গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন
গঙ্গারামপুর রেল স্টেশন | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ভারতীয় রেল স্টেশন | |||||||||||
অবস্থান | গঙ্গারামপুর, পশ্চিমবঙ্গ , ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২৫°২৩′২৫″ উত্তর ৮৮°৩০′৫৯″ পূর্ব / ২৫.৩৯০৩° উত্তর ৮৮.৫১৬৩° পূর্বস্থানাঙ্ক: ২৫°২৩′২৫″ উত্তর ৮৮°৩০′৫৯″ পূর্ব / ২৫.৩৯০৩° উত্তর ৮৮.৫১৬৩° পূর্ব | ||||||||||
উচ্চতা | ২৯ মিটার (৯৫ ফু) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | ||||||||||
লাইন | একলাখি–বালুরঘাট শাখা লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | ১ | ||||||||||
রেলপথ | ১ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | আদর্শ (ভূ-পৃষ্ট) | ||||||||||
পার্কিং | হ্যাঁ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | সক্রিয় | ||||||||||
স্টেশন কোড | জিআরএমপি (GRMP) | ||||||||||
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল | ||||||||||
বিভাগ | কাটিহার রেল বিভাগ | ||||||||||
ওয়েবসাইট | http://www.indianrail.gov.in | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ৩০ ডিসেম্বর ২০০৪ | ||||||||||
বৈদ্যুতীকরণ | না | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
গঙ্গারামপুর রেল স্টেশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে অবস্থিত একটি রেল স্টেশন। এটি গঙ্গারামপুর শহর এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিসেবা প্রদান করে করে। ২০০৪ সালে গঙ্গারামপুর স্টেশনটি নির্মিত হয়েছিল এবং প্রথম ট্রেনটি ৩০ ডিসেম্বর ২০০৪ এ চালু হয়েছিল। এই স্টেশনটি গঙ্গারামপুর কলেজের নিকটবর্তী শহরের দক্ষিণ দিকে অবস্থিত।গৌড় এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস এবং বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস মত কয়েকটি এক্সপ্রেস ট্রেন, গঙ্গারামপুর রেল স্টেশনে থামে।[১]
গঙ্গারামপুর রেল ব্রীজ[সম্পাদনা]
গঙ্গারামপুর রেল ব্রীজ পূর্ণভবা নদীকে গঙ্গারামপুর স্টেশনের কাছেই অতিক্রম করেছে।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Gangarampur railway station"। Indian Rail Info।
- ↑ "List of Trains from Gangarampur railway station"। Cleartrip।