বাগবাজার রেলওয়ে স্টেশন
অবয়ব
কলকাতা শহরতলি রেল স্টেশন | |
অবস্থান | বাগবাজার, কলকাতা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২২°৩৬′১৮″ উত্তর ৮৮°২১′৫৫″ পূর্ব / ২২.৬০৫০৫৭° উত্তর ৮৮.৩৬৫১৪৯° পূর্ব |
উচ্চতা | ৮ মিটার (২৬ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | পূর্ব রেল |
প্ল্যাটফর্ম | ২ |
রেলপথ | ২ |
সংযোগসমূহ | বাগবাজার লঞ্চ ঘাট |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | না |
সাইকেলের সুবিধা | না |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | না |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | BBR |
অঞ্চল | পূর্ব রেল |
বিভাগ | শিয়ালদহ রেলওয়ে বিভাগ |
ইতিহাস | |
চালু | ১৯৮৪ |
বৈদ্যুতীকরণ | আছে |
অবস্থান | |
বাগবাজার রেলওয়ে স্টেশন বাগবাজারের পার্শ্ববর্তী একটি ছোট রেলওয়ে স্টেশন। এটি কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাগবাজারের স্থানীয় এলাকায় পরিষেবা প্রদান করে। স্টেশনটিতে দুটি প্ল্যাটফর্ম রয়েছে। এর স্টেশন কোড BBR ।
স্টেশন
[সম্পাদনা]কমপ্লেক্স
[সম্পাদনা]প্ল্যাটফর্মটিতে খুব ভাল শেড নেই। স্টেশনটিতে জল (পানি) ও স্যানিটেশনসহ অনেক সুবিধার অভাব রয়েছে। এই স্টেশনে যাওয়ার কোনো সঠিক রাস্তা নেই।[১] রেলওয়ে স্টেশনটি মায়ের ঘাট সংলগ্ন অবস্থিত।
সংযোগ
[সম্পাদনা]বাস
[সম্পাদনা]বাস রুট নম্বর ৪৩ স্টেশনে পরিষেবা দেয়[২]।
ফেরি
[সম্পাদনা]কাছেই বাগবাজার লঞ্চঘাট অবস্থিত।
বিমান
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bagbazar"। India Rail Info।
- ↑ "Bus Services"।