২০২৩ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড
তারিখ ২৬ জুন ২০২৩ – ৮ জুলাই ২০২৩
অধিনায়ক হেইলি ম্যাথিউস লরা ডেলানি
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান স্তাফানি টেলর (১৩০) গ্যাবি লুইস (১৮৮)
সর্বাধিক উইকেট হেইলি ম্যাথিউস (৫)
অ্যাফি ফ্লেচার (৫)
কারা মারে (৩)
সিরিজ সেরা খেলোয়াড় হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান হেইলি ম্যাথিউস (১৩৫) অ্যামি হান্টার (৯২)
সর্বাধিক উইকেট হেইলি ম্যাথিউস (৮) আরলিন কেলি (৪)
সিরিজ সেরা খেলোয়াড় হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২০২৩ সালের জুন ও জুলাই মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে।[১][২] ওডিআই সিরিজটি ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩] সিরিজে প্রাথমিকভাবে পাঁচটি টি২০আই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ম্যাচের সংখ্যা কমিয়ে আনা হয়।[৪] ২০২৩ সালের জুন মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[৫]

ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয়।[৬] টি২০আই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[৭]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওয়েস্ট ইন্ডিজ  আয়ারল্যান্ড
ওডিআই[৮] টি২০আই[৯] ওডিআই ও টি২০আই[১০]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২৬ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৯৭/৬ (৫০ ওভার)
 আয়ারল্যান্ড
২৩৯/৯ (৫০ ওভার)
হেইলি ম্যাথিউস ১০৯ (১০৬)
কারা মারে ৩/৬০ (১০ ওভার)
গ্যাবি লুইস ৮৩ (১০২)
হেইলি ম্যাথিউস ৩/৫৩ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৫৮ রানে জয়ী
ড্যারেন স্যামি ক্রিকেট মাঠ, রডনি বে
আম্পায়ার: ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জাইদা জেমস (ওয়েস্ট ইন্ডিজ) ও অ্যাভা ক্যানিং (আয়ারল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ২, আয়ারল্যান্ড ০।

২য় ওডিআই[সম্পাদনা]

২৮ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
৩৬/৫ (৮.৪ ওভার)
ওর্লা প্রেন্ডারগাস্ট ১৩* (১৯)
আলিয়াহ অ্যালেইন ২/৪ (২ ওভার)
ফলাফল হয়নি
ড্যারেন স্যামি ক্রিকেট মাঠ, রডনি বে
আম্পায়ার: জোনাথান ব্লেডস (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • অশ্মিনী মুনিসার (ওয়েস্ট ইন্ডিজ)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১, আয়ারল্যান্ড ১।

৩য় ওডিআই[সম্পাদনা]

১ জুলাই ২০২৩
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২০৩ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২০৪/৪ (৪১.১ ওভার)
গ্যাবি লুইস ৯৫* (১২১)
অ্যাফি ফ্লেচার ৩/৩৭ (১০ ওভার)
স্তাফানি টেলর ৭৯* (১০৫)
এইমি ম্যাগুয়ায়ার ২/২৪ (৫ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী
ড্যারেন স্যামি ক্রিকেট মাঠ, রডনি বে
আম্পায়ার: জোনাথান ব্লেডস (ওয়েস্ট ইন্ডিজ) ও ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্তাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এইমি ম্যাগুয়ায়ার (আয়ারল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ২, আয়ারল্যান্ড ০।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৪ জুলাই ২০২৩
১৭:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১১২/৭ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১১৩/৮ (২০ ওভার)
লরা ডেলানি ৩৪ (৩৬)
হেইলি ম্যাথিউস ৩/২২ (৪ ওভার)
হেইলি ম্যাথিউস ৩৭ (৪২)
আরলিন কেলি ৩/২১ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জয়ী
ড্যারেন স্যামি ক্রিকেট মাঠ, রডনি বে
আম্পায়ার: ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অশ্মিনী মুনিসার (ওয়েস্ট ইন্ডিজ) ও এইমি ম্যাগুয়ায়ার (আয়ারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৬ জুলাই ২০২৩
১৭:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১১৩/৭ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১১৪/২ (১৬.৪ ওভার)
অ্যামি হান্টার ৩৩ (৩৫)
চেরি-অ্যান ফ্রেজার ১/১৬ (৪ ওভার)
হেইলি ম্যাথিউস ৫০ (৩৯)
লরা ডেলানি ১/১২ (২.৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
ড্যারেন স্যামি ক্রিকেট মাঠ, রডনি বে
আম্পায়ার: জোনাথান ব্লেডস (ওয়েস্ট ইন্ডিজ) ও ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৮ জুলাই ২০২৩
১৭:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১১৬/৯ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১১৭/২ (১৮.১ ওভার)
অ্যামি হান্টার ৪৪ (৩৫)
হেইলি ম্যাথিউস ৪/১৪ (৪ ওভার)
আলিয়াহ অ্যালেইন ৪৯* (৫১)
জর্জিনা ডেম্পসি ১/২১ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
ড্যারেন স্যামি ক্রিকেট মাঠ, রডনি বে
আম্পায়ার: জোনাথান ব্লেডস (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Australia and West Indies loom large for Ireland Women as part of summer programme"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ৩ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩ 
  2. "Ireland Women series confirmed against Australia, West Indies and Netherlands"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩ 
  3. "Ireland to play Australia, West Indies and Netherlands"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩ 
  4. "Ireland to host Australia for three ODIs in July after Caribbean tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩ 
  5. "West Indies Women to host Ireland Women in Saint Lucia"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৩ 
  6. "Stafanie Taylor, Chinelle Henry give West Indies series win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৩ 
  7. "Hayley Matthews' all-round power clean sweeps Ireland 3-0 in T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ 
  8. "West Indies Women's provisional squad named for 1st and 2nd CG United ODIs against Ireland"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৩ 
  9. "West Indies hand call-ups to James, Munisar and Joseph for T20Is against Ireland"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৩ 
  10. "Squad and venue announced for Ireland Women's tour of the West Indies"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  11. "Hayley Matthews' hat-trick guides West Indies to a series-clinching victory over Ireland"ক্রিকেট টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]