২০২৩ নারী টি২০আই নর্ডীয় কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ নারী টি২০আই নর্ডীয় কাপ
তারিখ২৫ আগস্ট ২০২৩ – ২৭ আগস্ট ২০২৩
তত্ত্বাবধায়কক্রিকেট ফিনল্যান্ড
ক্রিকেটের ধরন২০ ওভার, টোয়েন্টি২০ আন্তর্জাতিক
আয়োজক ফিনল্যান্ড
বিজয়ী সুইডেন
রানার-আপ ফিনল্যান্ড একাদশ
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
সর্বাধিক রান সংগ্রহকারীফিনল্যান্ড দিব্যা উন্‌হালে (১১৫)
সর্বাধিক উইকেটধারীনরওয়ে পরিধি আগরওয়াল (৮)

২০২৩ নারী টি২০আই নর্ডীয় কাপ একটি ক্রিকেট সিরিজ যেটি ২০২৩ সালের আগস্ট মাসে ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়।[১] সিরিজটি নারী নর্ডীয় কাপের দ্বিতীয় আসর হিসেবে গণ্য হয়।[২] সিরিজে অংশগ্রহণ করে এস্তোনিয়া, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও স্বাগতিক ফিনল্যান্ডের প্রতিনিধিত্বকারী একটি দল।[৩] এ সিরিজেই এস্তোনিয়া নিজেদের প্রথম নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।[৪] সিরিজের ম্যাচসমূহ কেরাভার কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ ও ভান্তার তিক্কুরিলা ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৫] ২০২২ সালে অনুষ্ঠিত নারী নর্ডীয় কাপের পূর্ববর্তী আসরে বিজয়ী হয়েছিল সুইডেন।[৬]

সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নর্ডীয় কাপের শিরোপা ধরে রাখতে সমর্থ হয় সুইডেন।[৭]

দলীয় সদস্য[সম্পাদনা]

 এস্তোনিয়া[৮]  ডেনমার্ক  নরওয়ে[৯]  ফিনল্যান্ড একাদশ  সুইডেন[১০]
  • ইয়ানিকা হর্ন (অধি.)
  • লিনা স্যরমুস (সহ-অধি.)
  • অ্যামি প্যাটেনডেন
  • আসমাউল-হুসনা শিফা
  • গীতমা মদনায়ক
  • নাতালিয়া জোলুদ্‌জ
  • নাতালিয়া তিখোনরাভোভা
  • ভিক্তোরিয়া ফ্রে
  • মরেত ভলনের
  • মিলভি ভাইক
  • রগনে হল্লিক (উই.)
  • লাইমা দালবিনিয়া
  • সিরলি প্যাটেনডেন
  • স্‌ভেতলা গোচেভা
  • লিনে লাইসনার (অধি.) (উই.)
  • অ্যান-সোফিয়া স্লেবস্যায়ার
  • এন অ্যানারসেন
  • এমা ব্রোগর্ড
  • ক্যাথরিন ব্রক
  • দিব্যা গোলেছা
  • নিতা পরমার
  • ফরহাত আফরোজ
  • মারিয়া কার্লসেন (উই.)
  • রনিয়া নিলসেন
  • লুইসা খ্রিস্টেনসেন
  • সমন্বিতা বিজয়
  • সিনে ব্রুনসগর্ড
  • সোফিয়া উস্টেরগর্ড
  • রম্য ইমাদি (অধি.)
  • অনন্যা রৌতেলা
  • অনুশকা সৌরভ গোরড (উই.)
  • আয়েশা হাসান
  • দুলমিনি সৌভাগ্য গামাগে
  • পরিধি আগরওয়াল
  • পূজা কুমারী
  • প্রাচী কুমারী
  • ফারিমা সাফি
  • বিজেয়াতা কুমারী (উই.)
  • মিরাব রাজওয়ান
  • মিসবাহ ইফজাল
  • সংকীর্তনা রবীন্দ্রকুমার
  • সাগনা কুনারত্নম
  • ত্রাইয়িলা মুলেপতি (অধি.)
  • আঁচল খুল্লর
  • চি-হান লে
  • তনোজিগ তবযোগরাজঃ
  • দিব্যা উন্‌হালে
  • দীপ প্রভা দাশ
  • ধনুষ্ক রুবনপতিরণ
  • পূজা গাংগুর্ডে
  • প্রগতি ভান্ডারি
  • মহুলিমা মুখোপাধ্যায়
  • মাগদালেনা কিয়োনকোভা
  • মোনা ইন্তো
  • রিয়া খুল্লর
  • স্টেলা শেরিডান (উই.)
  • হাইইয়েন ন্‌গুইয়েন
  • গুঞ্জন শুক্লা (অধি.)
  • আনিয়া বৈদ্য
  • ইমান আসিম
  • ইমালি জয়সূর্য
  • একাতেরিনা বোগদানোভা
  • এলসা থেলান্ডের (উই.)
  • কাঞ্চন রানা
  • দিয়া গঙ্গবানী
  • ফাতিমা জাহরা
  • মারিয়া এহসান
  • রেশমি গুঞ্জগুন্তে সোমাশেখর
  • সিংনে লুন্ডেল (উই.)
  • সূর্য রাভুরি
  • হারির চমতো

নরওয়ে দলে সলি পুলুজকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১১]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 সুইডেন ১০ +৪.৮৫২
 ফিনল্যান্ড একাদশ (H) +২.০০০
 ডেনমার্ক −২.০৫৪
 নরওয়ে −১.৫৮৮
 এস্তোনিয়া −৪.৯৪৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     চ্যাম্পিয়ন

সূচি[সম্পাদনা]

২৫ আগস্ট ২০২৩
১১:০০
স্কোরকার্ড
সুইডেন 
১২০/৩ (১৩ ওভার)
 ফিনল্যান্ড একাদশ
৬৫/৪ (১৩ ওভার)
আনিয়া বৈদ্য ৪৭* (৩৩)
রিয়া খুল্লর ১/২২ (৩ ওভার)
দিব্যা উন্‌হালে ১৮ (২৪)
গুঞ্জন শুক্লা ২/১২ (৩ ওভার)
সুইডেন ৭৬ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: তরিন্দু কোরলগে (ফিনল্যান্ড) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আনিয়া বৈদ্য (সুইডেন)
  • ফিনল্যান্ড একাদশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৩ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে ফিনল্যান্ড একাদশের লক্ষ্য ১৩ ওভারে ১৪২ নির্ধারণ করা হয়।

২৫ আগস্ট ২০২৩
১১:০০
স্কোরকার্ড
নরওয়ে 
৬৮ (২০ ওভার)
 ডেনমার্ক
৬৯/৪ (১৪.৫ ওভার)
পূজা কুমারী ১২ (৩৫)
এন অ্যানারসেন ২/১০ (৪ ওভার)
নিতা পরমার ২৪* (৩৪)
সংকীর্তনা রবীন্দ্রকুমার ১/১ (১ ওভার)
ডেনমার্ক ৬ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: ভেংকটরাঘবন শেষাদ্রি (ফিনল্যান্ড) ও সুমন্ত সামন্ত (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: এন অ্যানারসেন (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এমা ব্রোগর্ড, ক্যাথরিন ব্রক, লিনে লাইসনার, সিনে ব্রুনসগর্ড ও সোফিয়া উস্টেরগর্ড (ডেনমার্ক)-এর টি২০আই অভিষেক হয়।

২৫ আগস্ট ২০২৩
১৬:০০
স্কোরকার্ড
ডেনমার্ক 
৩৫ (১১ ওভার)
 সুইডেন
৩৯/১ (৪.৪ ওভার)
রনিয়া নিলসেন ৭ (১৩)
সূর্য রাভুরি ৪/৪ (৩ ওভার)
সিংনে লুন্ডেল ২৬* (২২)
দিব্যা গোলেছা ১/৮ (২ ওভার)
সুইডেন ৯ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: উসমান হায়দার (নরওয়ে) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সূর্য রাভুরি (সুইডেন)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সমন্বিতা বিজয় (ডেনমার্ক), একাতেরিনা বোগদানোভা, দিয়া গঙ্গবানী ও মারিয়া এহসান (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।

২৫ আগস্ট ২০২৩
১৬:০০
স্কোরকার্ড
ফিনল্যান্ড একাদশ 
১৩৯/৪ (২০ ওভার)
 নরওয়ে
৮৪/৫ (২০ ওভার)
দিব্যা উন্‌হালে ৬৯* (৬৪)
পরিধি আগরওয়াল ১/১৪ (৪ ওভার)
পূজা কুমারী ১৮ (২৭)
ধনুষ্ক রুবনপতিরণ ২/৭ (৩ ওভার)
ফিনল্যান্ড একাদশ ৫৫ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: ইয়ারি শাবেল (ফিনল্যান্ড) ও সুমন্ত সামন্ত (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিব্যা উন্‌হালে (ফিনল্যান্ড একাদশ)
  • নরওয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ আগস্ট ২০২৩
১০:৪৫
স্কোরকার্ড
ডেনমার্ক 
৭৬/৮ (২০ ওভার)
 সুইডেন
৭৮/০ (১০ ওভার)
রনিয়া নিলসেন ২৪ (৪৩)
কাঞ্চন রানা ২/১৭ (৩ ওভার)
সিংনে লুন্ডেল ৩১* (৩৫)
সুইডেন ১০ উইকেটে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: উসমান হায়দার (নরওয়ে) ও সুমন্ত সামন্ত (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাঞ্চন রানা (সুইডেন)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ আগস্ট ২০২৩
১১:০০
স্কোরকার্ড
এস্তোনিয়া 
৮৬ (১৬.২ ওভার)
 নরওয়ে
৮৭/১ (১১.৫ ওভার)
ভিক্তোরিয়া ফ্রে ১০ (১৩)
পরিধি আগরওয়াল ২/১২ (৪ ওভার)
অনুশকা সৌরভ গোরড ২২* (৩৫)
লাইমা দালবিনিয়া ১/১৫ (২.৫ ওভার)
নরওয়ে ৯ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: ভেংকটরাঘবন শেষাদ্রি (ফিনল্যান্ড) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফারিমা সাফি (নরওয়ে)
  • নরওয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আসমাউল-হুসনা শিফা, ইয়ানিকা হর্ন, নাতালিয়া তিখোনরাভোভা, ভিক্তোরিয়া ফ্রে, মরেত ভলনের, মিলভি ভাইক, রগনে হল্লিক, লাইমা দালবিনিয়া, লিনা স্যরমুস, সিরলি প্যাটেনডেন, স্‌ভেতলা গোচেভা (এস্তোনিয়া) ও প্রাচী কুমারী (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

২৬ আগস্ট ২০২৩
১৬:০০
স্কোরকার্ড
ফিনল্যান্ড একাদশ 
১৮৫/২ (২০ ওভার)
 এস্তোনিয়া
৫৮ (১৬.৩ ওভার)
স্টেলা শেরিডান ৮৩* (৭০)
ভিক্তোরিয়া ফ্রে ১/৩০ (২ ওভার)
ভিক্তোরিয়া ফ্রে ২১* (৩৫)
রিয়া খুল্লর ৩/১১ (৪ ওভার)
ফিনল্যান্ড একাদশ ১২৭ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: উসমান হায়দার (নরওয়ে) ও দেবাশীষ রায় (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টেলা শেরিডান (ফিনল্যান্ড একাদশ)
  • ফিনল্যান্ড একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ আগস্ট ২০২৩
১৬:০০
স্কোরকার্ড
নরওয়ে 
৭৯/৬ (২০ ওভার)
 সুইডেন
৮০/৪ (৮.২ ওভার)
আয়েশা হাসান ১৪* (৪২)
ইমালি জয়সূর্য ১/৮ (৪ ওভার)
আনিয়া বৈদ্য ৩৯* (২৪)
রম্য ইমাদি ২/২৫ (৩ ওভার)
সুইডেন ৬ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড) ও সুমন্ত সামন্ত (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আনিয়া বৈদ্য (সুইডেন)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ আগস্ট ২০২৩
১০:৪৫
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: ভেংকটরাঘবন শেষাদ্রি (ফিনল্যান্ড) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৭ আগস্ট ২০২৩
১১:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: উসমান হায়দার (নরওয়ে) ও দেবাশীষ রায় (ফিনল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৭ আগস্ট ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
নরওয়ে 
৫৮ (১৮ ওভার)
 সুইডেন
৬০/৬ (১২ ওভার)
বিজেয়াতা কুমারী ১১ (২৭)
ইমালি জয়সূর্য ২/১২ (৪ ওভার)
সিংনে লুন্ডেল ১৪* (২০)
পরিধি আগরওয়াল ৩/১১ (৪ ওভার)
সুইডেন ৪ উইকেটে জয়ী
তিক্কুরিলা ক্রিকেট মাঠ, ভান্তা
আম্পায়ার: উসমান হায়দার (নরওয়ে) ও দেবাশীষ রায় (ফিনল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: পরিধি আগরওয়াল (নরওয়ে)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
  • ফাতিমা জাহরা (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।

২৭ আগস্ট ২০২৩
১৬:০০
স্কোরকার্ড
ফিনল্যান্ড একাদশ 
৭৭/৫ (১০.৫ ওভার)
দিব্যা উন্‌হালে ২১* (৩৩)
দিব্যা গোলেছা ১/১৭ (৩ ওভার)
ফলাফল হয়নি
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: তরিন্দু কোরলগে (ফিনল্যান্ড) ও ভেংকটরাঘবন শেষাদ্রি (ফিনল্যান্ড)
  • ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "First ever Women's International Series to be hosted in Finland this August"ক্রিকেট ফিনল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  2. "Women´s T20 Nordic Cup 2023"সুইডীয় ক্রিকেট ফেডারেশন (সুইডীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৩ 
  3. "Romania Cricket and Finland Cricket to host Women's Continental Cup and Nordic Cup series"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩ 
  4. "Announcing the Estonian squad for this weekend's Women's T20 Nordic Cup in Finland"এস্তোনীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  5. "Women's T20 Nordic Cup – 25.-27.8.2023"ক্রিকেট ফিনল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৩ 
  6. "Women's T20I Nordic Cup 2023 to begin on August 25 in Finland - watch live streaming in India"স্পোর্টসআড্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩ 
  7. "Sweden retain women's Nordic Cup"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৩ 
  8. "Announcing the Estonian squad for this weekend's Women's T20 Nordic Cup in Finland"এস্তোনীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে। 
  9. "Kvinnelandslaget reiste i dag til Finland for å delta i Nordic Cup. ✈️ Her skal de spille mot Sverige, Danmark, Estland og Finland. 🤛🏻"নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (নরওয়েজীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  10. "Nordic Cup 2023 – Squad Announcement"সুইডীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩ 
  11. "Women's T20 Nordic Cup: Uttaket er klart!"নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (নরওয়েজীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]