বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন
বর্ধমান জংশন হল হাওড়া–দিল্লি প্রধান লাইন একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত। হাওড়া থেকে হাওড়া-বর্ধমানের প্রধান লাইন এবং হাওড়া-বর্ধমানের কর্ড লাইনে ইএমইউ ট্রেন সার্ভিস চালু রয়েছে বর্ধমান স্টেশন পর্যন্ত। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর বর্ধমানকে রেল পরিসেবা প্রদান করে।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF)। Provisional Population Totals, Census of India 2011। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩।