সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স
ধরন | গবেষণা প্রতিষ্ঠান |
---|---|
স্থাপিত | ১৯৪৯ |
পরিচালক | ড. মিলন কুমার সান্যাল |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | নগরাঞ্চলীয় |
ওয়েবসাইট | সরকারি ওয়েবসাইট |
![]() |
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স (সংক্ষেপে এসআইএনপি) কলকাতায় অবস্থিত একটি মৌলিক পদার্থ ও জৈবপদার্থ বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। বিশিষ্ট ভারতীয় পদার্থবিদ মেঘনাদ সাহার নামাঙ্কিত এই প্রতিষ্ঠানটি কলকাতার বিধাননগর অঞ্চলে অবস্থিত।
মেঘনাথ সাহা ছিলেন ভারতের অগ্রণী পারমাণবিক পদার্থবিদ। ১৯৩৮ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালিত পদার্থবিদ্যা অধ্যাপকের সম্মান লাভ করেন। তিনি একটি নির্দিষ্ট পারমাণবিক পদার্থবিদ্যা শিক্ষা পাঠক্রম ও কর্মসূচি প্রস্তুত করেছিলেন। এই কর্মসূচি অনুসারে জওহরলাল নেহরু ও জে. ডি. আর. টাটার সহায়তায় ১৯৪৯ সালে কলকাতায় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রতিষ্ঠা।
এসআইএনপি একটি স্বশাসিত সংস্থা হলেও এর প্রশাসন ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত।
বহিঃসংযোগ[সম্পাদনা]
সহকারী গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র |
|
---|---|
Colleges offering autonomous or self-financed postgraduate courses |
|
Colleges offering autonomous undergraduate courses | |
Colleges offering degree courses in business administration | |
Teachers' training colleges |
|
Law colleges | |
Undergraduate liberal arts and sciences colleges |
|
Formerly affiliated institutions |
|