২০২৩ নারী মহাদেশীয় কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ নারী মহাদেশীয় কাপ
তারিখ৪ আগস্ট ২০২৩ – ৬ আগস্ট ২০২৩
তত্ত্বাবধায়কক্রিকেট রোমানিয়া
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক রোমানিয়া
বিজয়ী আইল অব ম্যান (১ম শিরোপা)
রানার-আপ গ্রিস
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়আইল অব ম্যান লুসি বার্নেট
সর্বাধিক রান সংগ্রহকারীরোমানিয়া রেবেকা ব্লেক (২৪৬)
সর্বাধিক উইকেটধারীগ্রিস আংগেলিকি সাভানি (১১)

২০২৩ নারী মহাদেশীয় কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০২৩ সালের আগস্ট মাসে রোমানিয়ায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক রোমানিয়ার সঙ্গে অংশগ্রহণ করে আইল অব ম্যান, গ্রিসমাল্টা[২] টুর্নামেন্টটি ছিল নারী মহাদেশীয় কাপ টুর্নামেন্টের দ্বিতীয় আসর।[৩] টুর্নামেন্টের ম্যাচসমূহ মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৪]

টুর্নামেন্টের ফাইনালে গ্রিসকে হারিয়ে বিজয়ী হয় আইল অব ম্যান।[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 আইল অব ম্যান[৬]  গ্রিস[৭]  মাল্টা  রোমানিয়া
  • আলানিয়া থর্প (অধি.)
  • লুসি বার্নেট (সহ-অধি.)
  • আন্দ্রেয়া লিটলজনস
  • এমা মিলার
  • এলান ক্লিটর
  • কিম কার্নি
  • কেইটলিন হেনারি
  • ক্যাথেরিন পেরি (উই.)
  • জেসমিন পুলেন
  • জোঅ্যান হিকস
  • ড্যানিয়েল মার্ফি
  • ফিনোলা মার্টিন
  • ব্লিস মারটাগ
  • রেবেকা করকিট (উই.)
  • নেফেলি ইয়েওরগোতা (অধি.)
  • আংগেলিকি সাভানি
  • আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু (উই.)
  • আদামান্তিয়া মাকরি
  • এভাংগেলিয়া-স্পিরিদুলা গ্রামেনু
  • খ্রিসুলা কান্তা
  • থেওদোরা ইয়েওরইউ গ্রামেনু
  • থেওদোরা পারিসি-মেসিমেরি (উই.)
  • দাফনি সোফিয়া ভ্লাখোপুলু
  • নিকোলেতা স্তেফানিয়া দোলিয়ানিতি
  • মারিয়া পলিমেরি
  • মারিয়া ভেরভিৎসিওতি
  • মারিয়া সিরিওতি
  • সোফিয়া-থেওদোসিয়া ভারজাকাকু
  • জেসিকা রাইমার (অধি.) (উই.)
  • অঁজেলিক লাস পিনিয়াস
  • অনুপমা রমেশন
  • ক্লেয়ার সাম্মুত
  • জ্যোতি ন্যৌপানে
  • ট্রেসি কালিংগিন
  • প্রতিভা ভণ্ডারি
  • বিবিনা বেবি
  • মে মাচেল্লি
  • শ্যামলা চোলাসেরি
  • সুষমা খত্রী
  • স্‌ভিতলানা ইউশচেনকো
  • রেবেকা ব্লেক (অধি.)
  • অরুমদুর দিনেশি
  • অষানী এরন্দতী মুত্তুগল
  • ইউলিয়ানা মুনতেয়ান
  • কিরিল্য জেনিফার আনা
  • ক্রিস্তিনা ক্যিরলিগ
  • ক্রিস্তিয়ানা সানদা
  • ক্লারা পোপা
  • গ্রিগোরে নিকোলা
  • চামিলা প্রিয়দর্শিনী
  • মাদালিনা কেরেকেশ
  • মাদালিনা মারিন (উই.)
  • র‍্যদুকু আন্দ্রেয়া
  • সোরিনা মোইসে
  • স্তেফানিয়া তুদোরাকে

রাউন্ড-রবিন[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 আইল অব ম্যান +৭.৬৬০
 গ্রিস +১.৪৫০
 রোমানিয়া (H) −৩.৪০৩
 মাল্টা −৩.৯২৩
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

৪ আগস্ট ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
গ্রিস 
৮৯/৮ (২০ ওভার)
 আইল অব ম্যান
৯৩/০ (১০ ওভার)
মারিয়া সিরিওতি ১৯ (৪৪)
জোঅ্যান হিকস ২/৯ (৪ ওভার)
লুসি বার্নেট ৫৬* (৩৮)
আইল অব ম্যান ১০ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: কৌস্তুভ চব্‌হাণ (রোমানিয়া) ও রজত পুত্তন (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুসি বার্নেট (আইল অব ম্যান)
  • আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খ্রিসুলা কান্তা, দাফনি সোফিয়া ভ্লাখোপুলু ও সোফিয়া-থেওদোসিয়া ভারজাকাকু (গ্রিস)-এর টি২০আই অভিষেক হয়।

৪ আগস্ট ২০২৩
১২:৪৫
স্কোরকার্ড
মাল্টা 
৯০/৮ (২০ ওভার)
 গ্রিস
৯১/১ (১১ ওভার)
অনুপমা রমেশন ২৯ (৪৬)
আংগেলিকি সাভানি ৪/১৭ (৪ ওভার)
মারিয়া সিরিওতি ৩৬* (৩২)
শ্যামলা চোলাসেরি ১/২৪ (৪ ওভার)
গ্রিস ৯ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: ইওয়ানিস আফথিনোস (গ্রিস) ও রজত পুত্তন (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আংগেলিকি সাভানি (গ্রিস)
  • গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এভাংগেলিয়া-স্পিরিদুলা গ্রামেনু (গ্রিস), ক্লেয়ার সাম্মুত, জ্যোতি ন্যৌপানে, ট্রেসি কালিংগিন, প্রতিভা ভণ্ডারি, বিবিনা বেবি, মে মাচেল্লি, সুষমা খত্রী ও স্‌ভিতলানা ইউশচেনকো (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।

৪ আগস্ট ২০২৩
১৬:১৫
স্কোরকার্ড
রোমানিয়া 
৪১ (১০.৫ ওভার)
 আইল অব ম্যান
৪২/০ (১.৪ ওভার)
রেবেকা ব্লেক ১২ (১৩)
জোঅ্যান হিকস ৩/৩ (১.৫ ওভার)
লুসি বার্নেট ২২* (৮)
আইল অব ম্যান ১০ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: কৌস্তুভ চব্‌হাণ (রোমানিয়া) ও রজত পুত্তন (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুসি বার্নেট (আইল অব ম্যান)
  • আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অরুমদুর দিনেশি, ইউলিয়ানা মুনতেয়ান, কিরিল্য জেনিফার আনা, ক্রিস্তিনা ক্যিরলিগ, ক্রিস্তিয়ানা সানদা, মাদালিনা কেরেকেশ ও সোরিনা মোইসে (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৫ আগস্ট ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
গ্রিস 
১৫১/৪ (২০ ওভার)
 রোমানিয়া
৬৯ (১৩.৫ ওভার)
মারিয়া সিরিওতি ৫৬ (৫৫)
কিরিল্য জেনিফার আনা ১/১৭ (৪ ওভার)
রেবেকা ব্লেক ১/১৭ (৪ ওভার)
রেবেকা ব্লেক ৪১ (৩০)
আংগেলিকি সাভানি ৬/৫ (২.৫ ওভার)
গ্রিস ৮২ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: কৌস্তুভ চব্‌হাণ (রোমানিয়া) ও রজত পুত্তন (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আংগেলিকি সাভানি (গ্রিস)
  • রোমানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • র‍্যদুকু আন্দ্রেয়া (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
  • আংগেলিকি সাভানি প্রথম গ্রিক ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

৫ আগস্ট ২০২৩
১২:৪৫
স্কোরকার্ড
মাল্টা 
৯৫/৫ (২০ ওভার)
 আইল অব ম্যান
৯৭/৩ (৮.৪ ওভার)
জেসিকা রাইমার ২৪* (৫৩)
ক্যাথেরিন পেরি ২/১৫ (৪ ওভার)
লুসি বার্নেট ৫৩* (২৭)
অনুপমা রমেশন ২/৩৭ (৪ ওভার)
আইল অব ম্যান ৭ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: কৌস্তুভ চব্‌হাণ (রোমানিয়া) ও রজত পুত্তন (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুসি বার্নেট (আইল অব ম্যান)
  • আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফিনোলা মার্টিন (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।

৫ আগস্ট ২০২৩
১৬:১৫
স্কোরকার্ড
রোমানিয়া 
১৯৭/৪ (২০ ওভার)
 মাল্টা
১৬২/১ (২০ ওভার)
রেবেকা ব্লেক ১৩৫* (৭৬)
অনুপমা রমেশন ২/২২ (৪ ওভার)
জেসিকা রাইমার ৫১* (৫৮)
অষানী এরন্দতী মুত্তুগল ১/২৮ (৪ ওভার)
রোমানিয়া ৩৫ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: কৌস্তুভ চব্‌হাণ (রোমানিয়া) ও রজত পুত্তন (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেবেকা ব্লেক (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অঁজেলিক লাস পিনিয়াস (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

৬ আগস্ট ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
১০১ (১৫.১ ওভার)
 মাল্টা
১০২/৩ (১৮.২ ওভার)
রেবেকা ব্লেক ৫৮ (৩৩)
শ্যামলা চোলাসেরি ৪/৯ (৪ ওভার)
অনুপমা রমেশন ৪৬* (৪৩)
রেবেকা ব্লেক ১/১৭ (৩.২ ওভার)
মাল্টা ৭ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: কৌস্তুভ চব্‌হাণ (রোমানিয়া) ও রজত পুত্তন (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শ্যামলা চোলাসেরি (মাল্টা)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল[সম্পাদনা]

৬ আগস্ট ২০২৩
১২:৪৫
স্কোরকার্ড
গ্রিস 
৬৫/৯ (২০ ওভার)
 আইল অব ম্যান
৬৮/১ (৬ ওভার)
নেফেলি ইয়েওরগোতা ২০ (৩১)
ব্লিস মারটাগ ২/৫ (৩ ওভার)
লুসি বার্নেট ৪২* (২০)
আংগেলিকি সাভানি ১/২৩ (২ ওভার)
আইল অব ম্যান ৯ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: কৌস্তুভ চব্‌হাণ (রোমানিয়া) ও রজত পুত্তন (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুসি বার্নেট (আইল অব ম্যান)
  • আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Inaugural editions of Women's Continental Cup and Nordic Cup in August 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  2. "Women's National Team Squad Announced 👇"আইল অব ম্যান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "Săptămâna aceasta, echipa feminină de cricket a României se confruntă cu echipe naționale din Grecia, Malta și Insula Man, în cea de-a doua ediție a Cupei Continentale Feminin"ক্রিকেট রোমানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. @CzechCricket (২৬ জুন ২০২৩)। "📢 Exciting news! Introducing the teams for the first-ever Women's Continental Cricket Cup (T20I) and our inaugural international match! 🏏" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  5. "Continental Cup Winners 🙌🇮🇲🏆"আইল অব ম্যান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  6. "Cricket: Women's T20 squad announced for international fixtures"ম্যান্‌ক্স রেডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৩ 
  7. "Στις 2 Αυγούστου θα αναχωρήσει η Εθνική αποστολή των Γυναικών με προορισμό το Βουκουρέστι προκειμένου να συμμετέχει στο Ευρωπαικό Πρωτάθλημα Women's Continental Cricket Cup 2023 το οποίο θα διεξαχθεί 4, 5 και 6 Αυγούστου με την συμμετοχή των Εθνικών Ομάδων της Ελλάδας, της Ρουμανίας , του Ιsle of Man και της Μάλτας. Οι αγώνες θα μεταδοθουν ζωντανά από το Εuropean Cricket Network"হেলেনীয় ক্রিকেট ফেডারেশন (গ্রিক ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]