২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্রতিযোগিতার লোগো
তারিখ১৮ জুন ২০২৩ – ৯ জুলাই ২০২৩
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিনপ্লেঅফ
আয়োজক জিম্বাবুয়ে
বিজয়ী শ্রীলঙ্কা (২য় শিরোপা)
রানার-আপ নেদারল্যান্ডস
অংশগ্রহণকারী দলসংখ্যা১০
খেলার সংখ্যা৩৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়জিম্বাবুয়ে শন উইলিয়ামস
সর্বাধিক রান সংগ্রহকারীজিম্বাবুয়ে শন উইলিয়ামস (৬০০)
সর্বাধিক উইকেটধারীশ্রীলঙ্কা ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (২২)
আনুষ্ঠানিক ওয়েবসাইটক্রিকেট বিশ্বকাপ

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের ১২শ আসর হিসেবে ২০২৩ সালের জুন ও জুলাই মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়।[১] ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী শেষ দুটি দল নির্ধারণের লক্ষ্যে এ টুর্নামেন্টটি আয়োজিত হয়।[২]

২০১৮ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের পূর্ববর্তী আসর জিম্বাবুয়েতে আয়োজিত হয়েছিল।[৩] ২০২০ সালের জুলাই মাসে এ আসরটিও আয়োজনের আকাঙ্ক্ষা প্রকাশ করে জিম্বাবুয়ে।[৪] টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব জিম্বাবুয়েকে প্রদান করার কথা ২০২০ সালের ডিসেম্বর মাসে নিশ্চিত করা হয়।[৫][৬]

টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কানেদারল্যান্ডস[৭] ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানে পরাজিত করে বিজয়ী হয় শ্রীলঙ্কা।[৮]

দল ও যোগ্যতা[সম্পাদনা]

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া বর্ণনাকারী চিত্র

টুর্নামেন্টে অংশগ্রহণ করে দশটি দল: ২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শেষ পাঁচটি দল, ২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট তালিকার সেরা তিনটি দল ও ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফের পয়েন্ট তালিকার সেরা দুটি দল।[৯] টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে খেলা হয়।[১০][১১]

টুর্নামেন্টে প্রথমবারের মত সুপার সিক্স পর্ব থেকে ম্যাচসমূহে আম্পায়ার সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহৃত হবে বলে ২০২৩ সালের মে মাসে ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল[১২]

উত্তরণের যোগ্যতা তারিখ আয়োজনস্থল আসন উত্তীর্ণ দল
২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ
(সুপার লিগ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে শেষ অবস্থানে থাকা ৫ দল)
৩০ জুলাই ২০২০ – ১৪ মে ২০২৩ বিভিন্ন  আয়ারল্যান্ড
 ওয়েস্ট ইন্ডিজ
 জিম্বাবুয়ে
 নেদারল্যান্ডস
 শ্রীলঙ্কা
২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২
(লিগ ২ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৩ দল)
১৪ আগস্ট ২০১৯ – ১৬ মার্চ ২০২৩  ওমান
   নেপাল
 স্কটল্যান্ড
২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফ ২৬ মার্চ ২০২৩ – ৫ এপ্রিল ২০২৩ নামিবিয়া নামিবিয়া  মার্কিন যুক্তরাষ্ট্র
 সংযুক্ত আরব আমিরাত
মোট ১০

মাঠ[সম্পাদনা]

বুলাওয়ায়োহারারের মোট চারটি মাঠে টুর্নামেন্টের ম্যাচসমূহ অনুষ্ঠিত হয়।[১৩]

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্রতিযোগিতার ম্যাচ আয়োজনকারী মাঠ
হারারে বুলাওয়ায়ো
হারারে স্পোর্টস ক্লাব মাঠ তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ কুইনস স্পোর্টস ক্লাব মাঠ বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ
ধারণক্ষমতা: ১০০০০ ধারণক্ষমতা: ধারণক্ষমতা: ১২৪৯০ ধারণক্ষমতা: ১২০০০

দলীয় সদস্য[সম্পাদনা]

টুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দলসমূহ ঘোষণা করা হয়:[১৪]

 আয়ারল্যান্ড[১৫]  ওমান[১৬]  ওয়েস্ট ইন্ডিজ[১৭]  জিম্বাবুয়ে[১৮]  নেদারল্যান্ডস[১৯]    নেপাল[২০]  মার্কিন যুক্তরাষ্ট্র[২১]  শ্রীলঙ্কা[২২]  সংযুক্ত আরব আমিরাত[২৩]  স্কটল্যান্ড[২৪]
  • মোনংক প্যাটেল (অধি.) (উই.)
  • অ্যারন জোনস (সহ-অধি.)
  • অভিষেক পরাডকর
  • আহসান আলি খান
  • উসমান রফিক
  • কাইল ফিলিপ
  • গজানন্দ সিং
  • জসদীপ সিং
  • নোস্তুশ কেনজিগে
  • নিসর্গ প্যাটেল
  • শায়ান জাহাঙ্গীর (উই.)
  • সাইতেজ মুক্কামল্ল
  • সুশান্ত মোদানি
  • সৌরভ নেত্রাবলকর
  • স্টিভেন টেলর (উই.)

২০২৩ সালের ৮ জুন ওয়েস্ট ইন্ডিজ দলে গুডাকেশ মোতির পরিবর্তে জনসন চার্লসকে অন্তর্ভুক্ত করা হয়।[২৫] টুর্নামেন্ট চলাকালে দিলশান মদুশঙ্কা, দুনিথ ভেল্লালাগে ও সহন আরচ্চিগেকে শ্রীলঙ্কা দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে যোগ করা হয়।[২৬] টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের আগে চোট পেয়ে জিম্বাবুয়ের ক্লাইভ মাদান্দে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে জিম্বাবুয়ে দলে নিয়াশা মায়াভোকে যোগ করা হয়।[২৭] টুর্নামেন্ট চলাকালে ইয়্যানিক কারিয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে কেভিন সিনক্লেয়ারকে ওয়েস্ট ইন্ডিজ দলে নেয়া হয়।[২৮] টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব চলাকালে দুষ্মন্ত চামিরা চোটের কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে যান, যে কারণে শ্রীলঙ্কা দলে দিলশান মদুশঙ্কাকে যোগ করা হয়।[২৯] পরবর্তীতে চোটের কারণে লাহিরু কুমারাও শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেলে সহন আরচ্চিগেকে শ্রীলঙ্কা দলে যোগ করা হয়।[৩০]

প্রস্তুতিমূলক ম্যাচ[সম্পাদনা]

টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করে।[৩১]

প্রস্তুতিমূলক ম্যাচ
১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৬৪ (৪৮.৪ ওভার)
 স্কটল্যান্ড
১৭৩ (৩৩.৫ ওভার)
শেই হোপ ৫৭ (৬৫)
ক্রিস সোল ৪/৫০ (১০ ওভার)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৩৮ (৫৪)
ইয়্যানিক কারিয়া ৪/৪৬ (৯ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৯১ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
৩৬৭/৬ (৫০ ওভার)
 ওমান
৩৩৯ (৪৯.৪ ওভার)
সিকান্দার রাজা ১০৯* (৬৬)
ফাইয়াজ বাট ২/৩৮ (৯ ওভার)
আকিব ইলিয়াস ১১৩ (১০৩)
সিকান্দার রাজা ৩/৪২ (৮ ওভার)
জিম্বাবুয়ে ২৮ রানে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও জয়রামন মদনগোপাল (ভারত)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
২৭৫ (৪৯.৫ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২৭৬/৭ (৪৯.৫ ওভার)
আসিফ শেখ ৭৬ (১০৪)
আলি আমির নাসির ৪/৫২ (১০ ওভার)
রোহান মুস্তফা ৭৭* (৫৬)
করণ খত্রী ক্ষেত্রী ২/৪৬ (৭.৫ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৩ উইকেটে জয়ী
ওল্ড হারারিয়ানস স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২১৪ (৪৫.৩ ওভার)
 শ্রীলঙ্কা
২১৫/৭ (৩৭.১ ওভার)
সাকিব জুলফিকার ৫৬ (৬৪)
কসুন রজিতা ৩/১৯ (৭ ওভার)
দাসুন শানাকা ৬৭* (৫২)
ক্লেটন ফ্লয়েড ২/৪০ (৭ ওভার)
শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
 আয়ারল্যান্ড
৩১৫/৫ (৪৫.১ ওভার)
অ্যারন জোনস ৮৯ (৮৭)
বেন হোয়াইট ২/৫৬ (১০ ওভার)
হ্যারি টেকটর ১৪৯* (১২৩)
সৌরভ নেত্রাবলকর ১/২৫ (৭ ওভার)
আয়ারল্যান্ড ৫ উইকেটে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওমান 
২৬৭ (৪৯.২ ওভার)
   নেপাল
২৭৪/৮ (৪৪.৫ ওভার)
জিশান মাকসুদ ১০৯ (১০৬)
সোমপাল কামি ৫/৫৭ (৯.২ ওভার)
কুশল ভুর্তেল ১০১ (৯৪)
আকিব ইলিয়াস ৪/৪২ (৭.৫ ওভার)
নেপাল ২ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
  • ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩৭৪/৯ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২৬০/৯ (৫০ ওভার)
রভমান পাওয়েল ১০৫ (৫৫)
মোহাম্মদ জাওয়াদউল্লাহ ৩/৫০ (৮ ওভার)
বাসিল বিন আব্দুল হামিদ ১২২* (১০৮)
ইয়্যানিক কারিয়া ৪/৫৮ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১১৪ রানে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৬৩ (৩৮.২ ওভার)
 জিম্বাবুয়ে
১৬৬/৪ (২৪.৫ ওভার)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৪৯ (৫৬)
শন উইলিয়ামস ২/১৪ (৩ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৯৩ (৩৯.২ ওভার)
 নেদারল্যান্ডস
১৯৬/৮ (৩৭.৩ ওভার)
লরকান টাকার ৭৪ (৯০)
লোগান ফন বেক ২/২৩ (৭ ওভার)
ওয়েসলি বারেসি ৯০* (৮৬)
বেন হোয়াইট ৫/৬১ (১০ ওভার)
নেদারল্যান্ডস ২ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩৯২/৪ (৫০ ওভার)
মোনংক প্যাটেল ৬৮ (৪৪)
মতীশ পতিরণ ৪/২৩ (৬ ওভার)
শ্রীলঙ্কা ১৯৮ রানে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ পর্ব[সম্পাদনা]

২০২৩ সালের ২৩ মে টুর্নামেন্টের গ্রুপ পর্বের সূচি নিশ্চিত করা হয়।[৩২]

গ্রুপ এ[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
 জিম্বাবুয়ে (H) +২.২৪১ সুপার সিক্সে উত্তীর্ণ
 নেদারল্যান্ডস +০.৬৬৯
 ওয়েস্ট ইন্ডিজ +০.৫২৫
   নেপাল −১.১৭১ প্লেঅফে উত্তীর্ণ
 মার্কিন যুক্তরাষ্ট্র −২.১৬৪
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

সূচি[সম্পাদনা]

১৮ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
২৯০/৮ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৯১/২ (৪৪.১ ওভার)
কুশল ভুর্তেল ৯৯ (৯৫)
রিচার্ড ন্‌গারাভা ৪/৪৩ (৯ ওভার)
ক্রেইগ আরভাইন ১২১* (১২৮)
সোমপাল কামি ১/৩০ (৫.৩ ওভার)
জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রেইগ আরভাইন (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জয়লর্ড গাম্বি (জিম্বাবুয়ে)-এর ওডিআই অভিষেক হয়।

১৮ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৯৭ (৪৯.৩ ওভার)
জনসন চার্লস ৬৬ (৮০)
সৌরভ নেত্রাবলকর ৩/৫৩ (১০ ওভার)
গজানন্দ সিং ১০১* (১০৯)
কাইল মেয়ারস ২/৩০ (৬ ওভার)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গজানন্দ সিং (মার্কিন যুক্তরাষ্ট্র) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৩]

২০ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৩১৫/৬ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
৩১৯/৪ (৪০.৫ ওভার)
বিক্রমজিত সিং ৮৮ (১১১)
সিকান্দার রাজা ৪/৫৫ (১০ ওভার)
সিকান্দার রাজা ১০২* (৫৪)
শারিজ আহমেদ ২/৬২ (৬ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
   নেপাল
২১১/৪ (৪৩ ওভার)
শায়ান জাহাঙ্গীর ১০০* (৭৯)
করণ খত্রী ক্ষেত্রী ৪/৩৩ (৯ ওভার)
ভীম সার্কী ৭৭* (১১৪)
স্টিভেন টেলর ১/১৪ (৫ ওভার)
নেপাল ৬ উইকেটে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: করণ খত্রী ক্ষেত্রী (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শায়ান জাহাঙ্গীর (মার্কিন যুক্তরাষ্ট্র) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৪]

২২ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩৩৯/৭ (৫০ ওভার)
   নেপাল
২৩৮ (৪৯.৪ ওভার)
শেই হোপ ১৩২ (১২৯)
ললিত রাজবংশী ৩/৫২ (১০ ওভার)
আরিফ শেখ ৬৩ (৯৩)
জেসন হোল্ডার ৩/৩৪ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
 নেদারল্যান্ডস
২১৪/৫ (৪৩.২ ওভার)
শায়ান জাহাঙ্গীর ৭১ (৮৬)
রায়ান ক্লাইন ২/৩১ (৯ ওভার)
স্কট এডওয়ার্ডস ৬৭* (৬০)
জসদীপ সিং ২/৩৫ (৮ ওভার)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
২৬৮ (৪৯.৫ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২৩৩ (৪৪.৪ ওভার)
সিকান্দার রাজা ৬৮ (৫৮)
কিমো পল ৩/৬১ (১০ ওভার)
কাইল মেয়ারস ৫৬ (৭২)
তেন্দাই চাতারা ৩/৫২ (৯.৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
১৬৭ (৪৪.৩ ওভার)
 নেদারল্যান্ডস
১৬৮/৩ (২৭.১ ওভার)
রোহিত কুমার পৌডেল ৩৩ (৫৫)
লোগান ফন বেক ৪/২৪ (৯.৩ ওভার)
নেদারল্যান্ডস ৭ উইকেটে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাক্স ও'ডাউড (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
৪০৮/৬ (৫০ ওভার)
শন উইলিয়ামস ১৭৪ (১০১)
অভিষেক পরাডকর ৩/৭৮ (৯ ওভার)
অভিষেক পরাডকর ২৪ (৩১)
সিকান্দার রাজা ২/১৫ (৫ ওভার)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উসমান রফিক (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।

২৬ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩৭৪/৬ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
৩৭৪/৯ (৫০ ওভার)
নিকোলাস পুরান ১০৪* (৬৫)
সাকিব জুলফিকার ২/৪৩ (৭ ওভার)
তেজ নিডমানুরু ১১১ (৭৬)
রস্টন চেজ ৩/৭৭ (১০ ওভার)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
 শ্রীলঙ্কা +৩.০৪৭ সুপার সিক্সে উত্তীর্ণ
 স্কটল্যান্ড +০.৫৪০
 ওমান −১.২২১
 আয়ারল্যান্ড −০.০৬১ প্লেঅফে উত্তীর্ণ
 সংযুক্ত আরব আমিরাত −২.২৪৯

সূচি[সম্পাদনা]

১৯ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩৫৫/৬ (৫০ ওভার)
কুশল মেন্ডিস ৭৮ (৬৩)
আলি আমির নাসির ২/৪৪ (১০ ওভার)
শ্রীলঙ্কা ১৭৫ রানে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (শ্রীলঙ্কা)

১৯ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৮১/৭ (৫০ ওভার)
 ওমান
২৮৫/৫ (৪৮.১ ওভার)
জর্জ ডকরেল ৯১* (৮৯)
বিলাল খান ২/৬৪ (১০ ওভার)
কাশ্যপ প্রজাপতি ৭২ (৭৪)
জশুয়া লিটল ২/৪৭ (১০ ওভার)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বেন হোয়াইট (আয়ারল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

২১ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৮৬/৮ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
২৮৯/৯ (৫০ ওভার)
কার্টিস ক্যাম্ফার ১২০ (১০৮)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৫/৩৪ (৭ ওভার)
মাইকেল লিস্ক ৯১* (৬১)
মার্ক অ্যাডেয়ার ৩/৫৫ (১০ ওভার)
স্কটল্যান্ড ১ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল লিস্ক (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৬]
  • ব্র্যান্ডন ম্যাকমালেন (স্কটল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৩৭]

২১ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
২২৭/৮ (৫০ ওভার)
 ওমান
২২৮/৫ (৪৬ ওভার)
আয়ান আফজাল খান ৫৮* (৫২)
জয় ওডেদরা ৩/৩১ (৭ ওভার)
ওমান ৫ উইকেটে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: শোয়েব খান (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওমান 
৯৮ (৩০.২ ওভার)
 শ্রীলঙ্কা
১০০/০ (১৫ ওভার)
শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৮২/৮ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৭১ (৩৫.৩ ওভার)
স্কটল্যান্ড ১১১ রানে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও আলিম দার (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩২৫ (৪৯.৫ ওভার)
 আয়ারল্যান্ড
১৯২ (৩১ ওভার)
দিমুথ করুণারত্নে ১০৩ (১০৩)
মার্ক অ্যাডেয়ার ৪/৪৬ (৯.৫ ওভার)
শ্রীলঙ্কা ১৩৩ রানে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৮]

২৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
৩২০ (৫০ ওভার)
 ওমান
২৪৪/৯ (৫০ ওভার)
ব্র্যান্ডন ম্যাকমালেন ১৩৬ (১২১)
বিলাল খান ৫/৫৫ (১০ ওভার)
নাসিম খুশি ৬৯ (৫৩)
ক্রিস গ্রিভস ৫/৫৩ (১০ ওভার)
স্কটল্যান্ড ৭৬ রানে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্র্যান্ডন ম্যাকমালেন (স্কটল্যান্ড)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ব্র্যান্ডন ম্যাকমালেন (স্কটল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৯]
  • ক্রিস গ্রিভস (স্কটল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৪০]

২৭ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৪৫ (৪৯.৩ ওভার)
 স্কটল্যান্ড
১৬৩ (২৯ ওভার)
পাথুম নিশঙ্কা ৭৫ (৮৫)
ক্রিস গ্রিভস ৪/৩২ (৬.৩ ওভার)
ক্রিস গ্রিভস ৫৬* (৪১)
মহেশ তীক্ষণ ৩/৪১ (১০ ওভার)
শ্রীলঙ্কা ৮২ রানে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
৩৪৯/৪ (৫০ ওভার)
পল স্টার্লিং ১৬২ (১৩৪)
সঞ্চিত শর্মা ৩/৪৬ (৭ ওভার)
আয়ারল্যান্ড ১৩৮ রানে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: পল স্টার্লিং (আয়ারল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

প্লেঅফ[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

  ৭ম স্থান সেমিফাইনাল     ৭ম স্থান নির্ধারণী
                 
  এ৫  মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬ (৪২.৪)  
  বি৪  আয়ারল্যান্ড ১৯৭/৪ (৩৪.২)    
      এ৪    নেপাল ২৬৮/৯ (৫০)
      বি৪  আয়ারল্যান্ড ২৬৯/৮ (৪৯.২)
  বি৫  সংযুক্ত আরব আমিরাত ১৮১ (৪৬.৫)    
  এ৪    নেপাল ১৮৫/৭ (৪৩.২)   ৯ম স্থান নির্ধারণী
 
বি৫  সংযুক্ত আরব আমিরাত ৩০৮/৪ (৫০)
  এ৫  মার্কিন যুক্তরাষ্ট্র ৩০৭/৯ (৫০)

৭ম স্থান সেমিফাইনাল[সম্পাদনা]

৩০ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
 আয়ারল্যান্ড
১৯৭/৪ (৩৪.২ ওভার)
সাইতেজ মুক্কামল্ল ৫৫ (৪৬)
ক্রেইগ ইয়াং ৩/৩৫ (৭ ওভার)
পল স্টার্লিং ৫৮ (৪৫)
নোস্তুশ কেনজিগে ২/৪১ (৭ ওভার)
আয়ারল্যান্ড ৬ উইকেটে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রেইগ ইয়াং (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৮১ (৪৬.৫ ওভার)
   নেপাল
১৮৫/৭ (৪৩.২ ওভার)
বৃত্য অরবিন্দ ৪৪ (৭৫)
সন্দীপ লামিছানে ৩/২৩ (১০ ওভার)
দীপেন্দ্র সিং আইরি ৭৯* (৮৫)
মোহাম্মদ জাওয়াদউল্লাহ ৩/৪৬ (১০ ওভার)
নেপাল ৩ উইকেটে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: দীপেন্দ্র সিং আইরি (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ম স্থান নির্ধারণী[সম্পাদনা]

৪ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
২৬৮/৯ (৫০ ওভার)
 আয়ারল্যান্ড
২৬৯/৮ (৪৯.২ ওভার)
গুলশান ঝা ৫৭* (৪২)
ক্রেইগ ইয়াং ২/৩৬ (৭ ওভার)
কার্টিস ক্যাম্ফার ৬২ (৫৯)
করণ খত্রী ক্ষেত্রী ৪/৫৮ (১০ ওভার)
আয়ারল্যান্ড ২ উইকেটে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: জয়রামন মদনগোপাল (ভারত) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ম স্থান নির্ধারণী[সম্পাদনা]

৬ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৩০৮/৪ (৫০ ওভার)
আসিফ খান ১৫১* (১৪৫)
আহসান আলি খান ২/৬১ (১০ ওভার)
অ্যারন জোনস ৭৫ (১০৩)
সঞ্চিত শর্মা ৩/৩৭ (৬ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১ রানে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও আসিফ ইয়াকুব (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসিফ খান (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

সুপার সিক্স[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
 শ্রীলঙ্কা ১০ +১.৬০০ ফাইনালে উত্তীর্ণ
 নেদারল্যান্ডস +০.১৬০
 স্কটল্যান্ড +০.১০২
 জিম্বাবুয়ে (H) −০.০৯৯
 ওয়েস্ট ইন্ডিজ −০.২০৪
 ওমান −১.৮৯৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

সূচি[সম্পাদনা]

২৯ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
৩৩২/৭ (৫০ ওভার)
 ওমান
৩১৮/৯ (৫০ ওভার)
শন উইলিয়ামস ১৪২ (১০৩)
ফাইয়াজ বাট ৪/৭৯ (১০ ওভার)
জিম্বাবুয়ে ১৪ রানে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২১৩ (৪৭.৪ ওভার)
 নেদারল্যান্ডস
১৯২ (৪০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৮১ (৪৩.৫ ওভার)
 স্কটল্যান্ড
১৮৫/৩ (৪৩.৩ ওভার)
জেসন হোল্ডার ৪৫ (৭৯)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৩/৩২ (৯ ওভার)
ম্যাথু ক্রস ৭৪* (১০৭)
আকিল হোসেন ১/২৬ (১০ ওভার)
স্কটল্যান্ড ৭ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্র্যান্ডন ম্যাকমালেন (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১৬৫ (৩২.২ ওভার)
 শ্রীলঙ্কা
১৬৯/১ (৩৩.১ ওভার)
শন উইলিয়ামস ৫৬ (৫৭)
মহেশ তীক্ষণ ৪/২৫ (৮.২ ওভার)
পাথুম নিশঙ্কা ১০১* (১০২)
রিচার্ড ন্‌গারাভা ১/৩৫ (৭ ওভার)
শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৩৬২/৭ (৪৮ ওভার)
 ওমান
২৪৬/৬ (৪৪ ওভার)
বিক্রমজিত সিং ১১০ (১০৯)
বিলাল খান ৩/৭৫ (১০ ওভার)
আয়ান খান ১০৫* (৯২)
আর্যন দত্ত ৩/৩১ (১০ ওভার)
নেদারল্যান্ডস ৭৪ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিক্রমজিত সিং (নেদারল্যান্ডস)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৮ ওভারে খেলা হয়।
  • আলোকস্বল্পতার কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • বিক্রমজিত সিং (নেদারল্যান্ডস) ও আয়ান খান (ওমান) ওডিআই ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৪১]

৪ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৩৪/৮ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২০৩ (৪১.১ ওভার)
মাইকেল লিস্ক ৪৮ (৩৪)
শন উইলিয়ামস ৩/৪১ (১০ ওভার)
রায়ান বার্ল ৮৩ (৮৪)
ক্রিস সোল ৩/৩৩ (৭ ওভার)
স্কটল্যান্ড ৩১ রানে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও আসিফ ইয়াকুব (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রিস সোল (স্কটল্যান্ড)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওমান 
২২১/৯ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২২২/৩ (৩৯.৪ ওভার)
সুরজ কুমার ৫৩* (৬৫)
রোমারিও শেফার্ড ৩/৪৪ (১০ ওভার)
ব্র্যান্ডন কিং ১০০ (১০৪)
কলিমুল্লাহ ১/৪৯ (৯ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৭৭/৯ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
২৭৮/৬ (৪২.৫ ওভার)
ব্র্যান্ডন ম্যাকমালেন ১০৬ (১১০)
বাস ডে লেডা ৫/৫২ (১০ ওভার)
বাস ডে লেডা ১২৩ (৯২)
মাইকেল লিস্ক ২/৪২ (৮ ওভার)
নেদারল্যান্ডস ৪ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাস ডে লেডা (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বাস ডে লেডা (নেদারল্যান্ডস) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৪২]
  • বাস ডে লেডা (নেদারল্যান্ডস) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৪৩]

৭ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৪৩ (৪৮.১ ওভার)
 শ্রীলঙ্কা
২৪৪/২ (৪৪.২ ওভার)
কিসি কার্টি ৮৭ (৯৬)
মহেশ তীক্ষণ ৪/৩৪ (১০ ওভার)
পাথুম নিশঙ্কা ১০৪ (১১৩)
কেভিন সিনক্লেয়ার ১/৫২ (১০ ওভার)
শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সহন আরচ্চিগে (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।

ফাইনাল[সম্পাদনা]

৯ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৩৩ (৪৭.৫ ওভার)
 নেদারল্যান্ডস
১০৫ (২৩.৩ ওভার)
সহন আরচ্চিগে ৫৭ (৭১)
বিক্রমজিত সিং ২/১২ (৪ ওভার)
ম্যাক্স ও'ডাউড ৩৩ (৬৩)
মহেশ তীক্ষণ ৪/৩১ (৬.৩ ওভার)
শ্রীলঙ্কা ১২৮ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিলশান মদুশঙ্কা (শ্রীলঙ্কা)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নোয়া ক্রুস (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।

চূড়ান্ত অবস্থান[সম্পাদনা]

অবস্থান দল যোগ্যতা
 শ্রীলঙ্কা ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে উত্তীর্ণ
 নেদারল্যান্ডস
 স্কটল্যান্ড বিদায়
 জিম্বাবুয়ে
 ওয়েস্ট ইন্ডিজ
 ওমান
 আয়ারল্যান্ড
   নেপাল
 সংযুক্ত আরব আমিরাত
১০  মার্কিন যুক্তরাষ্ট্র

প্রতিযোগিতার সেরা একাদশ[সম্পাদনা]

২০২৩ সালের ১০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে।[৪৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zimbabwe to host ODI World Cup qualifiers in June-July 2023"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  2. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  3. "Cricket Zimbabwe stakes claim to host successive World Cup Qualifiers"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০ 
  4. "Zimbabwe angling to host global cricket event"ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ 
  5. "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০ 
  6. "Men's Cricket World Cup Qualifier 2023 to take place in Zimbabwe"দ্য জিম্বাবুয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  7. "Jubilant Netherlands secure ODI World Cup ticket"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩ 
  8. "Sri Lanka trounce Netherlands to win CWC23 Qualifier Final"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ 
  9. "All you need to know about the Cricket World Cup Qualifier 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৩ 
  10. "The road to World Cup 2023: how teams can secure qualification, from rank No. 1 to 32"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯ 
  11. "Classification of official cricket status matches for Associate member countries"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২২ 
  12. "Fixtures released for ICC Men's Cricket World Cup Qualifier 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩ 
  13. "West Indies and Sri Lanka in opposite groups at ODI World Cup qualifiers"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩ 
  14. "ICC Men's Cricket World Cup Qualifier 2023 - All the squads"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৩ 
  15. "Ireland Men squad named for World Cup Qualifier campaign"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৩ 
  16. "Maqsood to lead Oman at Cricket World Cup Qualifier in Zimbabwe"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৩ 
  17. "West Indies name squad for ICC Cricket World Cup Qualifiers"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩ 
  18. "Zimbabwe name squad for ICC Men's Cricket World Cup Qualifier"জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৩ 
  19. "Dutch squad for Cricket World Cup Qualifier in Zimbabwe announced"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩ 
  20. "Nepal's squad announced for World Cup Qualifier"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩ 
  21. "TEAM USA MEN'S SQUAD NAMED FOR THE 2023 ICC CWC QUALIFIER"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৩ 
  22. "'Baby Malinga' included as Sri Lanka name squad for CWC Qualifiers"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩ 
  23. "UAE announce squad for Cricket World Cup Qualifier 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৩ 
  24. "SQUAD ANNOUNCED FOR ICC MEN'S WORLD CUP QUALIFER"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৩ 
  25. "Charles to replace Motie for ICC Men's Cricket World Cup Qualifiers in Zimbabwe"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  26. "Madushanka, Wellalage and Arachchige added to SL's WCQ squad as standby options"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৩ 
  27. "Zimbabwe forced into key squad change; Netherlands produce historic feats: CWC23 Qualifier Daily Digest - Day 9"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩ 
  28. "Kevin Sinclair to replace Yannic Cariah at ICC Men's Cricket World Cup Qualifier"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩ 
  29. "Madushanka replaces injured Chameera in Sri Lanka squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩ 
  30. "Pacer ruled out of CWC23 Qualifier as Sri Lanka's injury woes compound"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩ 
  31. "Warm-up fixtures confirmed for Cricket World Cup Qualifier"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩ 
  32. "ICC confirm Cricket World Cup Qualifier 2023 Schedule"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩ 
  33. "West Indies cruise past USA despite Gajanand's century"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩ 
  34. "Karan KC's new-ball burst stamps Nepal's dominance over USA"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৩ 
  35. "Hasaranga, Mendis, Samarawickrama lead SL's win in campaign opener"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৩ 
  36. "Heartbreak for Ireland Men as Scotland win last-ball thriller"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ২৩ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 
  37. "Leask breaks Irish hearts"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 
  38. "Karunaratne ton, Hasaranga five-for knock Ireland out"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৩ 
  39. "McMullen ton, Greaves five-for set up Scotland's big win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৩ 
  40. "CWC Qualifiers: Brandon McMullen's all-round show helps Scotland defeat Oman by 76 runs"এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৩ 
  41. "Vikramjit, Barresi help Netherlands thump Oman"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  42. "Netherlands pull off a stunning heist to book CWC23 spot"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩ 
  43. "Bas de Leede's five-for and 92-ball 123 take Netherlands to the ODI World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩ 
  44. "Upstox Team of the Tournament for Men's Cricket World Cup Qualifier revealed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]