রাজভবন, কলকাতা

স্থানাঙ্ক: ২২°৩৬′ উত্তর ৮৮°১৮′ পূর্ব / ২২.৬° উত্তর ৮৮.৩° পূর্ব / 22.6; 88.3
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রাজভবন (পশ্চিমবঙ্গ) থেকে পুনর্নির্দেশিত)
রাজভবন
Raj Bhawan - Wikimedia Photowalk Kolkata 20111218 IMG 4550.jpg
রাজভবন
Map
সাধারণ তথ্য
শহরকলকাতা
দেশপশ্চিমবঙ্গ,ভারত
নির্মাণ শুরু হয়েছে১৭৯৯
সম্পূর্ণ১৮০৩
ব্যয়১৩ লক্ষ টাকা
নকশা এবং নির্মাণ
স্থপতিক্যাপ্টেন চার্লস ওয়াট

রাজভবন পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন। এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। ১৮০৩ সালে নির্মিত এই প্রাসাদোপম বাড়িটি পূর্বে ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন। সেই সময় এর নাম ছিল গভর্নমেন্ট হাউস (বাংলায় লাটভবন)। এই বাড়ির বর্তমান অধিবাসী হলেন রাজ্যপাল লা. গণেশন

১৭৯৯ সালের তদনীন্তন গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলির রাজত্বকালে গভর্নমেন্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। [১] দ্য বেঙ্গল ইঞ্জিনিয়ার্স-এর ক্যাপ্টেন চার্লস ওয়াট ডার্বিশায়ারে অবস্থিত লর্ড কার্জনের পিতৃপুরুষের ভিটে কেডলেসটন হলের আদলে এই প্রাসাদের নকশা প্রস্তুত করেন। ১৮০৩ সালে এই ভবনের নির্মাণকার্য সমাপ্ত হয়। এই বছর ২৬ জানুয়ারি এক বর্ণাঢ্য বল নাচের আসরের মাধ্যমে গভর্নমেন্ট হাউসের উদ্বোধন করা হয়। [২] এই প্রাসাদটি নির্মাণের জন্য ব্যয় হয়েছিল ১৩ লক্ষ টাকা।[১]

বর্তমানে গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজভবনে। রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রী কলকাতায় এলে রাজভবনে ওঠেন।

চিত্রশালা[সম্পাদনা]

পাদটীকা[সম্পাদনা]

  1. কলকাতা: এক পূর্ণাঙ্গ ইতিহাস, অতুল সুর, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৮১, পৃ. ২৮৮
  2. কলকাতা: একাল ও সেকাল, রথীন মিত্র, আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৯৯ মুদ্রণ, পৃ. ২৯

বহিঃসংযোগ[সম্পাদনা]