২০২৩ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড শ্রীলঙ্কা
তারিখ ৩১ আগস্ট ২০২৩ – ১৪ সেপ্টেম্বর ২০২৩
অধিনায়ক হেদার নাইট চামারি আতাপাত্তু
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নাতালি সিভার (১২২) হাসিনি পেরেরা (৭৩)
সর্বাধিক উইকেট লরেন ফাইলার (৮) কবীষা দিলহারি (৪)
সিরিজ সেরা খেলোয়াড় লরেন ফাইলার (ইংল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান অ্যালিস ক্যাপসি (৬৩) চামারি আতাপাত্তু (১১৪)
সর্বাধিক উইকেট সারা গ্লেন (২)
অ্যালিস ক্যাপসি (২)
কবীষা দিলহারি (৫)
চামারি আতাপাত্তু (৫)
সিরিজ সেরা খেলোয়াড় চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল ২০২৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[১] ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সিরিজের সূচি ঘোষিত হয়।[২] পরবর্তীতে ২০২৩ সালের মে মাসে সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়।[৩] ওডিআই সিরিজটি ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[৪] টি২০আই সিরিজটি শ্রীলঙ্কা দলের জন্য ২০২২ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৫]

টি২০আই সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী হয়,[৬] যেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম সিরিজ জয়।[৭] ওডিআই সিরিজে ইংল্যান্ড ২–০ ব্যবধানে জয়লাভ করে।[৮]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ইংল্যান্ড  শ্রীলঙ্কা
ওডিআই[৯] টি২০আই[১০] ওডিআই ও টি২০আই[১১]

চোটের কারণে টি২০আই সিরিজ চলাকালে সম্পূর্ণ সিরিজের জন্য ইংল্যান্ড দল থেকে ছিটকে যান লরেন বেল।[১২] তাঁর পরিবর্তে ইংল্যান্ডের ওডিআই দলে অ্যালিস ডেভিডসন-রিচার্ডসকে যোগ করা হয়।[১৩]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৩১ আগস্ট ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৮৬/৪ (১৭ ওভার)
 শ্রীলঙ্কা
৫৫/৩ (৬ ওভার)
অ্যালিস ক্যাপসি ৫১ (২৭)
কবীষা দিলহারি ১/১৮ (৩ ওভার)
নীলাক্ষী দে সিলভা ১৮ (৮)
শার্লট ডিন ১/৬ (১ ওভার)
ইংল্যান্ড ১২ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
কাউন্টি ক্রিকেট মাঠ, হোভ
আম্পায়ার: রবার্ট হোয়াইট (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালিস ক্যাপসি (ইংল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ১৭ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ৬ ওভারে ৬৮ নির্ধারণ করা হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

২ সেপ্টেম্বর ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১০৪ (১৮ ওভার)
 শ্রীলঙ্কা
১১০/২ (১৩.২ ওভার)
শার্লট ডিন ৩৪ (২৬)
ইনোশি প্রিয়দর্শিনী ২/১৬ (৪ ওভার)
চামারি আতাপাত্তু ৫৫ (৩১)
ড্যানিয়েল গিবসন ১/৯ (১ ওভার)
শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, চেলমসফোর্ড
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও জেসমিন আরওয়েন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৬ সেপ্টেম্বর ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১১৬ (১৯ ওভার)
 শ্রীলঙ্কা
১১৭/৩ (১৭ ওভার)
মায়া বুশিয়ের ২৩ (১৮)
চামারি আতাপাত্তু ৩/২১ (৪ ওভার)
শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, ডার্বি
আম্পায়ার: রবার্ট হোয়াইট (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৯ সেপ্টেম্বর ২০২৩
১১:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১০৬ (৩০.২ ওভার)
 ইংল্যান্ড
১০৭/৩ (১৮ ওভার)
হর্ষিতা মাধবী ৩৫ (৪৪)
সারা গ্লেন ৩/২০ (৮ ওভার)
ট্যামসিন বউমন্ট ৩২ (৩১)
কবীষা দিলহারি ১/৩ (১ ওভার)
ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
রিভারসাইড মাঠ, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: জেমস মিডলব্রুক (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মহিকা গৌর (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মহিকা গৌর, মায়া বুশিয়ের ও লরেন ফাইলার (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ২, শ্রীলঙ্কা ০।

২য় ওডিআই[সম্পাদনা]

১২ সেপ্টেম্বর ২০২৩
১২:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১০৬/৯ (৩০.৫ ওভার)
ফলাফল হয়নি
কাউন্টি মাঠ, নর্থ্যাম্পটন
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও জেসমিন আরওয়েন (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১, শ্রীলঙ্কা ১।

৩য় ওডিআই[সম্পাদনা]

১৪ সেপ্টেম্বর ২০২৩
১২:৩০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৭৩/৮ (৩১ ওভার)
 শ্রীলঙ্কা
১১২ (২৪.৫ ওভার)
নাতালি সিভার ১২০ (৭৪)
কবীষা দিলহারি ৩/৪২ (৪ ওভার)
হাসিনি পেরেরা ৩২ (২৪)
শার্লট ডিন ৫/৩১ (৬ ওভার)
ইংল্যান্ড ১৬১ রানে জয়ী
গ্রেস রোড, লেস্টার
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও জেমস মিডলব্রুক (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাতালি সিভার (ইংল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৩১ ওভারে খেলা হয়।
  • বেস হিথ (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • শার্লট ডিন (ইংল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৪]
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ২, শ্রীলঙ্কা ০।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "England Women 2023 Fixtures Announced"এসেক্স ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Fixtures announced for Men's and Women's Ashes in 2023"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২ 
  3. "Dates, venues changed for Sri Lanka Women's tour of England"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০২৩ 
  4. "Sri Lanka name 16-member squad for Tour of England"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৩ 
  5. "England announce revised schedule for home series against Sri Lanka"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০২৩ 
  6. "Sri Lanka stun England again to clinch historic series win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৩ 
  7. "England v Sri Lanka: Tourists complete historic T20 series victory"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "England v Sri Lanka: Nat Sciver-Brunt's sublime century secures ODI series win"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩ 
  9. "England Women name squads for Sri Lanka ODI and IT20 series"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩ 
  10. "Mahika Gaur, Bess Heath earn maiden England call-ups for Sri Lanka series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩ 
  11. "Sri Lanka Women's Squad for England Tour 2023"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৩ 
  12. "England speedster out of Sri Lanka series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩ 
  13. "All-rounder added to England squad for Sri Lanka ODIs"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৩ 
  14. "Nat Sciver-Brunt, Maia Bouchier plunder Sri Lanka before Charlie Dean seals series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]