২০২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ নিউজিল্যান্ড
তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩ – ১০ ডিসেম্বর ২০২৩
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (টেস্ট)
লিটন কুমার দাস (ওডিআই)
টিম সাউদি (টেস্ট)
লকি ফার্গুসন (ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান নাজমুল হোসেন শান্ত (১৬৬) গ্লেন ফিলিপস (১৮১)
সর্বাধিক উইকেট তাইজুল ইসলাম (১৫) এজাজ প্যাটেল (১৪)
সিরিজ সেরা খেলোয়াড় তাইজুল ইসলাম (বাংলাদেশ)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নাজমুল হোসেন শান্ত (৭৬) হেনরি নিকোলস (১৪৩)
সর্বাধিক উইকেট মুস্তাফিজুর রহমান (৫) ইশ সোধি (৬)
সিরিজ সেরা খেলোয়াড় হেনরি নিকোলস (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল বর্তমানে দুটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করছে।[১][২] ওডিআই সিরিজটি উভয় দলের জন্য ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩] টেস্ট সিরিজটি ২০২৩–২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হবে।[৪]

ওডিআই সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়।[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 বাংলাদেশ  নিউজিল্যান্ড
টেস্ট[৬] ওডিআই[৭] টেস্ট[৮] ওডিআই[৯]

ওডিআই সিরিজের প্রথম ম্যাচের পর বাংলাদেশের ওডিআই দলে হাসান মাহমুদকে যোগ করা হয়।[১০] ওডিআই সিরিজের শেষ ম্যাচের আগে বাংলাদেশের ওডিআই দলে তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজশরিফুল ইসলামকে যোগ করা হয় এবং নাজমুল হোসেন শান্তকে ম্যাচটির জন্য দলীয় অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়।[১১]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২১ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৩৬/৫ (৩৩.৪ ওভার)
উইল ইয়াং ৫৮ (৯১)
মুস্তাফিজুর রহমান ৩/২৭ (৭ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২য় ওডিআই[সম্পাদনা]

২৩ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৫৪ (৪৯.২ ওভার)
 বাংলাদেশ
১৬৮ (৪১.১ ওভার)
টম ব্লান্ডেল ৬৮ (৬৬)
মাহেদী হাসান ৩/৪৫ (১০ ওভার)
মাহমুদউল্লাহ রিয়াদ ৪৯ (৭৬)
ইশ সোধি ৬/৩৯ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৮৬ রানে জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইশ সোধি (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খালেদ আহমেদ (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।
  • ইশ সোধি (নিউজিল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১২]

৩য় ওডিআই[সম্পাদনা]

২৬ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৭১ (৩৪.৩ ওভার)
 নিউজিল্যান্ড
১৭৫/৩ (৩৪.৫ ওভার)
উইল ইয়াং ৭০ (৮০)
শরিফুল ইসলাম ২/৩২ (৬ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) ও নিতিন মেনন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: উইল ইয়াং (নিউজিল্যান্ড)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জাকির হাসান (বাংলাদেশ) ও ডিন ফক্সক্রফট (নিউজিল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

২৮ নভেম্বর–২ ডিসেম্বর ২০২৩
স্কোরকার্ড
৩১০ (৮৫.১ ওভার)
মাহমুদুল হাসান জয় ৮৬ (১৬৬)
গ্লেন ফিলিপস ৪/৫৩ (১৬ ওভার)
৩১৭ (১০১.৫ ওভার)
কেন উইলিয়ামসন ১০৪ (২০৫)
তাইজুল ইসলাম ৪/১০৯ (৩৯ ওভার)
৩৩৮ (১০০.৪ ওভার)
নাজমুল হোসেন শান্ত ১০৫ (১৯৮)
এজাজ প্যাটেল ৪/১৪৮ (৩৬.৪ ওভার)
১৮১ (৭১.১ ওভার)
ড্যারিল মিচেল ৫৮ (১২০)
তাইজুল ইসলাম ৬/৭৫ (৩১.১ ওভার)

২য় টেস্ট[সম্পাদনা]

৬–১০ ডিসেম্বর ২০২৩
স্কোরকার্ড
১৭২ (৬৬.২ ওভার)
মুশফিকুর রহিম ৩৫ (৮৩)
গ্লেন ফিলিপস ৩/৩১ (১২ ওভার)
১৮০ (৩৭.১ ওভার)
গ্লেন ফিলিপস ৮৭ (৭২)
মেহেদী হাসান মিরাজ ৩/৫৩ (১১ ওভার)
১৪৪ (৩৫ ওভার)
জাকির হাসান ৫৯ (৮৬)
এজাজ প্যাটেল ৬/৫৭ (১৮ ওভার)
১৩৯/৬ (৩৯.৪ ওভার)
গ্লেন ফিলিপস ৪০* (৪৮)
মেহেদী হাসান মিরাজ ৩/৫২ (১৬.৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পণ্ড হয়
  • প্রথম বাংলাদেশি ব্যাটার এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে মুশফিকুর রহিম অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন।[১৬]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ১২, বাংলাদেশ ০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "New Zealand tour of Bangladesh sandwiched around World Cup 2023"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৩ 
  2. "Itinerary announced for New Zealand's Tour of Bangladesh 2023"বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩ 
  3. "Ferguson to captain New Zealand in Bangladesh ODI series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৩ 
  4. "নিউজিল্যান্ড আসছে ১৭ সেপ্টেম্বর"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩ 
  5. "বিশ্বকাপের আগে ঘরের মাঠেই সিরিজ হারল টাইগাররা"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  6. Correspondent, Staff (২০২৩-১১-১৮)। "New Zealand's Tour of Bangladesh 2023 – Najmul Hossain Shanto to lead Bangladesh in Test series"Bangladesh Cricket Board (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  7. "Tamim Iqbal, Mahmudullah return for New Zealand series; Shakib among those rested"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "Spin heavy Test squad set for Bangladesh; Oram and Flynn to assist Ronchi"Cricket New Zealand। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  9. "Bangladesh don't want to play 1st XI versus Black Caps ahead of World Cup"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৩ 
  10. "তানজিমের চোট, দলে ডাকা হয়েছে হাসানকে"প্রখম আলো। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৩ 
  11. "Shanto to lead Bangladesh in the third ODI"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৩ 
  12. "Spotlight follows Sodhi as he spearheads NZ victory"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৩ 
  13. "Tigers seek redemption in 1st Test against New Zealand today"The Financial Express। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২৩ 
  14. S, Arfath Pasha (৩০ নভেম্বর ২০২৩)। "Najmul Hossain Shanto joins likes of Virat Kohli in scoring century on Test captaincy debut"CricTracker (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৩ 
  15. "Taijul's six-for gives Bangladesh first home Test win against New Zealand"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  16. Isam, Mohammad। "Why Mushfiqur Rahim was out for obstructing the field and not handling the ball"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]