান্ডস ক্রিকেট মাঠ, কেপ টাউন
আম্পায়ার: বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South Africa to host Netherlands, India and Bangladesh during home summer"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Schedule for inaugural World Test Championship announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  3. "India's schedule for second WTC cycle announced; Virat Kohli & Co. to host New Zealand in November"টাইমস নাও নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২১ 
  4. "South Africa announce their 2021-2022 home season schedule"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Relentless Shami, Bumrah help India go 1-0 up with first win in Centurion"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১ 
  6. "Elgar's unbeaten 96 seals Johannesburg Test for South Africa on rain-hit fourth day"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১ 
  7. "South Africa seal come-from-behind series win as India fall apart"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২ 
  8. "South Africa overcome Deepak Chahar scare to make it 3-0 clean sweep"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  9. "Cape Town to host New Year's Test between India and South Africa"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২১ 
  10. "New Covid-19 variant threatens Netherlands tour of South Africa, decision by Sunday"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২১ 
  11. "Virat Kohli: 'Absolute clarity' on South Africa tour 'within a day or two or pretty soon'"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২১ 
  12. "Update: 90th Annual General Meeting of BCCI"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 
  13. "India to tour SA for three Tests, three ODIs in rejigged tour; T20Is postponed"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 
  14. "CSA announce updated schedule, Wanderers to host New Year's Test"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২১ 
  15. "BCCI, CSA come to agreement; first Test on December 26"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 
  16. "Paarl, Cape Town to host ODI leg of India tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২১ 
  17. "India-South Africa series to be played behind closed doors"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১ 
  18. "CSA names Proteas Test squad vs India"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২১ 
  19. "Temba Bavuma returns to lead SA's ODI squad as Marco Jansen receives maiden call-up"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২ 
  20. "India's squad for Tests against South Africa announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১ 
  21. "Rohit misses South Africa ODIs with injury, Rahul named captain"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২১ 
  22. "Rohit takes over as ODI captain, replaces Rahane as Test vice-captain"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১ 
  23. "Quinton de Kock set to miss part of India Test series on paternity leave"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১ 
  24. "Quinton de Kock announces sudden retirement from Tests"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১ 
  25. "Rohit Sharma ruled out of South Africa Tests"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১ 
  26. "Rohit Sharma ruled out of South Africa Tests; replacement named"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১ 
  27. "KL Rahul named vice-captain of Test team for South Africa series"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২১ 
  28. "Rohit named India ODI, T20I captain as India announce Test squad for SA tour"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১ 
  29. "India's tour of South Africa: Rohit Sharma ruled out of ODI"টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২১ 
  30. "Injured Anrich Nortje out of Test series against India"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১ 
  31. "Jayant Yadav replaces Washington Sundar for South Africa ODI series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২ 
  32. "Opportunity for India, South Africa to build ODI plans"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  33. "India docked one WTC point for over-rate offence in Centurion Test"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২২ 
  34. "How does Shardul Thakur get his wickets? By outthinking the batsmen"ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]