২০২৩ ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ পর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম পর্বের খেলাসমূহ রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারী দশটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচে অংশ নেবে ও পর্ব শেষে সেরা চারটি দল নকআউট পর্বে উত্তীর্ণ হবে।[১] এর আগে টুর্নামেন্টের ২০১৯ সালের আসরের প্রথম পর্বেও একই পদ্ধতি ব্যবহৃত হয়েছিল।[২]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
 ভারত (H) ১৮ +২.৫৭০ সেমিফাইনাল এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তীর্ণ
 দক্ষিণ আফ্রিকা ১৪ +১.২৬১
 অস্ট্রেলিয়া ১৪ +০.৮৪১
 নিউজিল্যান্ড ১০ +০.৭৪৩
 পাকিস্তান −০.১৯৯ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তীর্ণ[ক]
 আফগানিস্তান −০.৩৩৬
 ইংল্যান্ড −০.৫৭২
 বাংলাদেশ −১.০৮৭
 শ্রীলঙ্কা −১.৪১৯
১০  নেদারল্যান্ডস −১.৮২৫
উৎস: আইসিসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট; ৪) টাই হওয়া দলগুলোর মধ্যে ম্যাচের ফলাফল; ৫) প্রতিযোগিতা-পূর্ববর্তী অবস্থান
(H) স্বাগতিক।
টীকা:
  1. পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে স্বাগতিক হিসেবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে।

গ্রুপ পর্বের সারাংশ[সম্পাদনা]

বিপক্ষ
দল
 অস্ট্রেলিয়া  আফগানিস্তান  ইংল্যান্ড  দক্ষিণ আফ্রিকা  নিউজিল্যান্ড  নেদারল্যান্ডস  পাকিস্তান  বাংলাদেশ  ভারত  শ্রীলঙ্কা
 অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয় ৩৩ রানে জয় ১৩৪ রানে হার ৫ রানে জয় ৩০৯ রানে জয় ৬২ রানে জয় ৮ উইকেটে জয় ৬ উইকেটে হার ৫ উইকেটে জয়
 আফগানিস্তান ৩ উইকেটে হার ৬৯ রানে জয় ৫ উইকেটে হার ১৪৯ রানে হার ৭ উইকেটে জয় ৮ উইকেটে জয় ৬ উইকেটে হার ৮ উইকেটে হার ৭ উইকেটে জয়
 ইংল্যান্ড ৩৩ রানে হার ৬৯ রানে হার ২২৯ রানে হার ৯ উইকেটে হার ১৬০ রানে জয় ৯৩ রানে জয় ১৩৭ রানে জয় ১০০ রানে হার ৮ উইকেটে হার
 দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানে জয় ৫ উইকেটে জয় ২২৯ রানে জয় ১৯০ রানে জয় ৩৮ রানে হার ১ উইকেটে জয় ১৪৯ রানে জয় ২৪৩ রানে হার ১০২ রানে জয়
 নিউজিল্যান্ড ৫ রানে হার ১৪৯ রানে জয় ৯ উইকেটে জয়ী ১৯০ রানে হার ৯৯ রানে জয় ২১ রানে জয় ৮ উইকেটে জয় ৪ উইকেটে হার ৫ উইকেটে জয়
 নেদারল্যান্ডস ৩০৯ রানে হার ৭ উইকেটে হার ১৬০ রানে হার ৩৮ রানে জয় ৯৯ রানে হার ৮১ রানে হার ৮৭ রানে জয় ১৬০ রানে হার ৫ উইকেটে হার
 পাকিস্তান ৬২ রানে হার ৮ উইকেটে হার ৯৩ রানে হার ১ উইকেটে হার ২১ রানে জয় ৮১ রানে জয় ৭ উইকেটে জয় ৭ উইকেটে হার ৬ উইকেটে জয়ী
 বাংলাদেশ ৮ উইকেটে হার ৬ উইকেটে জয় ১৩৭ রানে হার ১৪৯ রানে হার ৮ উইকেটে হার ৮৭ রানে হার ৭ উইকেটে হার ৭ উইকেটে হার ৩ উইকেটে জয়
 ভারত ৬ উইকেটে জয় ৮ উইকেটে জয় ১০০ রানে জয় ২৪৩ রানে জয় ৪ উইকেটে জয় ১৬০ রানে জয় ৭ উইকেটে জয় ৭ উইকেটে জয় ৩০২ রানে জয়
 শ্রীলঙ্কা ৫ উইকেটে হার ৭ উইকেটে হার ৮ উইকেটে জয় ১০২ রানে হার ৫ উইকেটে হার ৫ উইকেটে জয় ৬ উইকেটে হার ৩ উইকেটে হার ৩০২ রানে হার

সূচি[সম্পাদনা]

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড[সম্পাদনা]

৫ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৮২/৯ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৮৩/১ (৩৬.২ ওভার)
জো রুট ৭৭ (৮৬)
ম্যাট হেনরি ৩/৪৮ (১০ ওভার)
ডেভন কনওয়ে ১৫২* (১২১)
স্যাম কারেন ১/৪৭ (৬ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেন।[৩]
  • ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র ওয়ানডেতে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন।[৪]

নেদারল্যান্ডস বনাম পাকিস্তান[সম্পাদনা]

৬ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
২৮৬ (৪৯ ওভার)
 নেদারল্যান্ডস
২০৫ (৪১ ওভার)
সৌদ শাকিল ৬৮ (৫২)
বাস দি লিডি ৪/৬২ (৯ ওভার)
বাস দি লিডি ৬৭ (৬৮)
হারিস রউফ ৩/৪৩ (৯ ওভার)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

আফগানিস্তান বনাম বাংলাদেশ[সম্পাদনা]

৭ অক্টোবর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৫৬ (৩৭.২ ওভার)
 বাংলাদেশ
১৫৮/৪ (৩৪.৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রহমানুল্লাহ গুরবাজ ইনিংসের পরিপ্রেক্ষিতে (২৭) আফগানিস্তানের হয়ে ওডিআইতে দ্রুততম ১,০০০ রান পূর্ণ করেছেন।[৫]
  • বাংলাদেশ ৯২ বল বাকি রেখে ম্যাচটি জিতেছে, বলের দিক থেকে বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় জয় এটি।[৫]

দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা[সম্পাদনা]

৭ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৪২৮/৫ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
৩২৬ (৪৪.৫ ওভার)

অস্ট্রেলিয়া বনাম ভারত[সম্পাদনা]

৮ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৯৯ (৪৯.৩ ওভার)
 অস্ট্রেলিয়া
২০১/৪ (৪১.২ ওভার)
স্টিভ স্মিথ ৪৬ (৭১)
রবীন্দ্র জাদেজা ৩/২৮ (১০ ওভার)
লোকেশ রাহুল ৯৭* (১১৫)
জোশ হজলউড ৩/৩৮ (৯ ওভার)

নেদারল্যান্ডস বনাম নিউজিল্যান্ড[সম্পাদনা]

৯ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৩২২/৭ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
২২৩ (৪৬.৩ ওভার)
উইল ইয়ং ৭০ (৮০)
রোল্ফ ফন দার মারউই ২/৫৬ (৯ ওভার)

বাংলাদেশ বনাম ইংল্যান্ড[সম্পাদনা]

১০ অক্টোবর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩৬৪/৯ (৫০ ওভার)
 বাংলাদেশ
২২৭ (৪৮.২ ওভার)
দাউদ মালান ১৪০ (১০৭)
মাহেদী হাসান ৪/৭১ (৮ ওভার)
লিটন দাস ৭৬ (৬৬)
রিস টপলি ৪/৪৩ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) তার ১০০তম ওডিআই ম্যাচ খেলেছেন।[৯]
  • জো রুট (ইংল্যান্ড) গ্রাহাম গুচকে ছাড়িয়ে ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।[১০]

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা[সম্পাদনা]

১০ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩৪৪/৯ (৫০ ওভার)
 পাকিস্তান
৩৪৫/৪ (৪৮.২ ওভার)
কুশল মেন্ডিস ১২২ (৭৭)
হাসান আলী ৪/৭১ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সদীর সমরবিক্রম (শ্রীলঙ্কা) ও আবদুল্লাহ শফিক (পাকিস্তান) উভয়ই ওডিআই-এ প্রথম শতরান করেন।[১১][১২]
  • ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ৩২৯ রানকে ছাড়িয়ে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এটা ছিল সর্বোচ্চ সফল রান তাড়া।[১৩]

আফগানিস্তান বনাম ভারত[সম্পাদনা]

১১ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৭২/৮ (৫০ ওভার)
 ভারত
২৭৩/২ (৩৫ ওভার)
রোহিত শর্মা ১৩১ (৮৪)
রশীদ খান ২/৫৭ (৮ ওভার)

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা[সম্পাদনা]

১২ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৩১১/৭ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৭৭ (৪০.৫ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এটি ছিল রানের দিক থেকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়, এর আগে তাদের রানের দিক থেকে বড় পরাজয় ছিল ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে ১১৮ রানে।[১৬]

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড[সম্পাদনা]

১৩ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৪৫/৯ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৪৮/২ (৪২.৫ ওভার)
মুশফিকুর রহিম ৬৬ (৭৫)
লকি ফার্গুসন ৩/৪৯ (১০ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ভারত বনাম পাকিস্তান[সম্পাদনা]

১৪ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
১৯১ (৪২.৫ ওভার)
 ভারত
১৯২/৩ (৩০.৩ ওভার)
বাবর আজম ৫০ (৫৮)
জসপ্রীত বুমরাহ ২/১৯ (৭ ওভার)
রোহিত শর্মা ৮৬ (৬৩)
শাহীন আফ্রিদি ২/৩৬ (৬ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

আফগানিস্তান বনাম ইংল্যান্ড[সম্পাদনা]

১৫ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৮৪ (৪৯.৫ ওভার)
 ইংল্যান্ড
২১৫ (৪০.৩ ওভার)
হ্যারি ব্রুক ৬৬ (৬১)
রশীদ খান ৩/৩৭ (৯.৩ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের এটাই প্রথম পরাজয়।[১৭]

অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা[সম্পাদনা]

১৬ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২০৯ (৪৩.৩ ওভার)
 অস্ট্রেলিয়া
২১৫/৫ (৩৫.২ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা[সম্পাদনা]

১৭ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২৪৫/৮ (৪৩ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২০৭ (৪২.৫ ওভার)
ডেভিড মিলার ৪৩ (৫২)
লোগান ফন বীক ৩/৬০ (৮.৫ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৪৩ ওভারে খেলা হয়।

আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড[সম্পাদনা]

১৮ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৮৮/৬ (৫০ ওভার)
 আফগানিস্তান
১৩৯ (৩৪.৪ ওভার)
গ্লেন ফিলিপস ৭১ (৮০)
নবীন-উল-হক ২/৪৮ (৮ ওভার)
রহমত শাহ ৩৬ (৬২)
লকি ফার্গুসন ৩/১৯ (৭ ওভার)
নিউজিল্যান্ড ১৪৯ রানে জয়ী
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ বনাম ভারত[সম্পাদনা]

১৯ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৫৬/৮ (৫০ ওভার)
 ভারত
২৬১/৩ (৪১.৩ ওভার)
লিটন দাস ৬৬ (৮২)
রবীন্দ্র জাদেজা ২/৩৮ (১০ ওভার)
বিরাট কোহলি ১০৩* (৯৭)
মেহেদী হাসান ২/৪৭ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান[সম্পাদনা]

২০ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
৩৬৭/৯ (৫০ ওভার)
 পাকিস্তান
৩০৫ (৪৫.৩ ওভার)
ডেভিড ওয়ার্নার ১৬৩ (১২৪)
শাহীন আফ্রিদি ৫/৫৪ (১০ ওভার)
ইমাম-উল-হক ৭০ (৭১)
অ্যাডাম জাম্পা ৪/৫৩ (১০ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা[সম্পাদনা]

২১ অক্টোবর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২৬২ (৪৯.৪ ওভার)
 শ্রীলঙ্কা
২৬৩/৫ (৪৮.২ ওভার)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা[সম্পাদনা]

২১ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৩৯৯/৭ (৫০ ওভার)
 ইংল্যান্ড
১৭০ (২২ ওভার)
হেইনরিখ ক্লাসেন ১০৯ (৬৭)
রিস টপলি ৩/৮৮ (৮.৫ ওভার)
মার্ক উড ৪৩* (১৭)
জেরাল্ড কোয়েটজি ৩/৩৫ (৪ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ভারত বনাম নিউজিল্যান্ড[সম্পাদনা]

২২ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৭৩ (৫০ ওভার)
 ভারত
২৭৪/৬ (৪৮ ওভার)
ড্যারিল মিচেল ১৩০ (১২৭)
মোহাম্মদ শামি ৫/৫৪ (১০ ওভার)
বিরাট কোহলি ৯৫ (১০৪)
লকি ফার্গুসন ২/৬৩ (৮ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

আফগানিস্তান বনাম পাকিস্তান[সম্পাদনা]

২৩ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
২৮২/৭ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৮৬/২ (৪৯ ওভার)
বাবর আজম ৭৪ (৯২)
নূর আহমদ ৩/৪৯ (১০ ওভার)
ইব্রাহিম জাদরান ৮৭ (১১৩)
হাসান আলী ১/৪৪ (১০ ওভার)
আফগানিস্তান ৮ উইকেটে জয়ী
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
আম্পায়ার: পল রেইফেল (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে আফগানিস্তানের বিপক্ষে এটাই ছিল পাকিস্তানের প্রথম পরাজয়।[১৮]

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা[সম্পাদনা]

২৪ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৩৮২/৫ (৫০ ওভার)
 বাংলাদেশ
২৩৩ (৪৬.৪ ওভার)
কুইন্টন ডি কক ১৭৪ (১৪০)
হাসান মাহমুদ ২/৬৭ (৬ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৪৯ রানে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান)[ক]জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস[সম্পাদনা]

২৫ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
৩৯৯/৮ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
৯০ (২১ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) সবচেয়ে কম বল (৪০ বল) মোকাবিলা করে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান করার রেকর্ড গড়েছেন, এই রেকর্ড আগে ছিল এইডেন মার্করামের (৪৯ বলে)।[১৯]
  • বাস দি লিডি (নেদারল্যান্ডস) ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান দিয়ে (১১৫) রেকর্ড করেছেন, এর আগে এই রেকর্ড ছিল মিক লুইস ও অ্যাডাম জাম্পার (উভয়ই ১১৩)।
  • ২০১৫ সালে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ২৭৫ রানের জয়কে অতিক্রম করে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে এবং রানের দিক থেকে যে কোনও দলের দ্বারা সামগ্রিকভাবে দ্বিতীয়।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা[সম্পাদনা]

২৬ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৫৬ (৩৩.২ ওভার)
 শ্রীলঙ্কা
১৬০/২ (২৫.৪ ওভার)
বেন স্টোকস ৪৩ (৭৩)
লাহিরু কুমারা ৩/৩৫ (৭ ওভার)
পাথুম নিশাঙ্কা ৭৭* (৮৩)
ডেভিড উইলি ২/৩০ (৫ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা[সম্পাদনা]

২৭ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
২৭০ (৪৬.৪ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৭১/৯ (৪৭.২ ওভার)
সৌদ শাকিল ৫২ (৫২)
তাব্রাইজ শামসী ৪/৬০ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে জয়ী
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাব্রাইজ শামসী (দক্ষিণ আফ্রিকা)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উসামা মীর (পাকিস্তান) ম্যাচের দ্বিতীয় ইনিংসে শাদাব খানের স্থলাভিষিক্ত হন।

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড[সম্পাদনা]

২৮ অক্টোবর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
৩৮৮ (৪৯.২ ওভার)
 নিউজিল্যান্ড
৩৮৩/৯ (৫০ ওভার)
ট্রাভিস হেড ১০৯ (৬৭)
গ্লেন ফিলিপস ৩/৩৭ (১০ ওভার)
রচিন রবীন্দ্র ১১৬ (৮৯)
অ্যাডাম জাম্পা ৩/৭৪ (১০ ওভার)

এটি অস্ট্রেলিয়ার ১০০তম বিশ্বকাপ ম্যাচ।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস[সম্পাদনা]

২৮ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২২৯ (৫০ ওভার)
 বাংলাদেশ
১৪২ (৪২.২ ওভারে)
নেদারল্যান্ডস ৮৭ রানে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: পল ফন মিকিরেন (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ইংল্যান্ড বনাম ভারত[সম্পাদনা]

২৯ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
২২৯/৯ (৫০ ওভার)
 ইংল্যান্ড
১২৯ (৩৪.৫ ওভার)
রোহিত শর্মা ৮৭ (১০১)
ডেভিড উইলি ৩/৪৫ (১০ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা[সম্পাদনা]

৩০ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৪১ (৪৯.৩ ওভার)
 আফগানিস্তান
২৪২/৩ (৪৫.২ ওভার)
পাথুম নিশাঙ্কা ৪৬ (৬০)
ফজলহক ফারুকী ৪/৩৪ (১০ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রশীদ খান (আফগানিস্তান) তার ১০০তম ওডিআই খেলেছেন।

বাংলাদেশ বনাম পাকিস্তান[সম্পাদনা]

৩১ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
২০৪ (৪৫.১ ওভার)
 পাকিস্তান
২০৫/৩ (৩২.৩ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শাহীন আফ্রিদি (পাকিস্তান) ও মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ) উভয়ই ওডিআইতে তার ১০০তম উইকেট নেন।
  • এই ম্যাচের ফলে বাংলাদেশ বিদায় নিয়েছে।

নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা[সম্পাদনা]

১ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৩৫৭/৪ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
১৬৭ (৩৫.৩ ওভার)
রাসি ফন ডার ডাসেন ১৩৩ (১১৮)
টিম সাউদি ২/৭৭ (১০ ওভার)
গ্লেন ফিলিপস ৬০ (৫০)
কেশব মহারাজ ৪/৪৬ (৯ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ভারত বনাম শ্রীলঙ্কা[সম্পাদনা]

২ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
৩৫৭/৮ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
৫৫ (১৯.৪ ওভার)
শুভমান গিল ৯২ (৯২)
দিলশান মদুশঙ্কা ৫/৮০ (১০ ওভার)
কসুন রজিতা ১৪ (১৭)
মোহাম্মদ শামি ৫/১৮ (৫ ওভার)

আফগানিস্তান বনাম নেদারল্যান্ডস[সম্পাদনা]

৩ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৭৯ (৪৬.৩ ওভার)
 আফগানিস্তান
১৮১/৩ (৩১.৩ ওভার)

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান[সম্পাদনা]

৪ নভেম্বর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৪০১/৬ (৫০ ওভার)
 পাকিস্তান
২০০/১ (২৫.৩ ওভার)
ফখর জামান ১২৬* (৮১)
টিম সাউদি ১/২৭ (৫ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড[সম্পাদনা]

৪ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
২৮৬ (৪৯.৩ ওভার)
 ইংল্যান্ড
২৫৩ (৪৮.১ ওভার)
মারনাস লাবুশেন ৭১ (৮৩)
ক্রিস উকস ৪/৫৪ (৯.৩ ওভার)
বেন স্টোকস ৬৪ (৯০)
অ্যাডাম জাম্পা ৩/২১ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৩৩ রানে জয়ী
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলে ইংল্যান্ড বিদায় নিয়েছে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা[সম্পাদনা]

৫ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
৩২৬/৫ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৮৩ (২৭.১ ওভার)
বিরাট কোহলি ১০১* (১২১)
কেশব মহারাজ ১/৩০ (১০ ওভার)

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা[সম্পাদনা]

৬ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৭৯ (৪৯.৩ ওভার)
 বাংলাদেশ
২৮২/৭ (৪১.১ ওভার)
চরিত আশালংকা ১০৮ (১০৫)
তানজিম হাসান সাকিব ৩/৮০ (১০ ওভার)

আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া[সম্পাদনা]

৭ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৯১/৫ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৯৩/৭ (৪৬.৫ ওভার)
ইব্রাহিম জাদরান ১২৯* (১৪৩)
জশ হ্যাজলউড ২/৩৯ (৯ ওভার)
গ্লেন ম্যাক্সওয়েল ২০১* (১২৮)
রশীদ খান ২/৪৪ (১০ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অস্ট্রেলিয়া সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
  • অস্ট্রেলিয়া ৯১/৭ থেকে ১৮.৩ ওভারের পরে ২৯৩/৭ এ জিতেছে। ৮ম উইকেট জুটিতে ১৬৯ বলে ২০২ রানের অবদান ওয়ানডেতে এই স্ট্যান্ডের জন্য সর্বোচ্চ।
  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ওডিআই এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন।
  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ওডিআইতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ব্যাটিং করেছেন।
  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ওডিআইতে ডাবল সেঞ্চুরি করা প্রথম নন-ওপেনার।
  • এছাড়াও, প্যাট কামিন্স ওডিআই বিশ্বকাপে দ্বিতীয় ধীরতম ইনিংস খেলেন ১২(৬৮)*।

ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস[সম্পাদনা]

৮ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩৩৯/৯ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
১৭৯ (৩৭.২ ওভার)
বেন স্টোকস ১০৮ (৮৪)
বাস দি লিডি ৩/৭৪ (১০ ওভার)
তেজা নিদামানুরু ৪১* (৩৪)
মঈন আলী ৩/৪২ (৮.২ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলে নেদারল্যান্ডস বিদায় নিয়েছে।

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা[সম্পাদনা]

৯ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৭১ (৪৬.৪ ওভার)
 নিউজিল্যান্ড
১৭২/৫ (২৩.২ ওভার)
কুশল পেরেরা ৫১ (২৮)
ট্রেন্ট বোল্ট ৩/৩৭ (১০ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) তৃতীয় বোলার যিনি নিউজিল্যান্ডের হয়ে সব আন্তর্জাতিক ক্রিকেট ফরম্যাটে ৬০০ উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট লাভ করেন।
  • মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) ক্রিকেট বিশ্বকাপের সংস্করণে নিউজিল্যান্ডের একজন খেলোয়াড়ের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার জন্য ড্যানিয়েল ভেট্টোরির রেকর্ডের সমান।

আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা[সম্পাদনা]

১০ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৪৪ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৪৭/৫ (৪৭.৩ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হেইনরিখ ক্লাসেনকাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) যথাক্রমে তার ৫০তম এবং ১০০তম ওডিআই খেলেছেন।
  • এই ম্যাচের ফলে আফগানিস্তান বিদায় নিয়েছে।

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ[সম্পাদনা]

১১ নভেম্বর ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ 
৩০৬/৮ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
৩০৭/২ (৪৪.৪ ওভার)
তাওহীদ হৃদয় ৭৪ (৭৯)
অ্যাডাম জাম্পা ২/৩২ (১০ ওভার)
মিচেল মার্শ ১৭৭* (১৩২)
তাসকিন আহমেদ ১/৬১ (১০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এই প্রথমবারের মতো বিশ্বকাপে অস্ট্রেলিয়া সফলভাবে ৩০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করেছে।

ইংল্যান্ড বনাম পাকিস্তান[সম্পাদনা]

১১ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩৩৭/৯ (৫০ ওভার)
 পাকিস্তান
২৪৪ (৪৩.৩ ওভার)
বেন স্টোকস ৮৪ (৭৬)
হারিস রউফ ৩/৬৪ (১০ ওভার)
সালমান আলী আগা ৫১ (৪৫)
ডেভিড উইলি ৩/৫৬ (১০ ওভার)
ইংল্যান্ড ৯৩ রানে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: পল উইলসন (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড উইলি (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডেভিড উইলি (ইংল্যান্ড) ওডিআইতে তার ১০০তম উইকেট নেন।
  • এই ম্যাচের ফলে নিউজিল্যান্ড সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং পাকিস্তান বিদায় নেয়।

ভারত বনাম নেদারল্যান্ডস[সম্পাদনা]

১২ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
৪১০/৪ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
২৫০ (৪৭.৫ ওভার)
শ্রেয়াস আইয়ার ১২৮* (৯৪)
বাস দি লিডি ২/৮২ (১০ ওভার)

পাদটীকা[সম্পাদনা]

  1. অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড)-এর পরিবর্তে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Match schedule announced for ICC Men's Cricket World Cup 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ 
  2. "All You Need to Know for the ICC Men's Cricket World Cup 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "ENG v NZ: 23-year-old Rachin Ravindra hits hundred in spectacular World Cup debut"India Today। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  4. "ENG vs NZ: Conway-Ravindra record fourth-highest World Cup partnership with 273-run stand"Spotstar। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  5. "Mehidy, with a little help from Shakib and Shanto, takes Bangladesh past Afghanistan"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ৭ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৩ 
  6. "Fastest ODI World Cup hundreds: Markram breaks record with 49-ball century in SA vs SL WC 2023 match"SportStar। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৩ 
  7. "SA vs SL: South Africa-Sri Lanka records highest aggregate in a World Cup match with 754 runs in Delhi"SportStar। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৩ 
  8. "By the numbers: Records broken as Starc, Warner and Kohli hit new heights"cricketworldcup.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৩ 
  9. "Bairstow, England cricket's 'great servant' who always comes back very strong"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 
  10. "ENG vs BAN: Joe Root becomes England's highest run-scorer in ODI World Cup, surpasses Graham Gooch"Sportstar (ইংরেজি ভাষায়)। ১০ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 
  11. "SL vs PAK: Sadeera Samarawickrama hits his maiden World Cup hundred to deflate Pakistan"India Today। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 
  12. "SL vs PAK: Abdullah Shafique shines on World Cup debut, hits maiden ODI hundred in high pressure chase"India Today। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 
  13. "ODI World Cup 2023: Pakistan completes highest run chase in WC history"SportStar। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 
  14. "Rohit Sharma breaks Chris Gayle's record for most sixes in international cricket with 554th maximum"Spotstar। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৩ 
  15. "Rohit Sharma breaks Sachin's record for most centuries in World Cup history"Business Standard। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৩ 
  16. "South Africa trounce woeful Australia at World Cup"BBC Sport। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 
  17. "ENG vs AFG: Aghanistan produce biggest upset of World Cup 2023 with 69-run win over defending champions England"India Today। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৩ 
  18. "PAK vs AFG, World Cup 2023: Afghanistan chase down 283 to register first-ever ODI win over Pakistan"India Today। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩ 
  19. "AUS vs NED: Glenn Maxwell breaks Aiden Markram's record for fastest ODI World Cup hundred"India Today। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩