২০২৩ পুরুষ টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ পুরুষ টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ
 
  জার্সি গার্নসি
তারিখ ৭ জুলাই ২০২৩ – ৮ জুলাই ২০২৩
অধিনায়ক চার্লস পারচার্ড জশ বাটলার
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে জার্সি ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান হ্যারিসন কারলায়ন (৮৯) বেন ফিচেট (৬৩)
সর্বাধিক উইকেট এলিয়ট মাইলস (৪)
চার্লস পারচার্ড (৪)
ডেন মালেন (৩)
লুক বিশার (৩)

২০২৩ পুরুষ টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি জার্সিগার্নসির অংশগ্রহণে ২০২৩ সালের জুলাই মাসে জার্সিতে অনুষ্ঠিত হয়।[১] সিরিজে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলা হয়, যে ম্যাচসমূহ সেন্ট মার্টিনের ফার্মারস ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[২] সিরিজে জার্সি ২–০ ব্যবধানে জয়ী হয়।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 জার্সি[৪]  গার্নসি[৫]
  • জশ বাটলার (অধি.)
  • অলিভার নাইটিংগেল
  • অ্যাডাম মার্টেল
  • আইজ্যাক ডামারেল (উই.)
  • টম নাইটিংগেল
  • টমাস কার্ক
  • ডেন মালেন
  • ডেভিড হুপার
  • বেন ফিচেট
  • বেন ফেরব্রাশ
  • মার্টিন-ডেল ব্র্যাডলি
  • ম্যাথিউ স্টোকস
  • লুক বিশার (উই.)
  • লুক ল্য টিসিয়ের

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৭ জুলাই ২০২৩
১৭:১৫
স্কোরকার্ড
গার্নসি 
১৩৪/৬ (২০ ওভার)
 জার্সি
১৩৫/৩ (১৫.২ ওভার)
অলিভার নাইটিংগেল ২৯* (২৪)
বেনজামিন ওয়ার্ড ২/১৯ (৪ ওভার)
চার্লি ব্রেনান ৬৭* (৪৬)
লুক বিশার ২/৩৩ (৪ ওভার)
জার্সি ৭ উইকেটে জয়ী
ফার্মারস ক্রিকেট ক্লাব মাঠ, সেন্ট মার্টিন
আম্পায়ার: রবিন স্টকটন (জার্সি) ও হিথ কিয়ার্নস (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: চার্লি ব্রেনান (জার্সি)
  • গার্নসি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জশুয়া লরেনসন (জার্সি), ডেন মালেন, বেন ফিচেট ও মার্টিন-ডেল ব্র্যাডলি (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৮ জুলাই ২০২৩
১১:০০
স্কোরকার্ড
গার্নসি 
১৫১/৯ (২০ ওভার)
 জার্সি
১৫২/৬ (১৯ ওভার)
বেন ফিচেট ৩৭ (২০)
চার্লস পারচার্ড ৩/৩১ (৪ ওভার)
হ্যারিসন কারলায়ন ৪১* (৩০)
ডেন মালেন ৩/২৬ (৪ ওভার)
জার্সি ৪ উইকেটে জয়ী
ফার্মারস ক্রিকেট ক্লাব মাঠ, সেন্ট মার্টিন
আম্পায়ার: রিচার্ড ভেলার্ড (গার্নসি) ও হিথ কিয়ার্নস (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: হ্যারিসন কারলায়ন (জার্সি)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • টমাস কার্ক (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৮ জুলাই ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ফার্মারস ক্রিকেট ক্লাব মাঠ, সেন্ট মার্টিন
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Guernsey cricket arrange busy summer of International cricket for Men's team"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩ 
  2. @cricketinjersey (৪ জুলাই ২০২৩)। "🔴 MENS CRICKET 🔴" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  3. "Jersey claim inter-insular series victory over Guernsey"জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৩ 
  4. @cricketinjersey (৬ জুলাই ২০২৩)। "🔴 MENS CRICKET 🔴" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  5. "T20I squad named as Guernsey Cricket enter new era in Jersey"গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]