দোহাজারী কমিউটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দোহাজারী কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার
অবস্থাসক্রিয়
প্রথম পরিষেবা৬ ফেব্রুয়ারি ২০২১; ৩ বছর আগে (2021-02-06)
বর্তমান পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুচট্টগ্রাম
বিরতি১৭টি
শেষদোহাজারী
ভ্রমণ দূরত্ব৪০ কিমি (২৫ মা)
যাত্রার গড় সময়৯০ মিনিট
পরিষেবার হারদৈনিক
রেল নংদোহাজারী কমিউটার-১ থেকে ৪
ব্যবহৃত লাইন
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসহ্যাঁ
ঘুমানোর ব্যবস্থানা
অটোরেক ব্যবস্থানা
খাদ্য সুবিধানা
পর্যবেক্ষণ সুবিধাহ্যাঁ
বিনোদন সুবিধাহ্যাঁ
মালপত্রের সুবিধাহ্যাঁ
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি) মিটার-গেজ রেলপথ মিশ্রের সাথে ডুয়েলগেজ লেআউটে ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি৪৫ কিমি/ঘ (২৮ মা/ঘ)
ট্র্যাকের মালিকরেলপথ মন্ত্রণালয়

দোহাজারী কমিউটার হল বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অন্তর্গত একটি কমিউটার ট্রেন। এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম থেকে দোহাজারী রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।

ইতিহাস[সম্পাদনা]

এই ট্রেন চালুর আগে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত দুটি লোকাল ট্রেন চলত। সরকার ২০২১ সালে এই যাত্রাপথে একটি কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা হাতে নেয়।[১] একই বছরের ৬ ফেব্রুয়ারিতে দোহাজারী কমিউটার নামে এই ট্রেন দুটি ডিজেল মাল্টিপল ইউনিটের মাধ্যমে উদ্বোধন করা হয়।[২] কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে ট্রেনটি বন্ধ করে দিতে হয়। একই বছরের আগস্টে লকডাউন তুলে নেওয়ার পর বাংলাদেশ রেলওয়ে কয়েকটি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়ে সেগুলোর একটি তালিকা প্রকাশ করলেও দোহাজারী কমিউটার ওই তালিকায় ছিল না।[৩] তবে পরে ওই যাত্রাপথে ট্রেনটির চলাচল আবার শুরু হয়।[৪] যেহেতু ২০২৩ সালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালু হওয়ার কথা রয়েছে তাই রেলপথ মন্ত্রণালয় ট্রেনটির গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয়।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চট্টগ্রাম-পটিয়া-দোহাজারী রুটে চালু হচ্ছে ২ জোড়া কমিউটার ট্রেন"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ৪ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৩ 
  2. "চট্টগ্রামে চালু হলো নতুন দুই জোড়া কমিউটার ট্রেন"জাগো নিউজ। ৯ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১ 
  3. করিম, ইসমাইলু (১৮ আগস্ট ২০২১)। "দোহাজারী-চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন চালু হচ্ছে"পাহাড় কণ্ঠ। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৩ 
  4. "চট্টগ্রাম-দোহাজারী রুটে চলে না যাত্রীবাহী ট্রেন"দৈনিক আজাদী। ২৮ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৩ 
  5. "নভেম্বর থেকে নতুন সূচিতে চলবে বেশ কয়েকটি ট্রেন"ভোরের কাগজ। ৮ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৩