২০২৩ নেপাল নারী ক্রিকেট দলের মালয়েশিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ নেপাল নারী ক্রিকেট দলের মালয়েশিয়া সফর
 
  মালয়েশিয়া নেপাল
তারিখ ২৯ মে ২০২৩ – ৪ জুন ২০২৩
অধিনায়ক মাস এলিসা ইয়াসমিন রুবিনা ক্ষেত্রী
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে নেপাল ৩–২ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান উইনিফ্রেড দুরাইসিংগম (১০২) সীতা রানা মগর (৮৩)
সর্বাধিক উইকেট নিক নুর আদিলা (৬)
উইনিফ্রেড দুরাইসিংগম (৬)
আয়েশা এলিসা (৬)
রুবিনা ক্ষেত্রী (৫)
সিরিজ সেরা খেলোয়াড় রুবিনা ক্ষেত্রী (নেপাল)

নেপাল নারী ক্রিকেট দল ২০২৩ সালের মে ও জুন মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য মালয়েশিয়া সফর করে।[১][২] সিরিজের ম্যাচসমূহ বাঙির মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হয়।[৩] ২০২৩ সালের মে মাসে সিরিজের সূচি ঘোষিত হয়।[৪]

সিরিজে নেপাল ৩–২ ব্যবধানে জয়লাভ করে।[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 মালয়েশিয়া[৬]    নেপাল[৭]
  • মাস এলিসা ইয়াসমিন (অধি.)
  • আইনা নাজওয়া (উই.)
  • আইনা হামিজাহ বিনতে হাশেম
  • আমালিন সোরফিনা
  • আয়েশা এলিসা
  • উইনিফ্রেড দুরাইসিংগম
  • ওয়ান জুলিয়া (উই.)
  • ক্রিস্টিনা ব্যারেট (উই.)
  • ধনুশ্রী মুহুনন
  • নিক নুর আদিলা
  • নুর আরিয়ানা নাতশা
  • নুর দানিয়া শুহাদা
  • মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল
  • মুসফিরাহ নুর আইনা
  • সুয়াবিকা মণিবণ্ণন
  • রুবিনা ক্ষেত্রী (অধি.)
  • অপ্সরী বেগম
  • অস্মিনা কর্মাচার্য
  • ইন্দু বর্মা
  • ঈশ্বরী বিষ্ট
  • কবিতা কুনওয়ার
  • কবিতা জোশি
  • কাজল শ্রেষ্ঠ (উই.)
  • কৃতিকা মরাসিনী
  • জ্যোতি পান্ডে (উই.)
  • বিন্দু রাওয়াল
  • মমতা চৌধুরী (উই.)
  • সঙ্গীতা রায়
  • সমঝনা খড্‌কা
  • সরস্বতী চৌধুরী কুমারী
  • সীতা রানা মগর
  • সৃষ্টি জৈসী
  • সোনু পাখ্রীন

সিরিজ শুরুর আগে নেপাল দল থেকে মমতা চৌধুরী, সঙ্গীতা রায়, সৃষ্টি জৈসী ও সোনু পাখ্রীনকে অব্যাহতি দেয়া হয়।[৮]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৯ মে ২০২৩
১১:০০
স্কোরকার্ড
নেপাল   
৫০ (১৬.৫ ওভার)
 মালয়েশিয়া
৫১/৫ (১৩.২ ওভার)
সমঝনা খড্‌কা ১৩ (২৫)
নিক নুর আদিলা ৩/৯ (৪ ওভার)
ওয়ান জুলিয়া ১৩ (২২)
রুবিনা ক্ষেত্রী ২/৭ (৪ ওভার)
মালয়েশিয়া ৫ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: জাইদান তাহা (মালয়েশিয়া) ও নুর হিজরাহ (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিক নুর আদিলা (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কৃতিকা মরাসিনী ও সমঝনা খড্‌কা (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৩০ মে ২০২৩
১১:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
৯৭/৫ (২০ ওভার)
   নেপাল
১০৬/৩ (১৭.৩ ওভার)
মাস এলিসা ইয়াসমিন ২৮ (৩৪)
রুবিনা ক্ষেত্রী ২/১৬ (৪ ওভার)
রুবিনা ক্ষেত্রী ২৯* (২১)
নিক নুর আদিলা ১/১৩ (৩ ওভার)
নেপাল ৭ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: দেনিশ শিবকুমারন (মালয়েশিয়া) ও নুর হিজরাহ (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রুবিনা ক্ষেত্রী (নেপাল)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১ জুন ২০২৩
১১:০০
স্কোরকার্ড
নেপাল   
১১০/৫ (২০ ওভার)
 মালয়েশিয়া
৮৩/৪ (২০ ওভার)
রুবিনা ক্ষেত্রী ২৭ (১৫)
নিক নুর আদিলা ২/২৩ (৪ ওভার)
মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল ৪৪* (৫৪)
ইন্দু বর্মা ১/৭ (৩ ওভার)
নেপাল ২৭ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: ইজমির আজরাফ (মালয়েশিয়া) ও রুডি ইসমান্দি (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রুবিনা ক্ষেত্রী (নেপাল)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ঈশ্বরী বিষ্ট (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

৩ জুন ২০২৩
১১:০০
স্কোরকার্ড
নেপাল   
৯৬/৭ (২০ ওভার)
 মালয়েশিয়া
৯৭/৬ (২০ ওভার)
ইন্দু বর্মা ৩২ (৩১)
উইনিফ্রেড দুরাইসিংগম ৩/১৭ (৪ ওভার)
উইনিফ্রেড দুরাইসিংগম ৩৮ (৫২)
রুবিনা ক্ষেত্রী ১/১৩ (৪ ওভার)
মালয়েশিয়া ৪ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নুর হিজরাহ (মালয়েশিয়া) ও শাফিজান বিন শাহরিমান (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: উইনিফ্রেড দুরাইসিংগম (মালয়েশিয়া)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

৪ জুন ২০২৩
১১:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১০৯/৫ (২০ ওভার)
   নেপাল
১১০/৭ (১৯.২ ওভার)
ওয়ান জুলিয়া ৪৭ (৬০)
কবিতা জোশি ২/১২ (৪ ওভার)
সীতা রানা মগর ৩৪ (৩৭)
আইনা হামিজাহ বিনতে হাশেম ২/২৩ (৪ ওভার)
নেপাল ৩ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: দেনিশ শিবকুমারন (মালয়েশিয়া) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সীতা রানা মগর (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nepal women's cricket team playing international series after 11 months"অনলাইনখবর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩ 
  2. "Nepal women's T20I series for Malaysia tour announced"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩ 
  3. "Malaysia Cricket to host Nepal Women's team for T20I series in May/June"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩ 
  4. "Nepal's squad for 5 T20I Match series against Malaysia announced"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৩ 
  5. "Nepal clinch bilateral series against Malaysia"দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩ 
  6. "Nepal Women vs Malaysia Women T20I Series 2023: Full schedule, squads, match timings and live-streaming details"স্পোর্টসকিড়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৩ 
  7. @CricketNep (১৪ মে ২০২৩)। "Squad Announcement Alert!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  8. "CAN unveil the women's squad for Malaysia tour"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]