২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে ক্রিকেট – পুরুষ টুর্নামেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসের অংশ হিসেবে ২০২৩ সালের ২৯ এপ্রিল থেকে ১৬ মে সময়ে কম্বোডিয়ার নমপেনে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[১] প্রতিযোগিতায় পুরুষদের সিক্স-এ-সাইড, ১০ ওভারের, টোয়েন্টি২০৫০ ওভারের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়।[২] টোয়েন্টি২০ ইভেন্টের ম্যাচসমূহ টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[১][২] প্রতিযোগিতার সব ম্যাচ নমপেনের হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হয়।[৩]

সিক্স-এ-সাইড[সম্পাদনা]

২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে
পুরুষ সিক্স-এ-সাইড ক্রিকেট
মাঠহুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল
শুরুর তারিখ১৪ মে ২০২৩ (2023-05-14)
শেষের তারিখ১৫ মে ২০২৩ (2023-05-15)
প্রতিযোগী৪টি দেশের ৬০ জন প্রতিযোগী
পদক বিজয়ী
স্বর্ণপদক 
রৌপ্যপদক 
ব্রোঞ্জপদক 

পুরুষদের সিক্স-এ-সাইড প্রতিযোগিতায় স্বাগতিক কম্বোডিয়ার সঙ্গে অংশগ্রহণ করে ইন্দোনেশিয়া, ফিলিপাইনসিঙ্গাপুর[১] প্রতিযোগিতায় সিঙ্গাপুর স্বর্ণপদক, কম্বোডিয়া রৌপ্যপদক ও ইন্দোনেশিয়া ব্রোঞ্জপদক অর্জন করে।[১]

১০ ওভার[সম্পাদনা]

২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে
পুরুষ ১০ ওভারের ক্রিকেট
মাঠহুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল
শুরুর তারিখ১২ মে ২০২৩ (2023-05-12)
শেষের তারিখ১৬ মে ২০২৩ (2023-05-16)
প্রতিযোগী৫টি দেশের ৭৫ জন প্রতিযোগী
পদক বিজয়ী
স্বর্ণপদক 
রৌপ্যপদক 
ব্রোঞ্জপদক 

পুরুষদের ১০ ওভারের প্রতিযোগিতায় স্বাগতিক কম্বোডিয়ার সঙ্গে অংশগ্রহণ করে থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।[১] প্রতিযোগিতায় কম্বোডিয়া স্বর্ণপদক, মালয়েশিয়া রৌপ্যপদক ও সিঙ্গাপুর ব্রোঞ্জপদক অর্জন করে।[১]

টোয়েন্টি২০[সম্পাদনা]

২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে
পুরুষ টোয়েন্টি২০ ক্রিকেট
মাঠহুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল
শুরুর তারিখ১ মে ২০২৩ (2023-05-01)
শেষের তারিখ১১ মে ২০২৩ (2023-05-11)
প্রতিযোগী৬টি দেশের ৯০ জন প্রতিযোগী
পদক বিজয়ী
স্বর্ণপদক 
রৌপ্যপদক 
ব্রোঞ্জপদক 
২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে ক্রিকেট – পুরুষ টোয়েন্টি২০ টুর্নামেন্ট
তত্ত্বাবধায়কদক্ষিণ-পূর্ব এশীয় গেমস ফেডারেশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিন ও ফাইনাল
খেলার সংখ্যা
সর্বাধিক রান সংগ্রহকারীসিঙ্গাপুর অনীশ এডওয়ার্ড পরম (১৫৯)
সর্বাধিক উইকেটধারীসিঙ্গাপুর অদ্বিতীয় ভার্গব (৮)

পুরুষদের টোয়েন্টি২০ প্রতিযোগিতায় স্বাগতিক কম্বোডিয়ার সঙ্গে অংশগ্রহণ করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।[১] প্রতিযোগিতায় কম্বোডিয়া স্বর্ণপদক, মালয়েশিয়া রৌপ্যপদক ও সিঙ্গাপুর ব্রোঞ্জপদক অর্জন করে।[১]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ইন্দোনেশিয়া[৪]  কম্বোডিয়া[৪]  থাইল্যান্ড[৫]  ফিলিপাইন[৬]  মালয়েশিয়া[৭]  সিঙ্গাপুর[৮]
  • কাদেক গামান্তিকা (অধি.)
  • আনজার তাদারুস
  • আহমদ রামদানি (উই.)
  • কাদেক ধর্মবান
  • কেতুত অর্থবান
  • কেতুত আর্য প্রাস্তিকা (উই.)
  • গেদে ধর্ম অর্থ
  • গেদে প্রিয়ান্দানা
  • গেদে যোগী প্রাস্তামা
  • গেমা ফজর রিফকি প্রমন্দ
  • ড্যানিলসন হাও
  • ফের্দিনান্দো বনুনায়ক
  • মুহাদ্দিস
  • মোহাম্মদ আফিস
  • ম্যাক্সি কোডা
  • লুকমান বাট (অধি.)
  • অনীশ প্রসাদ
  • উৎকর্ষ জৈন
  • উদয় সিং (উই.)
  • এতিয়েন বিউকস
  • গোলাম মুর্তজা
  • চান্ধোন রতনা
  • তে সেংলোং
  • পিল বন্না
  • ফন বন্ধান
  • রাম রৌশন শরণ
  • লক্ষিত গুপ্ত
  • শ্রবণ গোদারা
  • সহজ চড্ডা (উই.)
  • স্যালভিন স্ট্যানলি
  • নব্বল সেনামন্ত্রী (অধি.)
  • কাংরন সেনামন্ত্রী
  • কেয়র্তিবুঢি সুদ্ধিসার
  • খনিষ্ঠসর নাংজয়কুল
  • চাঞ্চয় পেংকুমতা
  • চিরঃবঙ্‌ষ লেয়ঙ্‌বিজেয়র
  • ছেলিমবংশ ছত্রবৈশাল
  • নরবিজ্ঞ নন্দরাজ
  • বিছানাথ সিং
  • বিরিয়াবংশ সবনচবয় (উই.)
  • যঅতশক্তি সরানন্দনাগকুল
  • শতরুতম রুঙ্‌রেঅঙ (উই.)
  • সরবঢ্‌ন দেসুঙ্‌নেন
  • সিদ্ধিবঙ্‌ষ হঙ্‌ষসি
  • সিরবিজ্ঞ তকন্তা
  • ড্যানিয়েল স্মিথ (অধি.)
  • অমনপ্রীত সিরাহ
  • কেপলার লুকিস
  • গ্র্যান্ট রাস (উই.)
  • জঁ-মিগেল পোদোস্কি
  • জর্ডান আলেগ্রে
  • জোনাথান হিল
  • জোসেফ দোক্তোরা
  • নিল স্মিথ
  • রবার্ট মিচেল
  • রায়ান হাটন
  • রিচার্ড গুডউইন
  • হায়দার কিয়ানি
  • হার্ন ইসোরেনা
  • হেনরি টাইলার
  • আহমেদ ফাইজ (অধি.)
  • বিরনদীপ সিং (সহ-অধি.) (উই.)
  • আসলাম খান বিন মালিক
  • জুবাইদি জুলকিফলি
  • নজরুল আবদুর রহমান
  • পবনদীপ সিং
  • ফিতরি বিন মোহাম্মদ শাম
  • বিজয় সুরেশ
  • মুহাম্মদ আমির আজিম
  • মুহাম্মদ ওয়াফিক
  • মোহাম্মদ আজম (উই.)
  • মোহাম্মদ শাহাদাত
  • শাজরুল ইজ্জত ইদ্রিস
  • শারভিন মুনিয়ান্দি
  • সৈয়দ আজিজ (উই.)

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 মালয়েশিয়া +৪.১৩৫
 ইন্দোনেশিয়া −১.৫৫০
 থাইল্যান্ড −২.১৮৭

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]
১ মে ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া 
১২২/৮ (২০ ওভার)
 থাইল্যান্ড
৯০/৯ (২০ ওভার)
কাদেক গামান্তিকা ২৪ (২১)
নব্বল সেনামন্ত্রী ২/১২ (৪ ওভার)
কেয়র্তিবুঢি সুদ্ধিসার ২৬ (৩৩)
ড্যানিলসন হাও ৩/১১ (৪ ওভার)
ইন্দোনেশিয়া ৩২ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: জাইদান তাহা (মালয়েশিয়া) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: ড্যানিলসন হাও (ইন্দোনেশিয়া)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেতুত আর্য প্রাস্তিকা, মুহাদ্দিস (ইন্দোনেশিয়া) ও শতরুতম রুঙ্‌রেঅঙ (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২ মে ২০২৩
০৭:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৯১/৬ (২০ ওভার)
 ইন্দোনেশিয়া
৯৭/৪ (২০ ওভার)
বিরনদীপ সিং ১১৬* (৬২)
গেদে ধর্ম অর্থ ২/২৮ (৪ ওভার)
আনজার তাদারুস ৩৭ (৩৮)
বিরনদীপ সিং ২/১৫ (৪ ওভার)
মালয়েশিয়া ৯৪ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: হরদীপ জাদেজা (সিঙ্গাপুর) ও হিতেশ শর্মা (ফিলিপাইন)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিরনদীপ সিং (মালয়েশিয়া)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিরনদীপ সিং প্রথম মালয়েশীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[৯]

৪ মে ২০২৩
০৭:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড 
১১৩/৮ (২০ ওভার)
 মালয়েশিয়া
১১৪/২ (১২.৩ ওভার)
শতরুতম রুঙ্‌রেঅঙ ৪৬ (৩২)
বিরনদীপ সিং ২/১৩ (৪ ওভার)
সৈয়দ আজিজ ৫৫* (২৯)
কাংরন সেনামন্ত্রী ২/২৭ (৩ ওভার)
মালয়েশিয়া ৮ উইকেটে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: ইউসুফ ওয়াদু (ইন্দোনেশিয়া) ও হিতেশ শর্মা (ফিলিপাইন)
ম্যাচ সেরা খেলোয়াড়: সৈয়দ আজিজ (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ আজম (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

গ্রুপ বি[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 কম্বোডিয়া (H) +০.৫৭৫
 সিঙ্গাপুর +১.৮০০
 ফিলিপাইন −২.৩৭৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]
৩ মে ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১৮১/৫ (২০ ওভার)
 ফিলিপাইন
৯৪/৯ (২০ ওভার)
অনীশ এডওয়ার্ড পরম ১০০* (৬২)
ড্যানিয়েল স্মিথ ২/৩৫ (৪ ওভার)
জর্ডান আলেগ্রে ২৩ (৩৯)
অদ্বিতীয় ভার্গব ২/১১ (৩ ওভার)
সিঙ্গাপুর ৮৭ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: রিয়াজুর-রহমান (ইন্দোনেশিয়া) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অনীশ এডওয়ার্ড পরম (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অমনপ্রীত সিরাহ, কেপলার লুকিস, জোসেফ দোক্তোরা, নিল স্মিথ, রবার্ট মিচেল (ফিলিপাইন) ও রাউল শর্মা (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।
  • অমনপ্রীত সিরাহ (ফিলিপাইন)-এর বদলি হিসেবে খেলেন হার্ন ইসোরেনা।
  • অনীশ এডওয়ার্ড পরম (সিঙ্গাপুর) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।

৪ মে ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
কম্বোডিয়া 
১৮১/৭ (২০ ওভার)
 সিঙ্গাপুর
১৬৬ (১৯.৫ ওভার)
লুকমান বাট ৪৯ (২৩)
অদ্বিতীয় ভার্গব ৪/১৯ (৪ ওভার)
রাউল শর্মা ৪২ (২৪)
উদয় সিং ৩/২১ (৪ ওভার)
কম্বোডিয়া ১৫ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: রিয়াজুর-রহমান (ইন্দোনেশিয়া) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুকমান বাট (কম্বোডিয়া)
  • কম্বোডিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অনীশ প্রসাদ, উৎকর্ষ জৈন, উদয় সিং, এতিয়েন বিউকস, গোলাম মুর্তজা, রাম রৌশন শরণ, লক্ষিত গুপ্ত, লুকমান বাট, শ্রবণ গোদারা, সহজ চড্ডা ও স্যালভিন স্ট্যানলি (কম্বোডিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১০ মে ২০২৩
০৭:০০
স্কোরকার্ড
কম্বোডিয়া 
১৮২/৫ (২০ ওভার)
 ফিলিপাইন
১৭৪ (২০ ওভার)
সহজ চড্ডা ৫০ (৪২)
ড্যানিয়েল স্মিথ ২/৩২ (৪ ওভার)
ড্যানিয়েল স্মিথ ৬৮ (৪৩)
লুকমান বাট ৪/৪০ (৪ ওভার)
কম্বোডিয়া ৮ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: ইউসুফ ওয়াদু (ইন্দোনেশিয়া) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুকমান বাট (কম্বোডিয়া)
  • কম্বোডিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রায়ান হাটন (ফিলিপাইন)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

ব্রোঞ্জপদক ম্যাচ
১১ মে ২০২৩
০৭:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১৬২/৬ (২০ ওভার)
 ইন্দোনেশিয়া
১৪৭/৮ (২০ ওভার)
অনীশ এডওয়ার্ড পরম ৫৯ (৩৯)
ফের্দিনান্দো বনুনায়ক ২/২৮ (৪ ওভার)
ফের্দিনান্দো বনুনায়ক ৪৫ (৪৭)
আমজাদ মাহবুব ৩/২৯ (৪ ওভার)
সিঙ্গাপুর ১৫ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: জাইদান তাহা (মালয়েশিয়া) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অনীশ এডওয়ার্ড পরম (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভেংকটেশ ধ্যানেশ (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল[সম্পাদনা]

স্বর্ণপদক ম্যাচ
১১ মে ২০২৩
১০:৪০
স্কোরকার্ড
কম্বোডিয়া 
১৪৩/৯ (২০ ওভার)
 মালয়েশিয়া
১৩১ (১৯.১ ওভার)
সহজ চড্ডা ৩৫ (৩০)
শাজরুল ইজ্জত ইদ্রিস ৩/৩০ (৪ ওভার)
বিজয় সুরেশ ৩৮ (৩৩)
গোলাম মুর্তজা ৩/২০ (৪ ওভার)
কম্বোডিয়া ১২ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: রিয়াজুর-রহমান (ইন্দোনেশিয়া) ও হিতেশ শর্মা (ফিলিপাইন)
ম্যাচ সেরা খেলোয়াড়: গোলাম মুর্তজা (কম্বোডিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫০ ওভার[সম্পাদনা]

২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে
পুরুষ ৫০ ওভারের ক্রিকেট
মাঠহুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল
শুরুর তারিখ২৯ এপ্রিল ২০২৩ (2023-04-29)
শেষের তারিখ৭ মে ২০২৩ (2023-05-07)
প্রতিযোগী৪টি দেশের ৬০ জন প্রতিযোগী
পদক বিজয়ী
স্বর্ণপদক 
রৌপ্যপদক 
ব্রোঞ্জপদক 

পুরুষদের ৫০ ওভারের প্রতিযোগিতায় স্বাগতিক কম্বোডিয়ার সঙ্গে অংশগ্রহণ করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া।[১] প্রতিযোগিতায় কম্বোডিয়া স্বর্ণপদক, মালয়েশিয়া রৌপ্যপদক ও থাইল্যান্ড ব্রোঞ্জপদক অর্জন করে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Southeast Asian Games 2023: All cricket scores, results and medal winners"আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  2. "Schedule announced for Cricket in 2023 SEA Games in Cambodia"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৩ 
  3. "Đoàn Việt Nam rút lui 'môn đầu tiên' tại SEA Games 32"সাহিত্য শিল্প সংবাদপত্র (ভিয়েতনামি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩ 
  4. "SEA Games Men's T20I Cricket Competition 2023: Full schedule, squads, match timings and live-streaming details"স্পোর্টসকিড়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২৩ 
  5. "Thailand National Men's and Women's Squad"থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৩ 
  6. "PHILIPPINE CRICKET ASSOCIATION (PCA) SQUAD ANNOUNCEMENT OF PHILIPPINE NATIONAL CRICKET TEAMS"ফিলিপিন ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৩ 
  7. "The Malaysian Men and Women's Cricket Contingent leaves for Cambodia to take part in the 32nd SEA GAMES"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৩ 
  8. "Singapore Squads for the 32nd Southeast Asian Games 2023, Cambodia"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৩ 
  9. "🚨 Virandeep Singh CREATES HISTORY! Ends on 116*, the FIRST EVER T20I century for Malaysia"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]