বামনহাট রেলওয়ে স্টেশন
বামনহাট রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | বামনহাট, দিনহাটা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২৬°০৪′১৪″ উত্তর ৮৯°৩৫′১০″ পূর্ব / ২৬.০৭০৬° উত্তর ৮৯.৫৮৬২° পূর্ব |
উচ্চতা | ৩৮ মিটার (১২৫ ফুট) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
প্ল্যাটফর্ম | ৩ |
রেলপথ | ৩ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | নাই |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | BXT |
অঞ্চল | উত্তরপূর্ব সীমান্ত রেল |
বিভাগ | আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ |
ইতিহাস | |
বৈদ্যুতীকরণ | না |
আগের নাম | ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে |
অবস্থান | |
বামনহাট রেলওয়ে স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার আলিপুরদুয়ার-বামনহাট শাখা লাইনে অবস্থিত বামনহাট শহরে পরিসেবা দেয়। স্টেশনটি উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের অধীনে অবস্থিত।
ট্রেন
[সম্পাদনা]প্রধান ট্রেন
[সম্পাদনা]- শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
- শিলিগুড়ি বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস।
ইতিহাস
[সম্পাদনা]ভারত বিভাজন ১৯৪৭ সালের পূর্বে, একটি রেল লিঙ্ক ছিল লালমনিরহাট জংশন হয়ে গীতদাহ এবং মোগলহাট যা এখন বাংলাদেশে অবস্থিত। এমনকি ১৯৫৫ সালে রেল যোগাযোগ পুনরায় চালু করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার সময় লাইনটি সেখানে ছিল। ১৯৬০-এর দশক পর্যন্ত কোচবিহার থেকে গোলকগঞ্জ হয়ে ধুবরি পর্যন্ত রেল যোগাযোগ ছিল। তখন এটি আসাম লাইন রেলওয়ে সার্ভিস নামে পরিচিত ছিল। সেতুগুলো ভেসে যাওয়ায় যোগাযোগ বিঘ্নিত হয়েছে। পুরো এলাকায় মিটারগেজ ট্র্যাক ছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আলিপুরদুয়ার-বামনহাট শাখা লাইনকে ব্রডগেজে রূপান্তরিত করা হয়েছে ২০০৭ সালে। গীতালদহ পর্যন্ত আলিপুদুয়ার-বামনহাট শাখা লাইন আগে কোচবিহার রাজ্য রেলওয়ের অংশ ছিল। গীতালদহ-বামনহাট সেক্টর ছিল আসাম লাইন রেলওয়ে পরিষেবার অংশ। ভারত বিভাগের আগে, মর্যাদাপূর্ণ আসাম মেল সান্তাহার থেকে গুয়াহাটি যাতায়াত করত। মানচিত্রটি আজকের অবস্থানটি উপস্থাপন করে (২০২০)। ১৯-২০ শতকে যখন এই এলাকায় প্রথম রেলপথ স্থাপন করা হয় তখন আন্তর্জাতিক সীমান্ত ছিল না। এটি ১৯৪৭ সালে আসে। তারপর থেকে, এটি নতুন বাস্তবতা মেনে চলছে।
স্টেশন
[সম্পাদনা]এটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত এবং প্রতিদিন প্রায় ১৫,০০০ যাত্রী পরিচালনা করে। [১]
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Indian Rail Enquiry"। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৩।