২০২৩ মাল্টা পুরুষ ক্রিকেট দলের রোমানিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ মাল্টা পুরুষ ক্রিকেট দলের রোমানিয়া সফর
 
  রোমানিয়া মাল্টা
তারিখ ১৮ আগস্ট ২০২৩ – ২০ আগস্ট ২০২৩
অধিনায়ক রমেশ সতীশন বরুণ তমোতরম
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে রোমানিয়া ৩–২ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রমেশ সতীশন (২৫৬) জিশান খান (১৩৯)
সর্বাধিক উইকেট রবীন্দ্র আতাপাত্তু (৭) ফানিয়ান মুঘল (৭)

মাল্টা পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের আগস্ট মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য রোমানিয়া সফর করে, যে সফরটি পুরুষ মহাদেশীয় কাপ টুর্নামেন্টের ২০২৩ সালের আসর হিসেবে গণ্য হয়।[১] সিরিজের ম্যাচসমূহ ইলফোভ কাউন্টির মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] সিরিজে রোমানিয়া ৩–২ ব্যবধানে জয়ী হয়।

দলীয় সদস্য[সম্পাদনা]

 রোমানিয়া  মাল্টা
  • রমেশ সতীশন (অধি.)
  • আসিফ আবদুল্লাহ
  • ইজাজ হুসেইন
  • কাকা আকাশ বিমলেশ
  • গোহর মনন
  • বলজিন্দর সিং
  • বসু সাইনি
  • মনমীত কোলি
  • মহেশ প্রসন্ন
  • রবীন্দ্র আতাপাত্তু
  • রোহিত কুমার (উই.)
  • লাউরেন্‌ৎসিউ গেরাসিম
  • লুকা পেত্রে
  • শান্তনু বশিষ্ট
  • শিবকুমার পেরিয়ালওয়ার (উই.)
  • সাত্বিক নাদিগোটলা (উই.)
  • সুখকরণ সাহি
  • বরুণ তমোতরম (অধি.)
  • ইন্দিক পেরেরা
  • ইমরান আমির
  • এলদোস ম্যাথিউ
  • ওয়াকার আফ্রিদি আহমদ
  • ওয়াসিম আব্বাস
  • গোপাল ঠাকুর (উই.)
  • চঞ্চল সুদর্শনন (উই.)
  • জন গ্রিমা (উই.)
  • জসপাল সিং
  • জসবিন্দর সিং
  • জিশান খান
  • দর্শিত রাজেন্দ্রকুমার (উই.)
  • প্রিয়ন পুষ্পরাজন
  • ফানিয়ান মুঘল
  • বিক্রম অরোরা
  • মোহাম্মদ আজমল
  • স্যামুয়েল স্তানিসলাউস

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১৮ আগস্ট ২০২৩
১৬:৩০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৬২ (২০ ওভার)
 মাল্টা
১৬৩/২ (১৮.৩ ওভার)
বসু সাইনি ৪৫ (২৩)
ওয়াসিম আব্বাস ৩/২০ (৪ ওভার)
গোপাল ঠাকুর ৪১* (৩৩)
ইজাজ হুসেইন ১/২০ (৪ ওভার)
মাল্টা ৮ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও ম্যাথিউ ফ্রেঞ্চ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়াসিম আব্বাস (মাল্টা)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কাকা আকাশ বিমলেশ, বলজিন্দর সিং ও মহেশ প্রসন্ন (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১৯ আগস্ট ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৪৭/৯ (২০ ওভার)
 মাল্টা
১৫১/৬ (১৮.২ ওভার)
রমেশ সতীশন ৪২ (২৭)
ফানিয়ান মুঘল ৩/৩৫ (৪ ওভার)
জিশান খান ৫৯ (৫০)
বসু সাইনি ৩/১৬ (৩ ওভার)
মাল্টা ৪ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও ম্যাথিউ ফ্রেঞ্চ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইমরান আমির (মাল্টা)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রবীন্দ্র আতাপাত্তু (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১৯ আগস্ট ২০২৩
১৬:৩০
স্কোরকার্ড
মাল্টা 
১১৫ (১৬ ওভার)
 রোমানিয়া
১১৬/৭ (১৭.১ ওভার)
জিশান খান ৩৪ (২৮)
শান্তনু বশিষ্ট ৪/২৬ (৪ ওভার)
বসু সাইনি ৩১ (২২)
ওয়াকার আফ্রিদি আহমদ ২/২৬ (৪ ওভার)
রোমানিয়া ৩ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও ম্যাথিউ ফ্রেঞ্চ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শান্তনু বশিষ্ট (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

২০ আগস্ট ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
মাল্টা 
১৫৬/৭ (২০ ওভার)
 রোমানিয়া
১৫৯/১ (১৮.৩ ওভার)
গোপাল ঠাকুর ৬২ (৪৩)
রবীন্দ্র আতাপাত্তু ২/২৮ (৪ ওভার)
রমেশ সতীশন ৯৯* (৬৯)
রোমানিয়া ৯ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও ম্যাথিউ ফ্রেঞ্চ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রমেশ সতীশন (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

২০ আগস্ট ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৯০/৮ (২০ ওভার)
 মাল্টা
১৮৪/৯ (২০ ওভার)
রমেশ সতীশন ৬৬ (৫৫)
এলদোস ম্যাথিউ ৪/৩৯ (৪ ওভার)
বরুণ তমোতরম ৬২ (৩২)
রবীন্দ্র আতাপাত্তু ২/৩০ (৪ ওভার)
রোমানিয়া ৬ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও ম্যাথিউ ফ্রেঞ্চ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রমেশ সতীশন (রোমানিয়া)
  • মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

অতিরিক্ত ম্যাচ[সম্পাদনা]

মহাদেশীয় কাপ টুর্নামেন্টের অংশ হিসেবে রোমানিয়া ও মাল্টার বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলে রোমানিয়া এ দল।[৩]

১৮ আগস্ট ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
রোমানিয়া এ
১৬৬/৬ (২০ ওভার)
 মাল্টা
১৬৯/৩ (১৮.১ ওভার)
রজত হষাণ ৩৭* (২৪)
বিক্রম অরোরা ২/২৫ (৪ ওভার)
জিশান খান ৮২* (৫৩)
জনিত ফার্নান্দো ১/২৬ (৩ ওভার)
মাল্টা ৭ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: ইসফাহান দুখি (নেদারল্যান্ডস) ও ম্যাথিউ ফ্রেঞ্চ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান খান (মাল্টা)
  • রোমানিয়া এ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ আগস্ট ২০২৩
১২:৪৫
স্কোরকার্ড
রোমানিয়া এ
১৩৮/৮ (২০ ওভার)
 রোমানিয়া
১৪২/৫ (১৯ ওভার)
রজত হষাণ ৩৬ (২৮)
পসিন্দু বিন্দুল ৪/৩৩ (৪ ওভার)
বসু সাইনি ৪১ (২২)
দিলুম ফার্নান্দো ২/২১ (৪ ওভার)
রোমানিয়া ৫ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও কৌস্তুভ চব্‌হাণ (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: পসিন্দু বিন্দুল (রোমানিয়া)
  • রোমানিয়া এ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ আগস্ট ২০২৩
১২:৪৫
স্কোরকার্ড
রোমানিয়া এ
১৭৮/৪ (২০ ওভার)
 রোমানিয়া
১০০ (১৭.২ ওভার)
সামিদুল হাসান ৮৩* (৪৫)
পসিন্দু বিন্দুল ৩/২৭ (৪ ওভার)
সাইদউল্লাহ ৪৩* (৩২)
ওয়াকাস আহমেদ ৩/১১ (৩ ওভার)
রোমানিয়া এ ৭৮ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: ইসফাহান দুখি (নেদারল্যান্ডস) ও কৌস্তুভ চব্‌হাণ (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামিদুল হাসান (রোমানিয়া এ)
  • রোমানিয়া এ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Romania Cricket to host Men's Continental Cup in August 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৩ 
  2. "ECN Continental Cup T20I 2023 to start on August 18 - watch live streaming in India"স্পোর্টসআড্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৩ 
  3. @Emerging_96 (১৭ আগস্ট ২০২৩)। "Malta Men and Romania Men will play a 5-match T20 Internationals series for 2023 Men's Continental Cup. Romania Cricket also fielding their A team for matches against both the teams" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]