২০২২ এশিয়ান গেমসে ক্রিকেট – নারী টুর্নামেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ এশিয়ান গেমসে
নারী ক্রিকেট
মাঠচচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
শুরুর তারিখ১৯ সেপ্টেম্বর ২০২৩ (2023-09-19)
শেষের তারিখ২৫ সেপ্টেম্বর ২০২৩ (2023-09-25)
প্রতিযোগী৯টি দেশের ১৩১ জন প্রতিযোগী
পদক বিজয়ী
স্বর্ণপদক 
রৌপ্যপদক 
ব্রোঞ্জপদক 
২০২২ এশিয়ান গেমসে ক্রিকেট – নারী টুর্নামেন্ট
তত্ত্বাবধায়কএশিয়া অলিম্পিক কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরননকআউট
খেলার সংখ্যা১১
সর্বাধিক রান সংগ্রহকারীভারত জেমিমাহ রদ্রিগেস (১০৯)
সর্বাধিক উইকেটধারীশ্রীলঙ্কা ইনোশি প্রিয়দর্শিনী (৫)
ভারত পূজা বস্ত্রাকর (৫)
শ্রীলঙ্কা উদেশিকা প্রবোধনী (৫)

২০২২ এশিয়ান গেমসের অংশ হিসেবে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর সময়ে চীনের হাংচৌ-এ নারীদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যে প্রতিযোগিতায় মোট নয়টি দল অংশগ্রহণ করে।[১] অংশগ্রহণকারী দলসমূহের অবস্থান ২০২৩ সালের ১ জুন তারিখের আইসিসি টি২০আই র‍্যাংকিং অনুযায়ী নির্ধারণ করা হয়।[২] ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচসমূহ চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হচ্ছে।[৩]

ব্রোঞ্জপদক ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ[৪] স্বর্ণপদক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী হয় ভারত[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ইন্দোনেশিয়া[৬]  থাইল্যান্ড[৭]  পাকিস্তান[৮]  বাংলাদেশ[৯]  ভারত[১০]  মঙ্গোলিয়া  মালয়েশিয়া[১১]  শ্রীলঙ্কা[১২]  হংকং[১৩]
  • নি ওয়ায়ান সারিয়ানি (অধি.) (উই.)
  • নি মাদে পুত্রী সুবনদেবী (সহ-অধি.)
  • আন্দ্রিয়ানি (উই.)
  • কাদেক উইন্দা প্রাস্তিনি
  • কিসি সালিসা কাস্‌সে
  • চাও লিয়ে
  • দেসি বুলন্দরি
  • নি কাদেক আরিয়ানি
  • নি কাদেক ফিতরিয়া রাধা রানী
  • নি পুতু আয়ু নন্দ সাকারিনি (উই.)
  • নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী
  • মারিয়া কোরাসোন (উই.)
  • মিয়া অর্ধ
  • রহমাবতী পাংগেস্তুতি
  • সাং আয়ু নিয়োমন মাইপ্রিয়ানি
  • আরিউন্‌ৎসেৎসেগ ৎসেন্দ্‌সুরেন (অধি.)
  • আনুজিন উউগানবায়ার
  • আনুজিন গানসুক
  • ইচিনখোরলোও বাতজারগাল
  • উরজিনদুলাম গানবোল্‌দ
  • এন্‌খজুল মেন্দবায়ার
  • এরদেনেসুভ্‌দ জারগালসায়খান
  • খালিউনা এন্‌খবোল্‌দ (উই.)
  • নামুউনজুল বাত্‌ৎসেৎসেগ
  • নামুউনসুরেন গানবাত
  • নারানগেলেন বাতসোগ্‌ত (উই.)
  • বুলগানচিমেগ বাত-আমগালান
  • উইনিফ্রেড দুরাইসিংগম (অধি.)
  • আইনা নাজওয়া (উই.)
  • আইনা হামিজাহ বিনতে হাশেম
  • আইনুর আমেলিনা
  • আয়েশা এলিসা
  • ওয়ান জুলিয়া (উই.)
  • ওয়ান নুর জুলাইকা
  • জমাহিদায়া ইনতান
  • ধনুশ্রী মুহুনন
  • নিক নুর আদিলা
  • নুর আরিয়ানা নাতশা
  • নুর দানিয়া শুহাদা
  • মাস এলিসা ইয়াসমিন
  • মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল
  • মুসফিরাহ নুর আইনা
  • চেন জিয়াইং (অধি.)
  • নাতাশা মাইলস (সহ-অধি.)
  • আকাশ ইউসুফ
  • চেন জিয়ামিন
  • চেন শুশা
  • ঝাং গুয়েইশুয়েন (উই.)
  • ঝাং শাওইং (উই.)
  • ডরোথিয়া চেন
  • দু চি শান
  • পান বাওই
  • মরিয়ম বিবি
  • লাই ইংচি
  • লু শিইয়ান
  • শাও মেইহুই
  • হ্য চিয়েন-ই

ভারত দলে প্রাথমিকভাবে কাশবী গৌতম, পূজা বস্ত্রাকর, সাইকা ইসহাক, স্নেহ রানা ও হারলিন দেওলকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৪] বাংলাদেশ দলে আশরাফি ইয়াসমিন, মুর্শিদা খাতুনসালমা খাতুনকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৫] চোটের কারণে ফাতিমা সানা প্রতিযোগিতায় অংশগ্রহণে অসমর্থ বলে গণ্য হলে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর পরিবর্তে সাদিয়া ইকবালকে পাকিস্তান দলে যোগ করা হয়।[১৬] প্রতিযোগিতা শুরুর আগে চোটের কারণে ভারত দল থেকে অঞ্জলি সর্বানী ছিটকে গেল তাঁর পরিবর্তে ভারতের মূল দলে পূজা বস্ত্রাকরকে নেয়া হয়।[১৭]

প্রাথমিক পর্ব[সম্পাদনা]

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

১৯ সেপ্টেম্বর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া 
১৮৭/৪ (২০ ওভার)
 মঙ্গোলিয়া
১৫ (১০ ওভার)
নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী ৬২ (৪৮)
এন্‌খজুল মেন্দবায়ার ১/২৬ (৪ ওভার)
ইচিনখোরলোও বাতজারগাল ৫ (১৯)
আন্দ্রিয়ানি ৪/৮ (৩ ওভার)
ইন্দোনেশিয়া ১৭২ রানে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: রামস্বামী ভেংকটেশ (হংকং) ও সুন মেংইয়াও (চীন)
  • মঙ্গোলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আনুজিন উউগানবায়ার, আনুজিন গানসুক, আরিউন্‌ৎসেৎসেগ ৎসেন্দ্‌সুরেন, ইচিনখোরলোও বাতজারগাল, উরজিনদুলাম গানবোল্‌দ, এন্‌খজুল মেন্দবায়ার, এরদেনেসুভ্‌দ জারগালসায়খান, খালিউনা এন্‌খবোল্‌দ, নামুউনজুল বাত্‌ৎসেৎসেগ, নামুউনসুরেন গানবাত, নারানগেলেন বাতসোগ্‌ত ও বুলগানচিমেগ বাত-আমগালান (মঙ্গোলিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

গ্রুপ বি[সম্পাদনা]

১৯ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১০৪/৯ (২০ ওভার)
 হংকং
৮২ (২০ ওভার)
উইনিফ্রেড দুরাইসিংগম ২৯ (১৮)
চেন জিয়ামিন ৩/১২ (৪ ওভার)
নাতাশা মাইলস ১৫ (৯)
নিক নুর আদিলা ২/১৪ (৪ ওভার)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

কোয়ার্টার-ফাইনাল বাছাই[সম্পাদনা]

২০ সেপ্টেম্বর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
হংকং 
২০২/৪ (২০ ওভার)
 মঙ্গোলিয়া
২২ (১৪.৩ ওভার)
চেন জিয়াইং ৭০ (৩৯)
আরিউন্‌ৎসেৎসেগ ৎসেন্দ্‌সুরেন ২/৩৪ (৪ ওভার)
এন্‌খজুল মেন্দবায়ার ৫ (৯)
চেন জিয়াইং ২/৩ (২ ওভার)
হংকং ১৮০ রানে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: মাহমুদ খান খারোটি (আফগানিস্তান) ও লিউ জিংমিন (চীন)
  • মঙ্গোলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আনুজিন উউগানবায়ার (মঙ্গোলিয়া) ও আকাশ ইউসুফ (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।

নকআউট পর্ব[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

কোয়ার্টার-ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
         
ন১  ভারত ১৭৩/২ (১৫)
বি১  মালয়েশিয়া ১/০ (০.২)
ন৪  বাংলাদেশ ৫১ (১৭.৫)
ন১  ভারত ৫২/২ (৮.২)
ন৪  বাংলাদেশ
বি২  হংকং
ন১  ভারত ১১৬/৭ (২০)
ন৩  শ্রীলঙ্কা ৯৭/৮ (২০)
ন২  পাকিস্তান
এ১  ইন্দোনেশিয়া
ন২  পাকিস্তান ৭৫/৯ (২০) ৩য় স্থান নির্ধারণী
ন৩  শ্রীলঙ্কা ৭৭/৪ (১৬.৩)
ন৫  থাইল্যান্ড ৭৮/৭ (১৫) ন২  পাকিস্তান ৬৪/৯ (২০)
ন৩  শ্রীলঙ্কা ৮৪/২ (১০.৫) ন৪  বাংলাদেশ ৬৫/৫ (১৮.২)

কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

১ম কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

২১ সেপ্টেম্বর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ভারত 
১৭৩/২ (১৫ ওভার)
 মালয়েশিয়া
১/০ (০.২ ওভার)
শেফালি বর্মা ৬৭ (৩৯)
মাস এলিসা ইয়াসমিন ১/২৬ (২ ওভার)
আইনা হামিজাহ বিনতে হাশেম ১* (১)
ফলাফল হয়নি
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও আসিফ ইয়াকুব (পাকিস্তান)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ১৫ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • কণিকা আহুজা (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

২১ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

৩য় কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

২২ সেপ্টেম্বর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড 
৭৮/৭ (১৫ ওভার)
 শ্রীলঙ্কা
৮৪/২ (১০.৫ ওভার)
জনিতা সুদ্ধরেঅঙ ৩১* (২৪)
ইনোশি প্রিয়দর্শিনী ৪/১০ (৩ ওভার)
অনুশকা সঞ্জীবনী ৩২ (২৩)
দিভজ্জা বদ্ধবঙ্গ ২/২১ (৩ ওভার)
শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও বৃন্দা রাঠি (ভারত)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।

৪র্থ কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

২২ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

সেমি-ফাইনাল[সম্পাদনা]

১ম সেমি-ফাইনাল[সম্পাদনা]

২৪ সেপ্টেম্বর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
৫১ (১৭.৫ ওভার)
 ভারত
৫২/২ (৮.২ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তিতাস সাধু (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় সেমি-ফাইনাল[সম্পাদনা]

২৪ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
৭৫/৯ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
৭৭/৪ (১৬.৩ ওভার)
শাওয়াল জুলফিকার ১৬ (২৭)
উদেশিকা প্রবোধনী ৩/২১ (৪ ওভার)
হর্ষিতা মাধবী ২৩ (৪১)
সাদিয়া ইকবাল ১/১৩ (৪ ওভার)
শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: মাসুদুর রহমান (বাংলাদেশ) ও মাহমুদ খান খারোটি (আফগানিস্তান)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

ব্রোঞ্জপদক ম্যাচ
২৫ সেপ্টেম্বর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
৬৪/৯ (২০ ওভার)
 বাংলাদেশ
৬৫/৫ (১৮.২ ওভার)
আলিয়া রিয়াজ ১৭ (১৮)
স্বর্ণা আক্তার ৩/১৬ (৪ ওভার)
স্বর্ণা আক্তার ১৪* (৩৩)
নাশরা সন্ধু ৩/১০ (৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল[সম্পাদনা]

স্বর্ণপদক ম্যাচ
২৫ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
ভারত 
১১৬/৭ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
৯৭/৮ (২০ ওভার)
স্মৃতি মন্ধনা ৪৬ (৪৫)
উদেশিকা প্রবোধনী ২/১৬ (৩ ওভার)
হাসিনি পেরেরা ২৫ (২২)
তিতাস সাধু ৩/৬ (৪ ওভার)
ভারত ১৯ রানে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: মাসুদুর রহমান (বাংলাদেশ) ও মাহমুদ খান খারোটি (আফগানিস্তান)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cricket"১৯শ এশিয়ান গেমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২ 
  2. "Asian Games 2023 Cricket Schedule: All you need to Know"ইনসাইডস্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "Schedule announced for Men's/Women's cricket in Asian Games 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩ 
  4. "Asian Games: Shorna Akter stars with ball and bat to give Bangladesh bronze"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "India Women vs Sri Lanka Women Highlights, Asian Games 2023 final: IND W beat SL W to clinch historic Asiad cricket gold"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "[ASIAN GAMES 2023 HANGZHOU]"ইন্দোনেশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  7. "19th Asian Games 🇹🇭🏏"থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  8. "Pakistan women's squad for Asian Games announced"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৩ 
  9. "Bangladesh Women's squad for 19th Asian Games, Hangzhou, China announced"বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ 
  10. "India's squad for 19th Asian Games Hangzhou 2022 announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  11. "🇲🇾🆚 🇭🇰 Hangzhou Bound! Our girls are prepping for an epic match against Hong Kong, China in the Asian Games on September 19th. Make sure to mark your calendars for Tuesday at 14:00 and let's rally behind #TeamMalaysia! 🏏💪🔥 #AsianGames"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  12. "Cricket Squads announced for Asian Games"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩ 
  13. "Asian Games: Hong Kong make 7 changes to women's squad for cricket competition"দক্ষিণ চীন প্রভাতী ডাক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৩ 
  14. "Richa Ghosh returns to India squad for Asian Games"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  15. "BCB announces strong women's squad for Asian Games"বিডিক্রিকটাইম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৩ 
  16. "Sadia Iqbal replaces Fatima Sana in Pakistan squad for Asian Games"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩ 
  17. "Pooja Vastrakar added as BCCI announces India Women's revised squad for the Asian Games 2023"ক্রিকেট টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]