২০২৩ কুইবুকা টি২০ টুর্নামেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ কুইবুকা টি২০ টুর্নামেন্ট
তারিখ১০ জুন ২০২৩ – ১৭ জুন ২০২৩
তত্ত্বাবধায়করুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক রুয়ান্ডা
বিজয়ী রুয়ান্ডা (১ম শিরোপা)
রানার-আপ উগান্ডা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২২
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কেনিয়া কুইন্টর আবেল
সর্বাধিক রান সংগ্রহকারীকেনিয়া কুইন্টর আবেল (২০৬)
সর্বাধিক উইকেটধারীরুয়ান্ডা হেনরিয়েট ইশিমোয়ে (১৬)

২০২৩ কুইবুকা টি২০ টুর্নামেন্ট ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের জুন মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক রুয়ান্ডার সঙ্গে অংশগ্রহণ করে উগান্ডা, কেনিয়া, নাইজেরিয়াবতসোয়ানা[২][৩] ২০২২ সালের আসরে তানজানিয়া বিজয়ী হলেও এ আসরে দলটি অংশগ্রহণ থেকে বিরত থাকে।[৪]

টুর্নামেন্টের ফাইনালে উগান্ডাকে হারিয়ে বিজয়ী হয় স্বাগতিক রুয়ান্ডা।[৫] এটি ছিল রুয়ান্ডার প্রথম কুইবুকা টুর্নামেন্ট শিরোপা জয়।[৬]

দলীয় সদস্য[সম্পাদনা]

 উগান্ডা[৭]  কেনিয়া[৮]  নাইজেরিয়া[৯]  বতসোয়ানা[১০]  রুয়ান্ডা[১১]
  • কনসি আওয়েকো (অধি.)
  • আইরিন আলুমো
  • ইমাকুলেট নাকিসুইয়ি
  • এভেলিন আন্‌য়িপো
  • কেভিন আউইনো (উই.)
  • জ্যানেট ম্বাবাজি
  • প্যাট্রিসিয়া মালেমিকিয়া
  • প্রসকোভিয়া আলাকো
  • ফিওনা কুলুমে
  • মালিসা আরিওকোত
  • মোহাম্মদ জিমিয়া (উই.)
  • রিতা মুসামালি
  • লর্না আনিয়াইত
  • স্টেফানি নাম্পিনা
  • এস্থার ওয়াচিরা (অধি.)
  • মেলভিন ইদাম্বো (সহ-অধি.)
  • অ্যান ওয়াঞ্জিরা
  • কুইন্টর আবেল
  • কেলভিয়া ওগোলা
  • চ্যারিটি মুথোনি (উই.)
  • জুডিথ আজিয়াম্বো
  • ফ্লাভিয়া ওধিয়াম্বো
  • ভেনাসা ওকো
  • মনিকাহ ন্ধাম্বি
  • মারিওন জুমা
  • ম্যারি মোয়াংগি (উই.)
  • লাভেন্দাহ ইদাম্বো
  • লিনজ নাবুইরে
  • ব্লেসিং এতিম (অধি.)
  • ফেভার এসেইগবে (সহ-অধি.) (উই.)
  • অ্যাবিগেইল ইগবোবিয়ে (উই.)
  • আগাথা ওবুলোর
  • আদেশোলা আদেকুনলে
  • এস্থার স্যান্ডি
  • ওমোনিয়ে আসিকা
  • ওসেয়েন্দে ওমোনখোবিও
  • পিকিউলিয়ার আগবোইয়া
  • রুকায়াত আব্দুলরাসাক
  • র‌্যাচেল স্যামসন
  • লাকি পাইটি (উই.)
  • সারা এতিম (উই.)
  • সালোমে সানডে
  • লরা মোপাকেদি (অধি.) (উই.)
  • আমান্ত্‌লে মোকগোৎলে
  • ওন্নেইলে কেইৎসেমাং
  • ওরাতিলে ক্‌গেরেসি
  • গোইৎসোওনে সেৎশোয়ানে
  • গোয়াবিলোয়ে মাতোমে
  • তুয়েলো শ্যাডর‌্যাক
  • তেবোগো মোৎলাবাপুতি
  • থাপেলো মোদিসে
  • পাকো মাপোৎসানে
  • ফ্লোরেন্স সামান্‌য়িকা
  • মার্সি দিপোগিসো (উই.)
  • মেরাপেলো পিয়াসে
  • শামিলা মোসোয়েউ
  • মারি বিমেন্‌য়িমানা (অধি.)
  • অ্যালিস ইকুজোয়ে
  • ইমাকুলে মুহাওয়েনিমানা
  • ক্ল্যারিস উমুতোনিওয়াসে
  • জিজেল ইশিমোয়ে
  • জেওভানিস উয়াসে (উই.)
  • জোসিয়্যান ন্‌য়িরানকুন্দিনেজা
  • বেলিস মুরেকাতেতে
  • মার্গারিত ভুমিলিয়া
  • মেরভেইল উয়াসে (উই.)
  • রোজিন ইরেরা
  • সারাহ উয়েরা (উই.)
  • সিফা ইনগাবিরে
  • হেনরিয়েট ইশিমোয়ে

কেনিয়া দলে ফেইথ মুতুয়া ও মার্সি আহোনোকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১২]

রাউন্ড-রবিন[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 উগান্ডা ১৪ +১.১৯৭
 রুয়ান্ডা (H) ১০ +০.৪৪২
 নাইজেরিয়া ১০ −০.০১৯
 কেনিয়া −০.৭৯৪
 বতসোয়ানা −০.৮১৭
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

১০ জুন ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৬৬ (২০ ওভার)
 বতসোয়ানা
৪৬ (১৯.৫ ওভার)
মারি বিমেন্‌য়িমানা ১৯ (৩৯)
শামিলা মোসোয়েউ ২/১ (৪ ওভার)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ১৭ (৪১)
রোজিন ইরেরা ৩/৮ (৪ ওভার)
রুয়ান্ডা ২০ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা) ও স্কারলেট হেল (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেলিস মুরেকাতেতে (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পাকো মাপোৎসানে (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।

১০ জুন ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
৮৮/৬ (২০ ওভার)
 বতসোয়ানা
৬০/৯ (২০ ওভার)
রিতা মুসামালি ৩৪* (৩৯)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ৪/১৬ (৪ ওভার)
থাপেলো মোদিসে ১৮ (৩৭)
আইরিন আলুমো ৩/৯ (৪ ওভার)
উগান্ডা ২৮ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া) ও শ্যারন আতুওলা (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিতা মুসামালি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মালিসা আরিওকোত (উগান্ডা) ও মেরাপেলো পিয়াসে (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।

১০ জুন ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৮৭/৭ (২০ ওভার)
 নাইজেরিয়া
৮৮/৪ (১৮.২ ওভার)
জিজেল ইশিমোয়ে ৩০ (৩৯)
আদেশোলা আদেকুনলে ২/১৩ (৩ ওভার)
সালোমে সানডে ৪৭* (৫৭)
ইমাকুলে মুহাওয়েনিমানা ২/২০ (৪ ওভার)
নাইজেরিয়া ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও স্কারলেট হেল (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সালোমে সানডে (নাইজেরিয়া)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জুন ২০২৩
০৯:১৫
স্কোরকার্ড
কেনিয়া 
৯১/৭ (২০ ওভার)
 রুয়ান্ডা
৯৫/২ (১৫.৫ ওভার)
ভেনাসা ওকো ৩০ (২৩)
জোসিয়্যান ন্‌য়িরানকুন্দিনেজা ২/১২ (৪ ওভার)
হেনরিয়েট ইশিমোয়ে ৪৯* (৩৬)
লাভেন্দাহ ইদাম্বো ১/৭ (৩ ওভার)
রুয়ান্ডা ৮ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া) ও শ্যারন আতুওলা (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেনরিয়েট ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জুন ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
বতসোয়ানা 
৯৭/৬ (২০ ওভার)
 নাইজেরিয়া
৯৮/৪ (১৬.২ ওভার)
শামিলা মোসোয়েউ ২৬ (৫২)
ফেভার এসেইগবে ২/১৪ (৩ ওভার)
ব্লেসিং এতিম ২৬ (২২)
গোয়াবিলোয়ে মাতোমে ২/১৩ (৩.২ ওভার)
নাইজেরিয়া ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লাকি পাইটি (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জুন ২০২৩
১৩:১৫
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৮০/৮ (২০ ওভার)
 উগান্ডা
৮৪/৩ (১৮.১ ওভার)
জিজেল ইশিমোয়ে ৩৩ (৪১)
এভেলিন আন্‌য়িপো ৪/১ (৪ ওভার)
কেভিন আউইনো ৩৪ (৪৯)
মার্গারিত ভুমিলিয়া ২/১৬ (৪ ওভার)
উগান্ডা ৭ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া) ও স্কারলেট হেল (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: এভেলিন আন্‌য়িপো (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লর্না আনিয়াইত (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।

১১ জুন ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
কেনিয়া 
৯৫/৪ (২০ ওভার)
 নাইজেরিয়া
৯৮/৭ (১৬.৪ ওভার)
কুইন্টর আবেল ৫১ (৫৫)
ফেভার এসেইগবে ২/১৬ (৪ ওভার)
লাকি পাইটি ৩২* (২৭)
কুইন্টর আবেল ৩/১১ (৪ ওভার)
নাইজেরিয়া ৩ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লাকি পাইটি (নাইজেরিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ জুন ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১০০/৫ (২০ ওভার)
 উগান্ডা
১০১/৫ (১৮.২ ওভার)
এস্থার স্যান্ডি ৫২ (৩৯)
এভেলিন আন্‌য়িপো ২/১৪ (৪ ওভার)
ইমাকুলেট নাকিসুইয়ি ৩১ (২০)
ফেভার এসেইগবে ২/১৯ (৪ ওভার)
উগান্ডা ৫ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও শ্যারন আতুওলা (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টেফানি নাম্পিনা (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ জুন ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
বতসোয়ানা 
৫১ (১৭.১ ওভার)
 কেনিয়া
৫৭/২ (১০.৫ ওভার)
লরা মোপাকেদি ১১ (৩৬)
এস্থার ওয়াচিরা ৩/৩ (২.১ ওভার)
কুইন্টর আবেল ৪০* (৩২)
শামিলা মোসোয়েউ ২/১৭ (২.৫ ওভার)
কেনিয়া ৮ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও স্কারলেট হেল (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মেলভিন ইদাম্বো (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুন ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
৮৫ (১৯ ওভার)
 কেনিয়া
৭২ (১৮.২ ওভার)
স্টেফানি নাম্পিনা ৩৭ (৩৬)
ফ্লাভিয়া ওধিয়াম্বো ৪/১৬ (৪ ওভার)
কুইন্টর আবেল ১৮ (২৬)
জ্যানেট ম্বাবাজি ২/৮ (২.২ ওভার)
উগান্ডা ১৩ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টেফানি নাম্পিনা (উগান্ডা)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুন ২০২৩
০৯:১৫
স্কোরকার্ড
বতসোয়ানা 
৮১/৮ (২০ ওভার)
 উগান্ডা
৮৩/৪ (১৩.৪ ওভার)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ৩১ (৪২)
মালিসা আরিওকোত ৩/১৪ (৩ ওভার)
মোহাম্মদ জিমিয়া ২১ (২১)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ২/১৭ (৪ ওভার)
উগান্ডা ৬ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া) ও লিডিয়াহ কাপারো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মালিসা আরিওকোত (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুন ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৭৪/৯ (২০ ওভার)
 কেনিয়া
৫২/৫ (২০ ওভার)
এস্থার স্যান্ডি ২০ (২৯)
এস্থার ওয়াচিরা ২/৬ (৪ ওভার)
ভেনাসা ওকো ২১* (৪৬)
ওসেয়েন্দে ওমোনখোবিও ১/৫ (৪ ওভার)
নাইজেরিয়া ২২ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও শ্যারন আতুওলা (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: পিকিউলিয়ার আগবোইয়া (নাইজেরিয়া)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুন ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৪২ (১৫.২ ওভার)
 রুয়ান্ডা
৪৩/১ (৯.৫ ওভার)
লাকি পাইটি ১৮ (২০)
হেনরিয়েট ইশিমোয়ে ৪/১০ (৪ ওভার)
জিজেল ইশিমোয়ে ২৪* (৩১)
লাকি পাইটি ১/৮ (১.৫ ওভার)
রুয়ান্ডা ৯ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: শ্যারন আতুওলা (উগান্ডা) ও স্কারলেট হেল (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালিস ইকুজোয়ে (রুয়ান্ডা)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুন ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
উগান্ডা 
১১৬/৬ (২০ ওভার)
 কেনিয়া
৭৯/৫ (২০ ওভার)
স্টেফানি নাম্পিনা ৩১ (২০)
কুইন্টর আবেল ১/১১ (৪ ওভার)
ভেনাসা ওকো ১৭ (৩২)
এভেলিন আন্‌য়িপো ১/৬ (৪ ওভার)
উগান্ডা ৩৭ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টেফানি নাম্পিনা (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:১৫
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৩১ (১৩ ওভার)
 উগান্ডা
৩২/০ (৬.২ ওভার)
অ্যালিস ইকুজোয়ে ১০ (১৪)
কনসি আওয়েকো ৩/২ (৩ ওভার)
জ্যানেট ম্বাবাজি ২০* (১৮)
উগান্ডা ১০ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: লিডিয়াহ কাপারো (কেনিয়া) ও স্কারলেট হেল (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কনসি আওয়েকো (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
কেনিয়া 
৮২/৮ (২০ ওভার)
 বতসোয়ানা
৮২/৭ (২০ ওভার)
ম্যারি মোয়াংগি ১২ (১৩)
গোয়াবিলোয়ে মাতোমে ৩/১২ (৪ ওভার)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ২৪ (৩১)
ফ্লাভিয়া ওধিয়াম্বো ২/৯ (২ ওভার)
ম্যাচ টাই (কেনিয়া সুপার ওভারে জয়ী)
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্লাভিয়া ওধিয়াম্বো (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
বতসোয়ানা 
১১৪/৪ (২০ ওভার)
 নাইজেরিয়া
৯১/৮ (২০ ওভার)
গোয়াবিলোয়ে মাতোমে ৪৫* (৫৭)
ওসেয়েন্দে ওমোনখোবিও ১/১৬ (৪ ওভার)
লাকি পাইটি ১/১৬ (৪ ওভার)
অ্যাবিগেইল ইগবোবিয়ে ২৪ (৩৭)
শামিলা মোসোয়েউ ৪/৯ (৪ ওভার)
বতসোয়ানা ২৩ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: শামিলা মোসোয়েউ (বতসোয়ানা)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
১৪:১০
স্কোরকার্ড
কেনিয়া 
৫৪ (১৮.২ ওভার)
 রুয়ান্ডা
৫৫/৩ (৮.৩ ওভার)
ভেনাসা ওকো ১৭ (২০)
হেনরিয়েট ইশিমোয়ে ৪/১১ (৪ ওভার)
অ্যালিস ইকুজোয়ে ২০ (১৩)
কুইন্টর আবেল ২/২৩ (৩.৩ ওভার)
রুয়ান্ডা ৭ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: শ্যারন আতুওলা (উগান্ডা) ও স্কারলেট হেল (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেনরিয়েট ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জুডিথ আজিয়াম্বো (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ জুন ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
বতসোয়ানা 
৬৮/৭ (২০ ওভার)
 রুয়ান্ডা
৭২/৭ (১৮.৫ ওভার)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ৩০* (৪৮)
অ্যালিস ইকুজোয়ে ৩/১৫ (৪ ওভার)
মেরভেইল উয়াসে ৩৪* (৪৯)
তুয়েলো শ্যাডর‌্যাক ২/৮ (৩.৫ ওভার)
রুয়ান্ডা ৩ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: লিডিয়াহ কাপারো (কেনিয়া) ও শ্যারন আতুওলা (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালিস ইকুজোয়ে (রুয়ান্ডা)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ জুন ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
৭২/৯ (২০ ওভার)
 নাইজেরিয়া
৭৬/৭ (১৮.৫ ওভার)
স্টেফানি নাম্পিনা ২১ (২৯)
আদেশোলা আদেকুনলে ৩/১৪ (৪ ওভার)
সালোমে সানডে ২৫* (৩৭)
স্টেফানি নাম্পিনা ২/১৮ (৪ ওভার)
নাইজেরিয়া ৩ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও লিডিয়াহ কাপারো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‌্যাচেল স্যামসন (নাইজেরিয়া)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

১৭ জুন ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
কেনিয়া 
৯৯/৩ (২০ ওভার)
 নাইজেরিয়া
৫১ (১৮ ওভার)
কুইন্টর আবেল ৬০* (৫৫)
রুকায়াত আব্দুলরাসাক ১/১১ (৪ ওভার)
লাকি পাইটি ১৭ (১৯)
ম্যারি মোয়াংগি ৪/৯ (৪ ওভার)
কেনিয়া ৪৮ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা) ও শ্যারন আতুওলা (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টর আবেল (কেনিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল[সম্পাদনা]

১৭ জুন ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
৬৫ (২০ ওভার)
 রুয়ান্ডা
৬৬/৪ (১৬.১ ওভার)
স্টেফানি নাম্পিনা ১৯ (৩৩)
হেনরিয়েট ইশিমোয়ে ৪/৬ (৪ ওভার)
মেরভেইল উয়াসে ১৭ (৪১)
ফিওনা কুলুমে ২/১১ (৪ ওভার)
রুয়ান্ডা ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া) ও স্কারলেট হেল (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেনরিয়েট ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Musaale tips Rwanda women to break Kwibuka T20 title jinx"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৩ 
  2. "Rwanda Cricket to host 9th edition of Kwibuka Women's T20 tournament in June"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  3. "Victoria Pearls favourites at Kwibuka Tournament"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  4. "Cricket: Kwibuka Women's T20 tourney due in June"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩ 
  5. "Rwanda deny Victoria Pearls third Kwibuka title"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩ 
  6. "Cricket: Rwanda women end nine-year Kwibuka T20 title jinx"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩ 
  7. "Two debutants on Victoria Pearls squad for Kwibuka"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৩ 
  8. @CKDirector_WC (৫ জুন ২০২৩)। "Announcement:" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  9. "NCF Announces final squad list for Kwibuka Women's tournament in Rwanda"নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  10. "Botswana have named the men and women's squads that leave today for Kenya and Rwanda respectively. We wish them the best of luck as they prepare to represent the country"বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  11. @RwandaCricket (৯ জুন ২০২৩)। "📢 Introducing the talented squad of Rwanda Women's National Team! 🇷🇼🏏 Get ready to cheer for our own |🏏Kwibuka Women's T20 Tournament" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  12. "Kenya's team to Kwibuka T20 tournament revealed"মোজার্টস্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]