গণভবন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গণভবন
গণভবনের গেট
মানচিত্র
সাধারণ তথ্য
ঠিকানাশেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ
শহরঢাকা, বাংলাদেশ
দেশ বাংলাদেশ
বর্তমান দায়িত্বশেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী

গণভবন হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, যা ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় সংসদের উত্তর কোণে অবস্থিত।[১] স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিন্টো রোডে অবস্থিত বঙ্গভবনে কাজ করতেন।[২]

২০২৩ সালে আনুষ্ঠানিক বৈঠক চলাকালে গণভবনের ভেতরের দৃশ্য

কাজ[সম্পাদনা]

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভারতীয় প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করছেন

অন্যান্য দেশের মত এটি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) নয়, তার কার্যালয়টি ঢাকা শহরের তেজগাঁও-এ অবস্থিত বরং । এটি সরকারের একটি মন্ত্রণালয় হিসেবে বিবেচিত যা প্রধানমন্ত্রীর নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সমর্থন প্রদান, গোয়েন্দা সংস্থা পরিচালনা, এনজিও, প্রোটোকল এবং অন্যান্য দাপ্তরিক দায়িত্ব পালন করে থাকে।[৩]

গণভবনে প্রধানমন্ত্রী দলীয় নেতা, কর্মী, পেশাজীবী, সিনিয়র নাগরিক, সামরিক কর্মকর্তা ও কূটনীতিকসহ অন্যান্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।[৪] প্রতি ইদে গণভবনের গেট সকাল ৯ টায় দর্শনার্থীদের জন্য খোলা হয়। ঈদের নামাজের পর দেশি-বিদেশি সকল নাগরিক সারিবদ্ধভাবে তখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পান।[৫]

অবস্থান[সম্পাদনা]

এটি মিরপুরসড়কের পশ্চিম পাশে ও লেকসড়কের ক্রসিং-এ অবস্থিত এবং জাতীয় সংসদ ভবন থেকে পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত। এই অঞ্চলটি ঢাকার সবচেয়ে নিরাপত্তাবেষ্টিত এলাকা। গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদের দূরত্ব সামান্য।

বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে গণভবনটি জাতির জনকের পরিবারের নিরাপত্তা আইন অনুসারে প্রদান করেছে। ১৩ই অক্টোবর ২০০৯ সালে বঙ্গবন্ধুর সরাসরি উত্তরাধিকারীদের জন্য নিরাপত্তা আইনটি সংসদে পাশ হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রধানমন্ত্রীর ঠিকানা এখন গণভবন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪ 
  2. হেলাল উদ্দিন আহমেদ (২০১২)। "বঙ্গভবন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. "PM moves to Gono Bhaban"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। মার্চ ৬, ২০১০। জানুয়ারি ১৩, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০১৭ 
  4. "ঈদের দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭ 
  5. "গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪