বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন
অবয়ব
বিষ্ণুপুর | |
---|---|
ভারতীয় রেল জংশন স্টেশন | |
অবস্থান | জাতীয় সড়ক ৬০, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ |
স্থানাঙ্ক | ২৩°০৩′৫৪″ উত্তর ৮৭°১৮′০৫″ পূর্ব / ২৩.০৬৫১° উত্তর ৮৭.৩০১৩° পূর্ব |
উচ্চতা | ৭৫ মিটার (২৪৬ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | দক্ষিণ পূর্ব রেল |
লাইন | খড়গপুর-বাঁকুড়া-আর্দ্রা লাইন শেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন |
প্ল্যাটফর্ম | ২ |
নির্মাণ | |
গঠনের ধরন | সাধারণ (ভূতলস্থ) |
পার্কিং | নেই |
সাইকেলের সুবিধা | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | VSU |
ইতিহাস | |
বৈদ্যুতীকরণ | ১৯৯৭-৯৮ |
আগের নাম | বেঙ্গল নাগপুর রেলওয়ে |
অবস্থান | |
বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন হল ভারতীয় রেলের খড়গপুর-বাঁকুড়া-আর্দ্রা লাইন ও শেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইনের একটি জংশন স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় অবস্থিত। এই স্টেশন মন্দির-নগরী বিষ্ণুপুর ও তার আশেপাশের এলাকাগুলিকে রেল পরিষেবা দেয়।
ইতিহাস
[সম্পাদনা]১৯০১ সালে খড়্গপুর-মেদিনীপুর ব্রাঞ্চ লাইন চালু হয়।[১] বাঁকুড়া জেলার উপর বেঙ্গল নাগপুর রেলের মেদিনীপুর-ঝরিয়া সম্প্রসারিত অংশটি চালু হয় ১৯০৩-০৪ সালে।[২]
শেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইনের বিষ্ণুপুর-গোকুলনগর-জয়পুর সেক্টরটির সম্পূর্ণ হওয়ার কথা ২০০৯-১০ সালের রেল বাজেটে উল্লেখ করা হয়েছে।[৩] এই লাইনের কিছু অংশের কাজ এখন নির্মাণাধীন।
বৈদ্যুতিকীকরণ
[সম্পাদনা]আর্দ্রা-ভেদুয়াসোল সেক্টরটির বৈদ্যুতিকীকরণ হয় ১৯৯৭-৯৮ সালে। ১৯৯৮-৯৯ সালে ভেদুয়াসোল-শালবনি সেক্টরের বৈদ্যুতিকীকরণ সম্পূর্ণ হয়।[৪]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ "The Chronology of Railway development in Eastern India"। railindia। ১৬ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩।
- ↑ "388 Bankura District"। Imperial Gazetteer of India, Volume 6। Electronic Library। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩।
- ↑ "Mamata's Gift to Bengal"। Express News Service, 4 July 2009। ২০১৩-০১-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১১-১৭।
- ↑ "History of Electrification"। IRFCA। সংগ্রহের তারিখ 16 Apri 2013। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Trains at Bishnupur
- উইকিভ্রমণ থেকে বিষ্ণুপুর ভ্রমণ নির্দেশিকা পড়ুন।