রাণাঘাট জংশন রেলওয়ে স্টেশন
কলকাতা শহরতলি রেলওয়ে জংশন স্টেশন | |
অবস্থান | রাণাঘাট,পশ্চিমবঙ্গ ভারত |
উচ্চতা | ১৩ মিটার (৪৩ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | পূর্ব রেল |
লাইন |
|
প্ল্যাটফর্ম | ৭ |
রেলপথ | ৮ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | না |
সাইকেলের সুবিধা | না |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ভাড়ার স্থান | পূর্ব রেল |
ইতিহাস | |
চালু | ১৮৬২ |
বৈদ্যুতীকরণ | ১৯৬৩-১৯৬৪ |
অবস্থান | |
রাণাঘাট জংশন রেলওয়ে স্টেশন শিয়ালদহ-রাণাঘাট লাইন-এর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও রেল প্রান্তিক। এটি শিয়ালদহ থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।এই স্টেশনটি রাণাঘাট শহরের একমাত্র রেলওয়ে স্টেশন। দেশবিভাগের পূর্বে এটি উত্তরবঙ্গ গামী রেলপথে অতি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল। এটি রাণাঘাট শহর ও পার্শ্ববর্তী এলাকার রেল-পরিষেবা প্রদান করে। যাত্রী সংখ্যার দিক দিয়ে এটি নদীয়া জেলার মধ্যে অন্যতম বড় ও পূর্ব রেল এর একটি ব্যস্ত, বৃহৎ রেলওয়ে স্টেশন।[১]
ইতিহাস
[সম্পাদনা]এই রেলওয়ে স্টেশনটি ১৮৬৩-১৮৬৪ সালের মাঝে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে তৈরি করে। সেই সময় এই স্টেশনটি কলকাতা(শিয়ালদহ)-কুষ্টিয়া লাইন এর অংশ ছিল। ১৮৮২-১৮৮৪ সালের মাঝে রাণাঘাট-বনগাঁ লাইন তৈরি করে সেন্ট্রাল বেঙ্গল রেলওয়ে। ১৯০০ সালের দিকে লালগোলা লাইন তৈরি করা হয়।
বিদ্যুতায়ন
[সম্পাদনা]রাণাঘাট স্টেশন থেকে প্রথম দিকে কয়লাচালিত রেলগাড়ি চলাচল করত। অনেক পরে ১৯৬৩ সালের দিকে শিয়ালদহ-রাণাঘাট ও রাণাঘাট-বনগাঁ লাইনে বিদ্যুৎচালিত ট্রেন চলাচল শুরু করে। ১৯৯৫-২০০০ সালে রাণাঘাট-গেদে শাখায় বিদ্যুতায়ন করা হয়।
পরিকাঠামো
[সম্পাদনা]রাণাঘাট স্টেশনে ৭ টি প্লাটফর্ম রয়েছে।এছাড়া এখানে পণ্যবাহী রেলগাড়ির পণ্যদ্রব্য ওঠানো-নামানোর ব্যবস্থা রয়েছে। এখানে একটি নতুন ওয়াগন মেরামতি কেন্দ্র খোলা হয়েছে। এখান থেকে সংরক্ষিত ও অসংরক্ষিত দুপ্রকার টিকিট সংগ্রহ করতে পারেন রেলযাত্রীরা।[২][৩]
রেল লাইন
[সম্পাদনা]উল্লেখযোগ্য ট্রেন
[সম্পাদনা]শিয়ালদাহ - লালগোলা ভাগীরথী এক্সপ্রেস , কলকাতা - লালগোলা হাজারদুয়ারী এক্সপ্রেস ও ধনধান্যে এক্সপ্রেস এই স্টেশনে আগমন - প্রস্থান করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অপেক্ষায় রাতের প্ল্যাটফর্ম"। আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।
- ↑ "ট্রেন থামিয়ে দিলেন মনোরোগী"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।
- ↑ "হাঁটতে গেলেই হোঁচট খাচ্ছে পথযাত্রীরা"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।