২০২৩ হাঙ্গেরি পুরুষ ক্রিকেট দলের চেক প্রজাতন্ত্র সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ হাঙ্গেরি পুরুষ ক্রিকেট দলের চেক প্রজাতন্ত্র সফর
 
  চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি
তারিখ ১০ জুন ২০২৩ – ১১ জুন ২০২৩
অধিনায়ক অরুণ অশোকন অভিজিত আহুজা
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে চেক প্রজাতন্ত্র ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান পারস খারি (৭৯) অভিষেক রাজ (৭৬)
সর্বাধিক উইকেট অরুণ অশোকন (৬)
সজীব ভূঁইয়া (৬)
জিশান খান কুকিখেল (৫)
ভবানীপ্রসাদ আডপক (৫)
সিরিজ সেরা খেলোয়াড় অরুণ অশোকন (চেক প্রজাতন্ত্র)

হাঙ্গেরি পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুন মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য চেক প্রজাতন্ত্র সফর করে।[১] সিরিজটি মধ্য ইউরোপ কাপের ২০২৩ সালের আসর হিসেবে খেলা হয়।[২] সিরিজে চেক প্রজাতন্ত্র ৩–০ ব্যবধানে জয়ী হয়।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 চেক প্রজাতন্ত্র[৪]  হাঙ্গেরি[৫]
  • অরুণ অশোকন (অধি.)
  • আবুল হোসেন মোহাম্মদ ফরহাদ
  • ঋত্বিক তোমর
  • ডিলান স্টেইন
  • নাভিদ আহমেদ
  • নিরাজ ত্যাগী
  • পারস খারি (উই.)
  • ভেংকটেশ মার্গশ্যাম
  • রাহাত আলি
  • রিয়াজ আফ্রিদি
  • সজীব ভূঁইয়া
  • সাবাউন দাভিজি
  • সাহিল গ্রোভার (উই.)
  • সুদেশ বিক্রমসেকারা
  • সৌম্যদীপ রক্ষিত
  • অভিজিত আহুজা (অধি.)
  • বিনোদ রবীন্দ্রন (সহ-অধি.) (উই.)
  • অভিতেশ পরাশর
  • অভিষেক আহুজা (উই.)
  • অভিষেক রাজ
  • আকরামউল্লাহ মালিকজাদা
  • আলি ইয়ালমাজ
  • আলি ফরাসত
  • গাবোর তোরোক
  • জাহির সাফি মোহাম্মদ
  • জিশান খান কুকিখেল
  • ভবানীপ্রসাদ আডপক
  • মার্ক দে ফোঁতেন
  • সন্দীপ মোহনদাস

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১০ জুন ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
চেক প্রজাতন্ত্র 
১২৮ (১৯.৪ ওভার)
 হাঙ্গেরি
১১৯/৭ (২০ ওভার)
ডিলান স্টেইন ২৮ (২২)
পারস খারি ২৮ (২২)
ভবানীপ্রসাদ আডপক ৩/১৭ (৪ ওভার)
বিনোদ রবীন্দ্রন ২৬ (২৪)
অরুণ অশোকন ২/১৫ (৪ ওভার)
চেক প্রজাতন্ত্র ৯ রানে জয়ী
স্কট পেজ মাঠ, প্রাগ
আম্পায়ার: পিটার ভিনসেন্ট (চেক প্রজাতন্ত্র) ও রাঘব লোকসনি (চেক প্রজাতন্ত্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: অভিষেক রাজ (হাঙ্গেরি)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পারস খারি, ভেংকটেশ মার্গশ্যাম, রাহাত আলি, রিয়াজ আফ্রিদি (চেক প্রজাতন্ত্র), অভিতেশ পরাশর ও বিনোদ রবীন্দ্রন (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১১ জুন ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
চেক প্রজাতন্ত্র 
১৬৯/৪ (২০ ওভার)
 হাঙ্গেরি
১৬৯ (১৯.৩ ওভার)
সাবাউন দাভিজি ৫০ (৩৬)
জিশান খান কুকিখেল ২/৩৪ (৪ ওভার)
অভিষেক আহুজা ৪৮ (৩০)
সজীব ভূঁইয়া ৩/৩৬ (৪ ওভার)
ম্যাচ টাই (চেক প্রজাতন্ত্র সুপার ওভার জয়ী)
স্কট পেজ মাঠ, প্রাগ
আম্পায়ার: পিটার ভিনসেন্ট (চেক প্রজাতন্ত্র) ও রাঘব লোকসনি (চেক প্রজাতন্ত্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাবাউন দাভিজি (চেক প্রজাতন্ত্র)
  • হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১১ জুন ২০২৩
১৪:১৫
স্কোরকার্ড
হাঙ্গেরি 
১৩৮ (১৯.৫ ওভার)
 চেক প্রজাতন্ত্র
১৩৯/৭ (১৮.১ ওভার)
অভিষেক রাজ ৩৬ (৩৬)
আবুল হোসেন মোহাম্মদ ফরহাদ ৪/১৯ (৪ ওভার)
সুদেশ বিক্রমসেকারা ৬৫ (৩৯)
আলি ইয়ালমাজ ৩/১৬ (২ ওভার)
চেক প্রজাতন্ত্র ৩ উইকেটে জয়ী
স্কট পেজ মাঠ, প্রাগ
আম্পায়ার: পিটার ভিনসেন্ট (চেক প্রজাতন্ত্র) ও রাঘব লোকসনি (চেক প্রজাতন্ত্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুদেশ বিক্রমসেকারা (চেক প্রজাতন্ত্র)
  • হাঙ্গেরি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নিরাজ ত্যাগী (চেক প্রজাতন্ত্র)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Czech Cricket to host 9th edition of Central Europe Cup in June 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩ 
  2. @CzechCricket। "📣 Exciting News! 🏏🏆" (টুইট)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩টুইটার-এর মাধ্যমে। 
  3. "Hungary Tour of Czech Republic 2023: Czech Republic win the series 3-0"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৩ 
  4. @CzechCricket। "📢 Squad Announcement for Czech Cricket in Central Europe Cup 2023! 🏏🇨🇿" (টুইট)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩টুইটার-এর মাধ্যমে। 
  5. "Hungary Team Announcement for Central Europe Cup 2023!"হাঙ্গেরীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]