হারারে স্পোর্টস ক্লাব
![]() | |||||||
স্টেডিয়ামের তথ্যাবলি | |||||||
---|---|---|---|---|---|---|---|
অবস্থান | হারারে, জিম্বাবুয়ে | ||||||
দেশ | জিম্বাবুয়ে | ||||||
স্থানাঙ্ক | ১৭°৪৮′৫০.৬৭″ দক্ষিণ ৩১°৩′২.০৮″ পূর্ব / ১৭.৮১৪০৭৫০° দক্ষিণ ৩১.০৫০৫৭৭৮° পূর্ব | ||||||
প্রতিষ্ঠা | ১৯০০ | ||||||
ধারণক্ষমতা | ১০,০০০ | ||||||
স্বত্ত্বাধিকারী | জিম্বাবুয়ে ক্রিকেট | ||||||
পরিচালক | জিম্বাবুয়ে ক্রিকেট | ||||||
ভাড়াটে | জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল রোডেশিয়া ক্রিকেট দল মাশোনাল্যান্ড ক্রিকেট দল মাশোনাল্যান্ড ঈগলস | ||||||
প্রান্তসমূহ | |||||||
প্রয়াগ এন্ড সাইকেল পিওর এন্ড | |||||||
আন্তর্জাতিক খেলার তথ্য | |||||||
প্রথম পুরুষ টেস্ট | ১৮–২২ অক্টোবর ১৯৯২: জিম্বাবুয়ে ![]() ![]() | ||||||
সর্বশেষ পুরুষ টেস্ট | ৭–১১ জুলাই ২০২১: জিম্বাবুয়ে ![]() ![]() | ||||||
প্রথম পুরুষ ওডিআই | ২৫ অক্টোবর ১৯৯২: জিম্বাবুয়ে ![]() ![]() | ||||||
সর্বশেষ পুরুষ ওডিআই | ২০ জুলাই ২০২১: জিম্বাবুয়ে ![]() ![]() | ||||||
প্রথম পুরুষ টি২০আই | ১২ জুন ২০১০: জিম্বাবুয়ে ![]() ![]() | ||||||
সর্বশেষ পুরুষ টি২০আই | ২৫ জুলাই ২০২১: জিম্বাবুয়ে ![]() ![]() | ||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||
| |||||||
২৫ জুলাই ২০২১ অনুযায়ী উৎস: Cricinfo |
হারারে স্পোর্টস ক্লাব (ইংরেজি: Harare Sports Club) জিম্বাবুয়েের হারারে এলাকায় অবস্থিত একটি ক্রিকেট খেলার মাঠ। সূচনালগ্ন থেকেই এটি রোডেশিয়া ও জিম্বাবুয়েের প্রধান ক্রিকেট মাঠের মর্যাদা পেয়ে আসছে। সচরাচর মাঠটি সলসবারি স্পোর্টস ক্লাব নামে পরিচিত। অক্টোবর, ১৯৯২ সালে টেস্ট মাঠের পরিচিতি পায়। জিম্বাবুয়ের উদ্বোধনী টেস্টে প্রতিপক্ষ ভারতীয় দল এ মাঠে নেমেছিল। কিছুদিন পরই এ মাঠে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও, জিম্বাবুয়ে প্রথমবারের মতো টেস্টে বিজয় লাভ করেছিল।[১]
বিবরণ
[সম্পাদনা]স্টেডিয়ামের চতুর্দিকে জাকারান্দা গাছের আচ্ছাদন রয়েছে। ভিতরে রয়েছে সুন্দর প্যাভিলিয়ন। হারারে স্টেডিয়ামটি নগরের কেন্দ্রস্থলে অবস্থিত। এর একপাশে রয়েছে প্রেসিডেন্সিয়াল প্যালেস ও অন্য পার্শ্বে রয়্যাল হারারে গলফ ক্লাব। অক্টোবর, ১৯৯২ থেকে টেস্ট ক্রিকেট খেলা উদ্বোধনের পর টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য দেশের প্রধান মাঠের মর্যাদা পেয়ে আসছে। মাঠে দর্শক ধারণ সংখ্যা দশ হাজার হলেও প্রয়োজনে অস্থায়ীভাবে আসন সংখ্যা বাড়ানো যায়। ১৯৫৬ সালে এ মাঠে সর্বোচ্চ ছাব্বিশ হাজার দর্শক এসেছিলেন রোডেশিয়া বনাম এমসিসির মধ্যকার খেলা দেখতে।
এ মাঠটি স্থানীয় ম্যাশোনাল্যান্ড ঈগলস ক্লাবটি ব্যবহার করে থাকে। এছাড়াও, হারারে স্পোর্টস ক্লাব দেশের ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন কর্তৃক ব্যবহৃত হয়।
পরিকল্পনা
[সম্পাদনা]অক্টোবর, ২০১০ সালে জিম্বাবুয়ে ক্রিকেট ঘোষণা করে যে, নভেম্বরে অনুষ্ঠিতব্য ঘরোয়া টুয়েন্টি২০ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে হারারে স্পোর্ট ক্লাব এবং মুতারে স্পোর্টস ক্লাবের উন্নয়ন করা হবে। এরফলে আসন সংখ্যা বৃদ্ধি, দর্শকদের সুযোগ-সুবিধা, প্রশিক্ষণের সুযোগ এবং মাঠের সুবিধা বৃদ্ধিসহ দিন/রাত ক্রিকেট আয়োজনের লক্ষ্যে ফ্লাডলাইটের ব্যবস্থা করা হবে। এরফলে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের পুনরায় অংশগ্রহণে ব্যাপক সুবিধা প্রদান করবে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Heatley, pp. 191.
- ↑ Zimbabwe plan ground renovation, retrieved: 28 April, 2013
পাদটীকা
[সম্পাদনা]- Heatley, Michael (2009). World Cricket Grounds: A Panoramic Vision. Compendium. আইএসবিএন ৯৭৮-১-৯০৫৫৭৩-০১-১.