২০২৩ পূর্ব আফ্রিকা টি২০ সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ পূর্ব আফ্রিকা টি২০ সিরিজ
তারিখ২০ আগস্ট ২০২৩ – ৩১ আগস্ট ২০২৩
স্থানরুয়ান্ডা
ফলাফল উগান্ডা সিরিজে জয়ী
সিরিজ সেরা খেলোয়াড়উগান্ডা কেনেথ ওয়াইসোয়া
দলসমূহ
 উগান্ডা  তানজানিয়া  রুয়ান্ডা
অধিনায়কবৃন্দ
ব্রায়ান মাসাবা অভীক পাটওয়া ক্লিন্টন রুবাগুমিয়া
সর্বাধিক রান
সাইমন সেসাজি (৩৩৭) অমল রাজীবন (৩৬৩) এরিক দুসিংগিজিমানা (১৮৮)
সর্বাধিক উইকেট
অল্পেশ রামজানি (২৫) সালুম জুম্বে (১৫) জ্যাপি বিমেন্‌য়িমানা (১৪)

২০২৩ পূর্ব আফ্রিকা টি২০ সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২৩ সালের আগস্ট মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত হয়।[১] সিরিজে স্বাগতিক রুয়ান্ডার সঙ্গে অংশগ্রহণ করে উগান্ডাতানজানিয়া[২] প্রাথমিকভাবে টুর্নামেন্টে ঘানারও অংশগ্রহণের কথা ছিল, কিন্তু পরবর্তীতে দলটি নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।[৩] সিরিজের ম্যাচসমূহ কিগালির গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৪] অংশগ্রহণকারী দলসমূহের জন্য সিরিজটি ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের আঞ্চলিক ফাইনালের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৫] ২০২২ সালে অনুষ্ঠিত পূর্ব আফ্রিকা টি২০ সিরিজের পূববর্তী আসরে বিজয়ী হয়েছিল উগান্ডা।[৬]

সিরিজে বিজয়ী হয় উগান্ডা।[৭]

দলীয় সদস্য[সম্পাদনা]

 উগান্ডা[৮]  তানজানিয়া[৯]  রুয়ান্ডা[১০]
  • ব্রায়ান মাসাবা (অধি.)
  • অল্পেশ রামজানি
  • কেনেথ ওয়াইসোয়া
  • জোনাথান সেবানজা
  • ডেভিড ওয়াবুইরে
  • প্যাসকাল মুরুংগি
  • বিলাল হাসান
  • রজার মুকাসা (উই.)
  • রোনাল্ড লুতায়া
  • রৌনক প্যাটেল
  • সাইমন সেসাজি (উই.)
  • সাইরাস কাকুরু (উই.)
  • সিরাজ ন্সুবুগা
  • হেনরি সেনিয়োন্দো
  • অভীক পাটওয়া (অধি.)
  • কাসেম নাস্‌সোরো (সহ-অধি.)
  • অমল রাজীবন (উই.)
  • অ্যালি কিমোতে
  • ইভান ইসমাইল
  • ইয়ালিন্দে ন্‌কানিয়া
  • উমর শেখ পাশা
  • জনসন নিয়াম্বো
  • জিতিন সিং
  • ধ্রুমিত মেহতা
  • মোহাম্মদ ইউনুস ইসা
  • মোহাম্মদ ওমরি কিতুন্দা (উই.)
  • সঞ্জয়কুমার ঠাকুর
  • সালুম জুম্বে
  • ক্লিন্টন রুবাগুমিয়া (অধি.)
  • অস্কার মানিশিমোয়ে (উই.)
  • ইনিয়াস ন্তিরেংগানিয়া
  • ইসরায়েল মুগিশা
  • উইলসন নিয়িতাংগা
  • এমানুয়েল সেবারেমে
  • এমিল রুকিরিজা
  • এরিক কুবুইমানা
  • এরিক দুসিংগিজিমানা
  • এরিক নিয়োমুগাবো
  • ওর্চিদে তুয়িসেংগে
  • কেভিন ইরাকোজে
  • জঁ মিশেল ইরাদুকুন্দা
  • জ্যাপি বিমেন্‌য়িমানা
  • দিদিয়ের ন্দিকুবুইমানা (উই.)
  • মার্টিন আকাইয়েজু

রুয়ান্ডা দলে প্রাথমিকভাবে এরিক কুবুইমানা ও বসকো তুয়িজেরেকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১১]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 উগান্ডা ১২ ১১ ২২ +২.২৭২
 তানজানিয়া ১২ ১২ −০.১১৭
 রুয়ান্ডা ১২ ১১ −২.১৭৩

     চ্যাম্পিয়ন

সূচি[সম্পাদনা]

২০ আগস্ট ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
১৪৬/৬ (২০ ওভার)
 রুয়ান্ডা
১০৬ (১৫.৪ ওভার)
রোনাল্ড লুতায়া ৪৩ (৩৮)
জ্যাপি বিমেন্‌য়িমানা ২/৩২ (৪ ওভার)
এরিক দুসিংগিজিমানা ৫০ (৩১)
কেনেথ ওয়াইসোয়া ৩/২৮ (৩ ওভার)
উগান্ডা ৪০ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও নরবার্ট আবি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেনেথ ওয়াইসোয়া (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেনেথ ওয়াইসোয়া (উগান্ডা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।

২০ আগস্ট ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৪৩/৮ (২০ ওভার)
 উগান্ডা
১৪৬/৪ (১৮.২ ওভার)
অভীক পাটওয়া ৪২ (৩৭)
কেনেথ ওয়াইসোয়া ৪/২৯ (৪ ওভার)
সাইমন সেসাজি ৫০ (৩৫)
সঞ্জয়কুমার ঠাকুর ২/৩৩ (৪ ওভার)
উগান্ডা ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেনেথ ওয়াইসোয়া (উগান্ডা)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ আগস্ট ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
তানজানিয়া 
১৭০/৫ (২০ ওভার)
 রুয়ান্ডা
১৭৪/৩ (১৮.৫ ওভার)
অমল রাজীবন ৫৭ (৪৮)
জ্যাপি বিমেন্‌য়িমানা ২/৩১ (৪ ওভার)
দিদিয়ের ন্দিকুবুইমানা ৬৯ (৪৬)
কাসেম নাস্‌সোরো ১/১৮ (২ ওভার)
রুয়ান্ডা ৭ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জঁ-ক্লোদ সিবোনিয়ো (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিদিয়ের ন্দিকুবুইমানা (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইসরায়েল মুগিশা (রুয়ান্ডা) ও উমর শেখ পাশা (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২১ আগস্ট ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
১৭৬/৬ (২০ ওভার)
 তানজানিয়া
১৮০/৭ (২০ ওভার)
রৌনক প্যাটেল ৬১* (৪২)
মোহাম্মদ ইউনুস ইসা ৩/২৪ (৪ ওভার)
ইভান ইসমাইল ৫৯ (২৯)
অল্পেশ রামজানি ৩/১৮ (৪ ওভার)
তানজানিয়া ৩ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইভান ইসমাইল (তানজানিয়া)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডেভিড ওয়াবুইরে (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।

২২ আগস্ট ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
১৮৬ (২০ ওভার)
 রুয়ান্ডা
১২৫ (১৫.৩ ওভার)
অল্পেশ রামজানি ৪৫ (২৮)
জ্যাপি বিমেন্‌য়িমানা ৩/২৯ (৪ ওভার)
ক্লিন্টন রুবাগুমিয়া ৪০ (৩২)
অল্পেশ রামজানি ৪/৯ (৩ ওভার)
উগান্ডা ৬১ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: নরবার্ট আবি (উগান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অল্পেশ রামজানি (উগান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ আগস্ট ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১৫৪/৬ (২০ ওভার)
 তানজানিয়া
১৫৫/৩ (১৬ ওভার)
দিদিয়ের ন্দিকুবুইমানা ৫২ (৪৭)
অ্যালি কিমোতে ২/১৭ (৩ ওভার)
অভীক পাটওয়া ৫৮ (৩৪)
এমিল রুকিরিজা ২/২৭ (৪ ওভার)
তানজানিয়া ৭ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও নরবার্ট আবি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অভীক পাটওয়া (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ আগস্ট ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
১৯২/৬ (২০ ওভার)
 রুয়ান্ডা
১০৬ (১৪.১ ওভার)
রজার মুকাসা ৮৯ (৫১)
ক্লিন্টন রুবাগুমিয়া ২/৩৭ (৪ ওভার)
ওর্চিদে তুয়িসেংগে ৪০ (২৭)
অল্পেশ রামজানি ৩/২০ (৪ ওভার)
উগান্ডা ৮৬ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রজার মুকাসা (উগান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ আগস্ট ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
১৭১/৫ (২০ ওভার)
 তানজানিয়া
১১১ (১৬.৫ ওভার)
কেনেথ ওয়াইসোয়া ৬৬* (৩৫)
সালুম জুম্বে ২/৩৩ (৪ ওভার)
অমল রাজীবন ৩৭ (২৯)
কেনেথ ওয়াইসোয়া ৩/১৯ (৩ ওভার)
উগান্ডা ৬০ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও জঁ-ক্লোদ সিবোনিয়ো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেনেথ ওয়াইসোয়া (উগান্ডা)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ আগস্ট ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১৩৩/৯ (২০ ওভার)
 তানজানিয়া
১৩৪/৯ (১৯.৪ ওভার)
উইলসন নিয়িতাংগা ৩৩ (৩৫)
মোহাম্মদ ইউনুস ইসা ৩/২৪ (৪ ওভার)
সঞ্জয়কুমার ঠাকুর ৪৪ (১৯)
জ্যাপি বিমেন্‌য়িমানা ৩/৭ (৪ ওভার)
তানজানিয়া ১ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: নরবার্ট আবি (উগান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ ইউনুস ইসা (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ আগস্ট ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
উগান্ডা 
১৬১/৯ (২০ ওভার)
 তানজানিয়া
১৪২/৬ (২০ ওভার)
অল্পেশ রামজানি ৫৫ (৪১)
সালুম জুম্বে ৩/২৪ (৪ ওভার)
অমল রাজীবন ৫০ (৩৭)
কেনেথ ওয়াইসোয়া ২/২১ (৪ ওভার)
উগান্ডা ১৯ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অল্পেশ রামজানি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রৌনক প্যাটেল (উগান্ডা)-এর বদলি হিসেবে খেলেন প্যাসকাল মুরুংগি।

২৭ আগস্ট ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৫২/৭ (২০ ওভার)
 রুয়ান্ডা
১৪৩/৮ (২০ ওভার)
অভীক পাটওয়া ৫৪ (৪৩)
মার্টিন আকাইয়েজু ২/২৬ (৪ ওভার)
মার্টিন আকাইয়েজু ৩২ (১৬)
সালুম জুম্বে ৩/২২ (৪ ওভার)
তানজানিয়া ৯ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জঁ-ক্লোদ সিবোনিয়ো (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সালুম জুম্বে (তানজানিয়া)
  • রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ আগস্ট ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১২৬/৭ (২০ ওভার)
 উগান্ডা
১২৭/৪ (১৬.৫ ওভার)
ক্লিন্টন রুবাগুমিয়া ২৮ (৩৯)
অল্পেশ রামজানি ২/২৮ (৪ ওভার)
অল্পেশ রামজানি ৩৯* (২২)
ইসরায়েল মুগিশা ২/২২ (৪ ওভার)
উগান্ডা ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও জঁ-ক্লোদ সিবোনিয়ো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অল্পেশ রামজানি (উগান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ আগস্ট ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
১৮০/৬ (২০ ওভার)
 তানজানিয়া
১২১ (১৮.২ ওভার)
রৌনক প্যাটেল ৩৭ (২৩)
মোহাম্মদ ইউনুস ইসা ২/১৭ (৩ ওভার)
উমর শেখ পাশা ৪৩ (২৩)
জোনাথান সেবানজা ৩/১৭ (৪ ওভার)
উগান্ডা ৫৯ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অল্পেশ রামজানি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ আগস্ট ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১১০/৬ (২০ ওভার)
 উগান্ডা
১১৪/২ (৮.৫ ওভার)
জ্যাপি বিমেন্‌য়িমানা ৩০ (২০)
অল্পেশ রামজানি ২/১৩ (৪ ওভার)
রজার মুকাসা ৪৫ (২২)
এমানুয়েল সেবারেমে ২/২৩ (২ ওভার)
উগান্ডা ৮ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও নরবার্ট আবি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রজার মুকাসা (উগান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জঁ মিশেল ইরাদুকুন্দা (রুয়ান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।

৩০ আগস্ট ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
১৪১ (১৯ ওভার)
 তানজানিয়া
১২২ (১৯.১ ওভার)
রৌনক প্যাটেল ৪৫ (৩১)
অ্যালি কিমোতে ৩/৭ (৩ ওভার)
মোহাম্মদ ইউনুস ইসা ৩৩* (২১)
ব্রায়ান মাসাবা ৩/৮ (২ ওভার)
উগান্ডা ১৯ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও জঁ-ক্লোদ সিবোনিয়ো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্রায়ান মাসাবা (উগান্ডা)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ আগস্ট ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৫৯/৭ (২০ ওভার)
 রুয়ান্ডা
৯৮ (১৩.৪ ওভার)
ইভান ইসমাইল ৩৪ (২৯)
এমিল রুকিরিজা ২/২৮ (৪ ওভার)
কেভিন ইরাকোজে ২৪ (১৭)
ইয়ালিন্দে ন্‌কানিয়া ৩/২৫ (৩ ওভার)
তানজানিয়া ৬১ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ ইউনুস ইসা (তানজানিয়া)
  • রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩১ আগস্ট ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১৩১ (১৮.৪ ওভার)
 উগান্ডা
১৩৩/২ (১৩.২ ওভার)
ক্লিন্টন রুবাগুমিয়া ৩২ (৩৬)
অল্পেশ রামজানি ৩/১৫ (৪ ওভার)
সাইমন সেসাজি ৫৯* (৪০)
ক্লিন্টন রুবাগুমিয়া ১/১১ (২ ওভার)
উগান্ডা ৮ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও নরবার্ট আবি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাইমন সেসাজি (উগান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩১ আগস্ট ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৭৯/৬ (২০ ওভার)
 রুয়ান্ডা
১৩০ (১৫.৪ ওভার)
অমল রাজীবন ৬৩ (৪৭)
মার্টিন আকাইয়েজু ৩/৪৫ (৪ ওভার)
এরিক দুসিংগিজিমানা ৪৬ (২৫)
ইয়ালিন্দে ন্‌কানিয়া ৪/২৫ (৪ ওভার)
তানজানিয়া ৪৯ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: নরবার্ট আবি (উগান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়ালিন্দে ন্‌কানিয়া (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rwanda Cricket to host 2nd edition of East Africa T20 Cup in August"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩ 
  2. "Why Franco Nsubuga missed out on the T20 East Africa Cup cricket squad"পালস স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩ 
  3. "MEN'S NATIONAL TEAM"তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Cricket Cranes head to Kigali to defend East Africa T20 Cup"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩ 
  5. "Cricket Cranes retain East Africa T20 Cup In Kigali"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "Cricket Cranes win T20 Tri-Nation In Kigali"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  7. "Cricket Cranes have perfect dress down ahead of T20 World Cup Qualifiers"পালস স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "Cricket Cranes head to Rwanda as Mahatlane looks to start on a clean slate"পালস স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩ 
  9. "MEN'S NATIONAL TEAM"তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  10. "Rwanda announces the squad for the Dafabet East Africa Trophy T20I 2023"রুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩ 
  11. @RwandaCricket (১৮ আগস্ট ২০২৩)। "🏏 Exciting news! 🇷🇼 Introducing our National Team squad for the EAST AFRICA TROPHY, happening in Kigali from August 20th to 31st. A warm welcome to debutant Israel Mugisha, a rising star in the making!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]