২০২৩ মালয়েশিয়া ত্রিদেশীয় সিরিজ
অবয়ব
২০২৩ মালয়েশিয়া ত্রিদেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ১৯ সেপ্টেম্বর ২০২৩ – ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ||||||||||||||||||||||||||||
স্থান | মালয়েশিয়া | ||||||||||||||||||||||||||||
ফলাফল | পাপুয়া নিউগিনি সিরিজে জয়ী | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
২০২৩ মালয়েশিয়া ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।[১] সিরিজে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে অংশগ্রহণ করে পাপুয়া নিউ গিনি ও হংকং।[২] সিরিজের ম্যাচসমূহ কলং-এর বায়ুএমাস ওভালে অনুষ্ঠিত হয়।[৩] সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় পাপুয়া নিউ গিনি।[৪]
দলীয় সদস্য
[সম্পাদনা]পাপুয়া নিউগিনি[৫] | মালয়েশিয়া[৬] | হংকং[৭] |
---|---|---|
|
|
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | পাপুয়া নিউগিনি | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +১.৪৬৪ |
২ | মালয়েশিয়া | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | +০.৮৩৪ |
৩ | হংকং | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −১.৯৭৪ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
চ্যাম্পিয়ন
সূচি
[সম্পাদনা]ব
|
||
সৈয়দ আজিজ ৬৫ (৩৪)
মোহাম্মদ গজনফর ৩/২২ (৪ ওভার) |
বাবর হায়াত ২২ (২০)
বিরনদীপ সিং ৪/১০ (৪ ওভার) |
- হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আকবর খান ও শিব মাথুর (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
আহমেদ ফাইজ ৪৯ (৩৬)
আলেই নাও ৩/২৬ (৪ ওভার) |
টনি উরা ৬২ (৩৩)
কনর স্মিথ ১/১৫ (১.৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
ব
|
||
আসাদুল্লাহ ভালা ৪৫ (৩৫)
এহসান খান ১/১৮ (৪ ওভার) |
- হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- নিয়াজ আলি, মোহাম্মদ ওয়াহিদ ও মোহাম্মদ খান (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সৈয়দ আজিজ ২২ (১৯)
জন কারিকো ৪/১১ (৩.৫ ওভার) |
লেগা সিয়াকা ৪৪* (৩৪)
মুহাম্মদ আমির আজিম ৩/২৩ (৩.৩ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মাইকেল চার্লি (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
লেগা সিয়াকা ২১ (১৫)
নসরুল্লাহ রানা ৬/১২ (৪ ওভার) |
- পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- নসরুল্লাহ রানা (হংকং) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Malaysia Cricket to host Men's/Women's T20 International series in September 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "🏏 Get ready to witness the cricketing extravaganza of the season!"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Match Fixture for the Kumul Petroleum Barrabundis at the MALAYSIA T20 MENS TRI-NATION CUP 2023"। ক্রিকেট পাপুয়া নিউ গিনি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Undefeated Barras win T20 tri-nation series"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Kumul Petroleum Barramundis Squad for the"। ক্রিকেট পাপুয়া নিউ গিনি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "MALAYSIA"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Hong Kong, China Men's Cricket Squad for 19th Asian Games Hangzhou announced!"। চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩।