২০২৩ ভারত পুরুষ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ ভারত পুরুষ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ ভারত
তারিখ ১২ জুলাই ২০২৩ – ১৩ আগস্ট ২০২৩
অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (টেস্ট)
শেই হোপ (ওডিআই)
রভমান পাওয়েল (টি২০আই)
রোহিত শর্মা (টেস্ট ও ওডিআই)
হার্দিক পান্ডিয়া (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ক্রেইগ ব্র্যাথওয়েট (৩০) যশস্বী জয়সওয়াল (২৬৬)
সর্বাধিক উইকেট জোমেল ওয়ারিক্যান (৫) রবিচন্দ্রন অশ্বিন (১৫)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শেই হোপ (১১১) ইশান কিশন (১৮৪)
সর্বাধিক উইকেট গুডাকেশ মোতি (৬) শার্দুল ঠাকুর (৮)
সিরিজ সেরা খেলোয়াড় ইশান কিশন (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–২ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নিকোলাস পুরান (১৭৬) তিলক বর্মা (১৭৩)
সর্বাধিক উইকেট রোমারিও শেফার্ড (৯) অর্শদীপ সিং (৭)
সিরিজ সেরা খেলোয়াড় নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)

ভারত পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুলাই ও আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ অঞ্চল ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে।[১] টেস্ট সিরিজটি ২০২৩–২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[২][৩]

প্রাথমিকভাবে সিরিজে শুধু তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[৪] কিন্তু পরবর্তীতে সিরিজে ফ্লোরিডায় অনুষ্ঠেয় আরও দুটি টি২০আই ম্যাচ যোগ করা হয়।[৫] ২০২৩ সালের জুন মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[৬][৭]

টেস্ট সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়লাভ করে।[৮] ওডিআই সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়।[৯] টি২০আই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–২ ব্যবধানে জয়লাভ করে।[১০]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওয়েস্ট ইন্ডিজ  ভারত
টেস্ট[১১] ওডিআই[১২] টি২০আই[১৩] টেস্ট[১৪] ওডিআই[১৫] টি২০আই[১৬]

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে আকিম জর্ডান ও টেভিন ইমলাককে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৭] প্রথম টেস্ট ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে কেভিন সিনক্লেয়ারকে যোগ করা হয়।[১৮] ওডিআই সিরিজের আগে ভারতের ওডিআই দল থেকে মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেয়া হয়।[১৯]

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

১২–১৬ জুলাই ২০২৩
স্কোরকার্ড
১৫০ (৬৪.৩ ওভার)
অ্যালিক অ্যাথানেজ ৪৭ (৯৯)
রবিচন্দ্রন অশ্বিন ৫/৬০ (২৪.৩ ওভার)
৪২১/৫ঘো (১৫২.২ ওভার)
যশস্বী জয়সওয়াল ১৭১ (৩৮৭)
রহকিম কর্নওয়াল ১/৩২ (১৬ ওভার)
১৩০ (৫০.৩ ওভার)
অ্যালিক অ্যাথানেজ ২৮ (৪৪)
রবিচন্দ্রন অশ্বিন ৭/৭১ (২১.৩ ওভার)
ভারত ইনিংস ও ১৪১ রানে জয়ী
উইন্ডসর পার্ক, রোজো
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচসেরা: যশস্বী জয়সওয়াল (ভারত)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যালিক অ্যাথানেজ (ওয়েস্ট ইন্ডিজ), ইশান কিশনযশস্বী জয়সওয়াল (ভারত)-এর টেস্ট অভিষেক হয়।
  • যশস্বী জয়সওয়াল (ভারত) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২০]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১২, ওয়েস্ট ইন্ডিজ ০।

২য় টেস্ট[সম্পাদনা]

২০–২৪ জুলাই ২০২৩
স্কোরকার্ড
৪৩৮ (১২৮ ওভার)
বিরাট কোহলি ১২১ (২০৬)
জোমেল ওয়ারিক্যান ৩/৮৯ (৩৯ ওভার)
২৫৫ (১১৫.৪ ওভার)
ক্রেইগ ব্র্যাথওয়েট ৭৫ (২৩৫)
মোহাম্মদ সিরাজ ৫/৬০ (২৩.৪ ওভার)
১৮১/২ঘো (২৪ ওভার)
রোহিত শর্মা ৫৭ (৪৪)
শ্যানন গ্যাব্রিয়েল ১/৩৩ (৬ ওভার)
৭৬/২ (৩২ ওভার)
ক্রেইগ ব্র্যাথওয়েট ২৮ (৫২)
রবিচন্দ্রন অশ্বিন ২/৩৩ (১১ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ৬ ওভার খেলা সম্ভব হয়নি।
  • তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ২৩ ওভার ও ৩০ ওভার খেলা সম্ভব হয়নি।
  • কার্ক ম্যাকেনজি (ওয়েস্ট ইন্ডিজ) ও মুকেশ কুমার (ভারত)-এর টেস্ট অভিষেক হয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ৪, ভারত ৪।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২৭ জুলাই ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১১৪ (২৩ ওভার)
 ভারত
১১৮/৫ (২২.৫ ওভার)
শেই হোপ ৪৩ (৪৫)
কুলদীপ যাদব ৪/৬ (৩ ওভার)
ইশান কিশন ৫২ (৪৬)
গুডাকেশ মোতি ২/২৬ (৬.৫ ওভার)
ভারত ৫ উইকেটে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মুকেশ কুমার (ভারত)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

২৯ জুলাই ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ভারত 
১৮১ (৪০.৫ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৮২/৪ (৩৬.৪ ওভার)
ইশান কিশন ৫৫ (৫৫)
গুডাকেশ মোতি ৩/৩৬ (৯.৫ ওভার)
শেই হোপ ৬৩* (৮০)
শার্দুল ঠাকুর ৩/৪২ (৮ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

১ আগস্ট ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ভারত 
৩৫১/৫ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৫১ (৩৫.৩ ওভার)
শুভমান গিল ৮৫ (৯২)
রোমারিও শেফার্ড ২/৭৩ (১০ ওভার)
গুডাকেশ মোতি ৩৯* (৩৪)
শার্দুল ঠাকুর ৪/৩৭ (৬.৩ ওভার)
ভারত ২০০ রানে জয়ী
ব্রায়ান লারা স্টেডিয়াম, তারুবা
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শুভমান গিল (ভারত)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৩ আগস্ট ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৪৯/৬ (২০ ওভার)
 ভারত
১৪৫/৯ (২০ ওভার)
তিলক বর্মা ৩৯ (২২)
জেসন হোল্ডার ২/১৯ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে জয়ী
ব্রায়ান লারা স্টেডিয়াম, তারুবা
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)

২য় টি২০আই[সম্পাদনা]

৬ আগস্ট ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ভারত 
১৫২/৭ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৫৫/৮ (১৮.৫ ওভার)
তিলক বর্মা ৫১ (৪১)
আলজারি জোসেফ ২/২৮ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জয়ী
প্রভিডেন্স স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৮ আগস্ট ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৫৯/৫ (২০ ওভার)
 ভারত
১৬৪/৩ (১৭.৫ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
প্রভিডেন্স স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: সূর্যকুমার যাদব (ভারত)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • যশস্বী জয়সওয়াল (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

১২ আগস্ট ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৭৮/৮ (২০ ওভার)
 ভারত
১৭৯/১ (১৭ ওভার)
ভারত ৯ উইকেটে জয়ী
সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক, লডারহিল
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল (ভারত)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

১৩ আগস্ট ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ভারত 
১৬৫/৯ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৭১/২ (১৮ ওভার)
ব্র্যান্ডন কিং ৮৫* (৫৫)
তিলক বর্মা ১/১৭ (২ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক, লডারহিল
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "CPL to kick off on Aug 16 after India series from July 12 to Aug 13"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৩ 
  2. "India to begin next WTC cycle with two-match series in Caribbean"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৩ 
  3. "India to kickstart West Indies tour with two Tests"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৩ 
  4. "India may play two extra T20Is on the tour of West Indies"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  5. "India set to play two T20Is in USA on West Indies tour"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৩ 
  6. "Schedule confirmed for India's upcoming tour of West Indies"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৩ 
  7. "CWI announces schedule for West Indies v India International Home Series 2023"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৩ 
  8. "Rain denies India shot at full WTC points in Port-of-Spain"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  9. "All-round India conduct clinical demolition in Trinidad"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৩ 
  10. "Brandon King's 85 helps West Indies clinch T20I series against India"এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩ 
  11. "West Indies name squad for 1st Test of Cycle Pure Agarbathi Test Series powered by Yes Bank"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩ 
  12. "West Indies reveal selection shock by including star batter for India ODIs"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৩ 
  13. "Hetmyer, Hope, Thomas return to West Indies T20I squad for India series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৩ 
  14. "Pujara dropped; Jaiswal and Gaikwad in India's Test squad for West Indies"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৩ 
  15. "India's squads for West Indies Tests and ODI series announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৩ 
  16. "India's squad for T20I series against West Indies announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৩ 
  17. "West Indies recall Cornwall, Warrican for first India Test; McKenzie gets maiden call-up"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৩ 
  18. "Sinclair replaces Reifer as West Indies beef up spin resources for Trinidad Test"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩ 
  19. "Mohammed Siraj flies back home after being rested from ODIs against West Indies"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৩ 
  20. "সেঞ্চুরির অসাধারণ কীর্তিতে ধাওয়ান–পৃথ্বী শয়ের পাশে জয়সোয়াল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]