২০২৩ পুরুষ টি২০আই নর্ডীয় কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ পুরুষ টি২০আই নর্ডীয় কাপ
তারিখ১৮ মে ২০২৩ – ২১ মে ২০২৩
তত্ত্বাবধায়কডেনীয় ক্রিকেট ফেডারেশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
আয়োজক ডেনমার্ক
বিজয়ী ডেনমার্ক (২য় শিরোপা)
রানার-আপ নরওয়ে
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১০
সর্বাধিক রান সংগ্রহকারীনরওয়ে রাজা ইকবাল (১৪১)
সর্বাধিক উইকেটধারীসুইডেন শাহজাইব চৌধুরী (১০)
ফিনল্যান্ড আমজাদ শের (১০)
নরওয়ে রাজা ইকবাল (১০)

২০২৩ পুরুষ টি২০আই নর্ডীয় কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২৩ সালের মে মাসে ডেনমার্কে অনুষ্ঠিত হয়।[১][২] সিরিজে স্বাগতিক ডেনমার্কের সঙ্গে অংশগ্রহণ করে নরওয়ে, ফিনল্যান্ডসুইডেন[৩] সিরিজে বিজয়ী হয় ডেনমার্ক।

দলীয় সদস্য[সম্পাদনা]

 ডেনমার্ক[৪]  নরওয়ে  ফিনল্যান্ড[৫]  সুইডেন[৬]
  • আলি সলিম (অধি.)
  • আদনান শিনওয়ারি
  • কামার মুশতাক
  • কুরুগে অভয়রত্ন (উই.)
  • চৌধুরী উসমান আকরাম
  • জাভেদ মারুফখেল (উই.)
  • জুনায়েদ মাহমুদ (উই.)
  • তাফসির আলি
  • নৌমান শেহজাদ বাট
  • বিনয় রবি
  • মোহাম্মদ শাহবাজ বাট
  • মোহাম্মদ শের সাহাক
  • মোহাম্মদ সাইফুল ইসলাম
  • রাজা ইকবাল
  • রাফাকাত আলি
  • নাথান কলিনস (অধি.)
  • আমজাদ শের (সহ-অধি.)
  • অখিল অর্জুনন
  • অরবিন্দ কুমার মোহন (উই.)
  • আতিফ রশিদ
  • আরিব আব্দুল কাদির (উই.)
  • জর্ডান ও'ব্রায়েন (উই.)
  • পিটার গ্যালাগার
  • প্রবীণ কুমার
  • ফাহিম নেল্লানচেরি
  • বনরাজ সিং পাড়াল
  • মহেশ তাম্বে
  • মাতিয়াস ব্রেজিয়ার
  • মোহাম্মদ আসাদুজ্জামান
  • মোহাম্মদ জিয়াউর রহমান
  • ম্যাথিউ জেনকিনসন
  • রাজ মোহাম্মদ
  • সুমিত সিং
  • শাহজাইব চৌধুরী (অধি.)
  • সামিউল্লাহ রহমানি (সহ-অধি.)
  • অজয় মুন্দ্রা
  • আবদুর রহমান সুদাইস
  • আবু জর
  • আব্দুল নাসের বালুচ
  • ইমল সুভাক
  • ওয়াইনান্ড বোসহফ (উই.)
  • খালিদ আহমেদ জাহিদ
  • চৌধুরী শের আলি
  • জাকির তাকাউই
  • জাবিউল্লাহ জাহিদ
  • প্রশান্ত শুক্লা
  • মোহাম্মদ সাদ নওয়াজ
  • সাইদ আহমেদ

সুইডেন দলে তাসাদুক হোসেন, নজর মোহাম্মদ ও হুমায়ুন কবির জ্যোতিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৬] ফিনল্যান্ড দলে রিজওয়ান আলিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৫]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 ডেনমার্ক (H) +১.৯৮১
 নরওয়ে +০.৪৫৭
 সুইডেন +০.০৫২
 ফিনল্যান্ড −১.৫৭২
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     চ্যাম্পিয়ন

সূচি[সম্পাদনা]

১৮ মে ২০২৩
১১:০০
স্কোরকার্ড
নরওয়ে 
৯৯/৯ (২০ ওভার)
 ডেনমার্ক
১০০/১ (৯.৫ ওভার)
চৌধুরী উসমান আকরাম ৩৬ (৫০)
সউদ মুনির ৫/২১ (৪ ওভার)
নিকোলায় লেইসগর্ড ৬৩* (৩৬)
কুরুগে অভয়রত্ন ১/১২ (২ ওভার)
ডেনমার্ক ৯ উইকেটে জয়ী
স্‌ভেনহল্ম পার্ক, প্র্যনপি
আম্পায়ার: অ্যালান ফ্রম-হ্যানসেন (ডেনমার্ক) ও ফরিদুন ভাট্টি (নরওয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলায় লেইসগর্ড (ডেনমার্ক)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চৌধুরী উসমান আকরাম ও নৌমান শেহজাদ বাট (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
  • সউদ মুনির প্রথম ডেনীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[৭]
  • সউদ মুনির প্রথম ডেনীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[৭]

১৮ মে ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
ডেনমার্ক 
১৭৫/৫ (২০ ওভার)
 ফিনল্যান্ড
১০৩/৮ (২০ ওভার)
সাইফ আহমেদ ৬৬ (৪৫)
আমজাদ শের ২/২৫ (৪ ওভার)
মহেশ তাম্বে ২০* (২৮)
অলিভার হল্ড ৩/৫ (৩ ওভার)
ডেনমার্ক ৭২ রানে জয়ী
স্‌ভেনহল্ম পার্ক, প্র্যনপি
আম্পায়ার: আশীষ কুমার সাইনি (সুইডেন) ও ফরিদুন ভাট্টি (নরওয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাইফ আহমেদ (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অখিল অর্জুনন ও জর্ডান ও'ব্রায়েন (ফিনল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ মে ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
নরওয়ে 
১৮৩/৯ (২০ ওভার)
 সুইডেন
১০৮ (১৫.৪ ওভার)
রাজা ইকবাল ৬৪ (৪২)
জাকির তাকাউই ৪/২৬ (৪ ওভার)
আবদুর রহমান সুদাইস ৪২ (৩৮)
রাজা ইকবাল ৫/২৩ (৩.৪ ওভার)
নরওয়ে ৭৫ রানে জয়ী
সোলভাংস উদ্যান, গ্লোসট্রুপ
আম্পায়ার: অ্যালান ফ্রম-হ্যানসেন (ডেনমার্ক) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজা ইকবাল (নরওয়ে)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ সাইফুল ইসলাম (নরওয়ে), আবদুর রহমান সুদাইস, আবু জর, আব্দুল নাসের বালুচ, চৌধুরী শের আলি, জাবিউল্লাহ জাহিদ, শাহজাইব চৌধুরী, সাইদ আহমেদ ও সামিউল্লাহ রহমানি (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।
  • রাজা ইকবাল (নরওয়ে) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

১৯ মে ২০২৩
১১:০০
স্কোরকার্ড
ডেনমার্ক 
১০৯ (১৯.২ ওভার)
 সুইডেন
১১০/০ (১৪.৪ ওভার)
হামিদ শাহ ২৯ (৩১)
জাকির তাকাউই ৩/২১ (৪ ওভার)
চৌধুরী শের আলি ৬১* (৪২)
সুইডেন ১০ উইকেটে জয়ী
স্‌ভেনহল্ম পার্ক, প্র্যনপি
আম্পায়ার: ফরিদুন ভাট্টি (নরওয়ে) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: চৌধুরী শের আলি (সুইডেন)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মাগনুস ক্রিস্টেনসেন (ডেনমার্ক) ও প্রশান্ত শুক্লা (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।

১৯ মে ২০২৩
১১:০০
স্কোরকার্ড
নরওয়ে 
১৩১/৭ (২০ ওভার)
 ফিনল্যান্ড
১০১ (১৬.৫ ওভার)
মোহাম্মদ শাহবাজ বাট ৪৫* (৪৬)
অখিল অর্জুনন ২/১৩ (৪ ওভার)
ফাহিম নেল্লানচেরি ৩৫ (২০)
কামার মুশতাক ৩/১৮ (২.৫ ওভার)
নরওয়ে ৩০ রানে জয়ী
সোলভাংস উদ্যান, গ্লোসট্রুপ
আম্পায়ার: আতিফ জামাল (ডেনমার্ক) ও আশীষ কুমার সাইনি (সুইডেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ শাহবাজ বাট (নরওয়ে)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফাহিম নেল্লানচেরি ও সুমিত সিং (ফিনল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

১৯ মে ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
ফিনল্যান্ড 
৯২ (১৯.৫ ওভার)
 ডেনমার্ক
৯৪/২ (১৪.৫ ওভার)
আতিফ রশিদ ৩০ (২৬)
হামিদ শাহ ৪/১৯ (৩.৫ ওভার)
সঞ্জীব থানিকৈতাসন ৪১* (৩১)
অখিল অর্জুনন ১/২২ (৩ ওভার)
ডেনমার্ক ৮ উইকেটে জয়ী
স্‌ভেনহল্ম পার্ক, প্র্যনপি
আম্পায়ার: আশীষ কুমার সাইনি (সুইডেন) ও ফরিদুন ভাট্টি (নরওয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামিদ শাহ (ডেনমার্ক)
  • ফিনল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ মে ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
সুইডেন 
১৭৬/৭ (২০ ওভার)
 নরওয়ে
১২৩ (১৯.২ ওভার)
চৌধুরী শের আলি ৪৩ (৩২)
জাভেদ মারুফখেল ২/১৪ (৩ ওভার)
কুরুগে অভয়রত্ন ২৫ (২৯)
খালিদ আহমেদ জাহিদ ৩/১৫ (৪ ওভার)
সুইডেন ৫৩ রানে জয়ী
সোলভাংস উদ্যান, গ্লোসট্রুপ
আম্পায়ার: আতিফ জামাল (ডেনমার্ক) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: খালিদ আহমেদ জাহিদ (সুইডেন)
  • সুইডেন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ মে ২০২৩
১১:০০
স্কোরকার্ড
ফিনল্যান্ড 
১০৬ (১৯.২ ওভার)
 সুইডেন
৯৯ (১৯.২ ওভার)
আতিফ রশিদ ২৯ (২৭)
শাহজাইব চৌধুরী ৪/১১ (৪ ওভার)
আব্দুল নাসের বালুচ ২০ (১৬)
আমজাদ শের ৩/২০ (৪ ওভার)
ফিনল্যান্ড ৭ রানে জয়ী
স্‌ভেনহল্ম পার্ক, প্র্যনপি
আম্পায়ার: অ্যালান ফ্রম-হ্যানসেন (ডেনমার্ক) ও ফরিদুন ভাট্টি (নরওয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাহজাইব চৌধুরী (সুইডেন)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ মে ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
ফিনল্যান্ড 
১০২ (১৬.৩ ওভার)
 নরওয়ে
১০৬/৩ (১১.৫ ওভার)
আতিফ রশিদ ২৯ (১৭)
মোহাম্মদ শাহবাজ বাট ৩/১৮ (৪ ওভার)
রাজা ইকবাল ৫০ (২৫)
পিটার গ্যালাগার ২/১৮ (৪ ওভার)
নরওয়ে ৭ উইকেটে জয়ী
সোলভাংস উদ্যান, গ্লোসট্রুপ
আম্পায়ার: অ্যালান ফ্রম-হ্যানসেন (ডেনমার্ক) ও আশীষ কুমার সাইনি (সুইডেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজা ইকবাল (নরওয়ে)
  • ফিনল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রাফাকাত আলি (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

২১ মে ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
সুইডেন 
৯৬ (১৭.৪ ওভার)
 ফিনল্যান্ড
৯৬/৯ (২০ ওভার)
সামিউল্লাহ রহমানি ২২ (২৩)
রাজ মোহাম্মদ ৩/১৬ (৩.৪ ওভার)
অরবিন্দ কুমার মোহন ২৯ (৪০)
প্রশান্ত শুক্লা ৪/১৮ (৪ ওভার)
ম্যাচ টাই (ফিনল্যান্ড সুপার ওভারে জয়ী)
সোলভাংস উদ্যান, গ্লোসট্রুপ
আম্পায়ার: আতিফ জামাল (ডেনমার্ক) ও ফরিদুন ভাট্টি (নরওয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: প্রশান্ত শুক্লা (সুইডেন)
  • ফিনল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Denmark Cricket to host Men's Nordic Cup Tournament in May 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩ 
  2. "Klart for Nordic Cup!"নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (নরওয়েজীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৩ 
  3. "Nordic cup igen i Danmark"ডেনীয় ক্রিকেট ফেডারেশন (ডেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৩ 
  4. "Truppen til Nordic Cup er nu formelt oplyst til ICC. Derfor har vi nu også mulighed for, at dele dette med alle jer, der er interesseret derude"ডেনীয় ক্রিকেট ফেডারেশন (ডেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  5. "Finnish Bears squad selected for Men's Nordic T20 Cup"ক্রিকেট ফিনল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  6. "National Team selection from High Performance Camp"সুইডীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২৩ 
  7. @dcfcricket (১৯ মে ২০২৩)। "Saud Munir yesterday took our first T20i 5-for and hattrick" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]