২০২৩ বেলজিয়াম পুরুষ ক্রিকেট দলের জার্মানি সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ বেলজিয়াম পুরুষ ক্রিকেট দলের জার্মানি সফর
 
  জার্মানি বেলজিয়াম
তারিখ ৯ জুন ২০২৩ – ১১ জুন ২০২৩
অধিনায়ক ভেংকটরমণ গণেশন সিরাজ শেখ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে জার্মানি ৪–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ভেংকটরমণ গণেশন (১৩২) সিরাজ শেখ (১১৩)
সর্বাধিক উইকেট সাহির নাকাশ (১১) সিফাত শাঘারাই (৪)
সিরিজ সেরা খেলোয়াড় সাহির নাকাশ (জার্মানি)

বেলজিয়াম পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুন মাসে চারটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য জার্মানি সফর করে।[১] সিরিজটি জার্মানির জন্য ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২] সিরিজে জার্মানি ৪–০ ব্যবধানে জয়ী হয়।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 জার্মানি[৪]  বেলজিয়াম
  • ভেংকটরমণ গণেশন (অধি.)
  • আদিল খান
  • আবদুল বসির আন্দার
  • আবদুল-শুকুর রহিমজাই
  • গোলাম আহমদি
  • জাহিদ জাদরান
  • বশীকরণ অরিথরন
  • বিজয়শংকর চিক্কানাইয়া
  • বিষ্ণু ভারতী
  • মুসলিম ইয়ার আশরাফ
  • মোহাম্মদ মুদাস্‌সর
  • শচীন গঙ্গারেড্ডি (উই.)
  • শাহিদ আফ্রিদি
  • সাহির নাকাশ
  • হরমনজোত সিং
  • হরিশ শ্রীনিবাসন (উই.)
  • সিরাজ শেখ (অধি.)
  • আজিজ মোহাম্মদ
  • আদনান রাজ্জাক
  • আলি রাজা (উই.)
  • ওমিদ মালিক খেল (উই.)
  • খালিদ আহমদি
  • নুরউল্লাহ সিদ্দিকি
  • ফয়সাল মাহমুদ
  • ফাহিম ভাট্টি
  • বুরহান নিয়াজ
  • মুরিদ ইকরামি
  • মোহাম্মদ মুনিব
  • রবি থপলিয়াল
  • শাহরিয়ার বাট (উই.)
  • সাজাদ আহমদজাই
  • সাবের জাখিল
  • সিফাত শাঘারাই

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৯ জুন ২০২৩
১৬:০০
স্কোরকার্ড
জার্মানি 
১৭৪/৭ (২০ ওভার)
 বেলজিয়াম
১৬৮/৯ (২০ ওভার)
ভেংকটরমণ গণেশন ৫২ (৩৩)
খালিদ আহমদি ২/২৬ (৪ ওভার)
সাবের জাখিল ৩৭ (২৬)
সাহির নাকাশ ৩/২৪ (৪ ওভার)
জার্মানি ৬ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভেংকটরমণ গণেশন (জার্মানি)
  • বেলজিয়াম টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জাহিদ জাদরান, শাহিদ আফ্রিদি (জার্মানি) ও রবি থপলিয়াল (বেলজিয়াম)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১০ জুন ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
বেলজিয়াম 
১৭৯/৯ (২০ ওভার)
 জার্মানি
১৮১/৫ (১৮.২ ওভার)
মোহাম্মদ মুনিব ৩৯ (৩৭)
মুসলিম ইয়ার আশরাফ ৩/১৬ (৪ ওভার)
সাহির নাকাশ ৫১* (২৭)
মুরিদ ইকরামি ২/৩৫ (৪ ওভার)
জার্মানি ৫ উইকেটে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: জেসন ফ্ল্যানারি (জার্মানি) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাহির নাকাশ (জার্মানি)
  • বেলজিয়াম টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১০ জুন ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
বেলজিয়াম 
১৬৪ (১৯.৪ ওভার)
 জার্মানি
১৬৭/৬ (১৯.৩ ওভার)
সিরাজ শেখ ৪৮ (২৫)
গোলাম আহমদি ৫/২৩ (৪ ওভার)
বিজয়শংকর চিক্কানাইয়া ৪১ (৩৪)
সিফাত শাঘারাই ৩/২৪ (৪ ওভার)
জার্মানি ৪ উইকেটে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: জেসন ফ্ল্যানারি (জার্মানি) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: গোলাম আহমদি (জার্মানি)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গোলাম আহমদি প্রথম জার্মান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[৫]

৪র্থ টি২০আই[সম্পাদনা]

১১ জুন ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
বেলজিয়াম 
১৪৮/৯ (২০ ওভার)
 জার্মানি
১৫০/২ (১৩ ওভার)
সাবের জাখিল ৪২ (৩০)
সাহির নাকাশ ৩/২৪ (৪ ওভার)
ভেংকটরমণ গণেশন ৬১* (৩৮)
আদনান রাজ্জাক ১/১৩ (১ ওভার)
জার্মানি ৮ উইকেটে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: জেসন ফ্ল্যানারি (জার্মানি) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভেংকটরমণ গণেশন (জার্মানি)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নুরউল্লাহ সিদ্দিকি (বেলজিয়াম)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cricket Germany to host Belgium Men's team for T20 Internationals in June 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৩ 
  2. "Germany to host Belgium for a bi-lateral T20 Series in June"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৩ 
  3. @Cricket_Germany। "An 8 wicket win for our boys today in Krefeld to wrap up a 4-0 series win against @CricketBelgium with @sahirnaqash taking the player of the series award" (টুইট)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৩টুইটার-এর মাধ্যমে। 
  4. @Cricket_Germany। "Following the big success of this year's Elite League, the DCB is happy to announce the national squad who will be facing @CricketBelgium in Krefeld this weekend 🇩🇪🇧🇪" (টুইট)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩টুইটার-এর মাধ্যমে। 
  5. "Germany sweep Belgium in T20I series"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]