বিষয়বস্তুতে চলুন

২০২৩ মালয়েশিয়া ত্রিদেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ মালয়েশিয়া ত্রিদেশীয় সিরিজ
তারিখ১৯ সেপ্টেম্বর ২০২৩ – ২৪ সেপ্টেম্বর ২০২৩
স্থানমালয়েশিয়া
ফলাফল পাপুয়া নিউগিনি সিরিজে জয়ী
দলসমূহ
 পাপুয়া নিউগিনি  মালয়েশিয়া  হংকং
অধিনায়কবৃন্দ
আসাদুল্লাহ ভালা আহমেদ ফাইজ নিজাকত খান
সর্বাধিক রান
আসাদুল্লাহ ভালা (১০০) বিরনদীপ সিং (১৪০) বাবর হায়াত (১৪৭)
সর্বাধিক উইকেট
চার্লস আমিনি (৮)
জন কারিকো (৮)
বিরনদীপ সিং (৬)
বিজয় সুরেশ (৬)
নসরুল্লাহ রানা (৭)

২০২৩ মালয়েশিয়া ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।[] সিরিজে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে অংশগ্রহণ করে পাপুয়া নিউ গিনিহংকং[] সিরিজের ম্যাচসমূহ কলং-এর বায়ুএমাস ওভালে অনুষ্ঠিত হয়।[] সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় পাপুয়া নিউ গিনি।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 পাপুয়া নিউগিনি[]  মালয়েশিয়া[]  হংকং[]
  • আহমেদ ফাইজ (অধি.)
  • আইনুল হাফিজ (উই.)
  • আমির খান বিন মালিক
  • আসলাম খান বিন মালিক
  • কনর স্মিথ
  • খিজর হায়াত
  • জুবাইদি জুলকিফলি
  • পবনদীপ সিং
  • বিজয় সুরেশ
  • বিরনদীপ সিং (উই.)
  • মুহাম্মদ আমির আজিম
  • রিজওয়ান হায়দার
  • শাজরুল ইজ্জত ইদ্রিস
  • শারভিন মুনিয়ান্দি
  • সৈয়দ আজিজ (উই.)

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 পাপুয়া নিউগিনি +১.৪৬৪
 মালয়েশিয়া +০.৮৩৪
 হংকং −১.৯৭৪

  চ্যাম্পিয়ন

১৯ সেপ্টেম্বর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৮১/৮ (২০ ওভার)
 হংকং
৭৯ (১৯ ওভার)
সৈয়দ আজিজ ৬৫ (৩৪)
মোহাম্মদ গজনফর ৩/২২ (৪ ওভার)
বাবর হায়াত ২২ (২০)
বিরনদীপ সিং ৪/১০ (৪ ওভার)
মালয়েশিয়া ১০২ রানে জয়ী
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: নাসির আলি (মালয়েশিয়া) ও বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিরনদীপ সিং (মালয়েশিয়া)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আকবর খান ও শিব মাথুর (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।

২০ সেপ্টেম্বর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৫২/৯ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১০৮/১ (৯.৪ ওভার)
আহমেদ ফাইজ ৪৯ (৩৬)
আলেই নাও ৩/২৬ (৪ ওভার)
টনি উরা ৬২ (৩৩)
কনর স্মিথ ১/১৫ (১.৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ৪৫ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: নাসির আলি (মালয়েশিয়া) ও বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: টনি উরা (পাপুয়া নিউ গিনি)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২১ সেপ্টেম্বর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৬৩/৫ (২০ ওভার)
 হংকং
১৪১/৯ (২০ ওভার)
আসাদুল্লাহ ভালা ৪৫ (৩৫)
এহসান খান ১/১৮ (৪ ওভার)
বাবর হায়াত ৬২ (৪৯)
চার্লস আমিনি ২/১৫ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ২২ রানে জয়ী
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: নাসির আলি (মালয়েশিয়া) ও বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাবর হায়াত (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নিয়াজ আলি, মোহাম্মদ ওয়াহিদ ও মোহাম্মদ খান (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।

২২ সেপ্টেম্বর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৪৯/৬ (২০ ওভার)
 হংকং
১২৬/৭ (২০ ওভার)
বিরনদীপ সিং ৮৪* (৫৯)
আনাস খান ৩/২৯ (৪ ওভার)
বাবর হায়াত ৪৯ (৩৫)
বিরনদীপ সিং ২/১৮ (৪ ওভার)
খিজর হায়াত ২/১৮ (৪ ওভার)
মালয়েশিয়া ২৩ রানে জয়ী
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া) ও রুডি ইসমান্দি (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিরনদীপ সিং (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ সেপ্টেম্বর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
৮১ (১৭.৫ ওভার)
 পাপুয়া নিউগিনি
৮২/৬ (১৬.৩ ওভার)
সৈয়দ আজিজ ২২ (১৯)
জন কারিকো ৪/১১ (৩.৫ ওভার)
লেগা সিয়াকা ৪৪* (৩৪)
মুহাম্মদ আমির আজিম ৩/২৩ (৩.৩ ওভার)
পাপুয়া নিউ গিনি ৪ উইকেটে জয়ী
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জন কারিকো (পাপুয়া নিউ গিনি)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মাইকেল চার্লি (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।

২৪ সেপ্টেম্বর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
হংকং 
৮৯/৯ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
৯০/৯ (১৮.৪ ওভার)
এহসান খান ২১* (২৭)
চার্লস আমিনি ২/১৫ (৪ ওভার)
লেগা সিয়াকা ২১ (১৫)
নসরুল্লাহ রানা ৬/১২ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ১ উইকেটে জয়ী
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নসরুল্লাহ রানা (হংকং)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নসরুল্লাহ রানা (হংকং) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Malaysia Cricket to host Men's/Women's T20 International series in September 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩ 
  2. "🏏 Get ready to witness the cricketing extravaganza of the season!"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "Match Fixture for the Kumul Petroleum Barrabundis at the MALAYSIA T20 MENS TRI-NATION CUP 2023"ক্রিকেট পাপুয়া নিউ গিনি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Undefeated Barras win T20 tri-nation series"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "Kumul Petroleum Barramundis Squad for the"ক্রিকেট পাপুয়া নিউ গিনি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  6. "MALAYSIA"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  7. "Hong Kong, China Men's Cricket Squad for 19th Asian Games Hangzhou announced!"চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]