২০২৩ পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ পকিস্তান পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা পাকিস্তান
তারিখ ১৬ জুলাই ২০২৩ – ২৮ জুলাই ২০২৩
অধিনায়ক দিমুথ করুণারত্নে বাবর আজম
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ধনঞ্জয় দে সিলভা (২৭১) সউদ শাকিল (২৯৫)
সর্বাধিক উইকেট প্রভাত জয়সূর্য (৯) নৌমান আলি (১০)
আবরার আহমেদ (১০)
সিরিজ সেরা খেলোয়াড় সালমান আলি আগা (পাকিস্তান)

পাকিস্তান পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুলাই মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[১] সিরিজটি ২০২৩–২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[২] ২০২৩ সালের জুন মাসে সিরিজের সূচি ঘোষিত হয়।[৩] সিরিজে পাকিস্তান ২–০ ব্যবধানে জয়ী হয়।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 শ্রীলঙ্কা[৫]  পাকিস্তান[৬]

সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে অসিতা ফার্নান্দোকে শ্রীলঙ্কা দলে যোগ করা হয়।[৭]

প্রস্তুতিমূলক ম্যাচ[সম্পাদনা]

১১–১২ জুলাই ২০২৩
স্কোরকার্ড
শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতি একাদশ
১৯৬ (৪৬.৩ ওভার)
ওশাদা ফার্নান্দো ১১৩ (১২৭)
হাসান আলি ৩/২২ (৭.৩ ওভার)
৩৪২ (৭৮.৩ ওভার)
শান মাসুদ ৮৩ (৬৭)
লক্ষিত মনসিংহ ৪/৮২ (১৮.৩ ওভার)
৮৮/৪ (৩০ ওভার)
নুওয়ানিন্দু ফার্নান্দো ৩১* (৪২)
সালমান আলি আগা ২/১৮ (৬.৫ ওভার)
  • শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতি একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

১৬–২০ জুলাই ২০২৩
স্কোরকার্ড
৩১২ (৯৫.২ ওভার)
ধনঞ্জয় দে সিলভা ১২২ (২১৪)
আবরার আহমেদ ৩/৬৮ (৩১.২ ওভার)
৪৬১ (১২১.২ ওভার)
সউদ শাকিল ২০৮* (৩৬১)
রমেশ মেন্ডিস ৫/১৩৬ (৪২.২ ওভার)
২৭৯ (৮৩.১ ওভার)
ধনঞ্জয় দে সিলভা ৮২ (১১৮)
আবরার আহমেদ ৩/৬৮ (২৪.১ ওভার)
১৩৩/৬ (৩২.৫ ওভার)
ইমাম-উল-হক ৫০* (৮৪)
প্রভাত জয়সূর্য ৪/৫৬ (১৪.৫ ওভার)
পাকিস্তান ৪ উইকেটে জয়ী
গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: সউদ শাকিল (পাকিস্তান)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ২৪.২ ওভার, ১৩ ওভার ও ৭.২ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ১২, শ্রীলঙ্কা ০।

২য় টেস্ট[সম্পাদনা]

২৪–২৮ জুলাই ২০২৩
স্কোরকার্ড
১৬৬ (৪৮.৪ ওভার)
ধনঞ্জয় দে সিলভা ৫৭ (৬৮)
আবরার আহমেদ ৪/৬৯ (২০.৪ ওভার)
৫৭৬/৫ঘো (১৩৪ ওভার)
আবদুল্লাহ শফিক ২০১ (৩২৬)
অসিতা ফার্নান্দো ৩/১৩৩ (২৫ ওভার)
১৮৮ (৬৭.৪ ওভার)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ৬৩* (১২৭)
নৌমান আলি ৭/৭০ (২৩ ওভার)
পাকিস্তান ইনিংস ও ২২২ রানে জয়ী
সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, কলম্বো
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)[টীকা ১]
ম্যাচসেরা: আবদুল্লাহ শফিক (পাকিস্তান)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম ও দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ১০.৩ ওভার ও ৮০ ওভার খেলা সম্ভব হয়নি।
  • দিলশান মদুশঙ্কা (শ্রীলঙ্কা)-এর টেস্ট অভিষেক হয়।
  • সরফরাজ আহমেদ (পাকিস্তান)-এর বদলি হিসেবে খেলেন মোহাম্মদ রিজওয়ান[৮]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ১২, শ্রীলঙ্কা ০।

টীকা[সম্পাদনা]

  1. ম্যাচের দ্বিতীয় দিনে ক্রিস গ্যাফানির পরিবর্তে রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা) মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pakistan to host 10 Test playing nations between 2023 and 2027"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২ 
  2. "Shaheen returns to Test squad for SL series; Hurraira, Jamal get maiden call-ups"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩ 
  3. "Pakistan Test series dates announced"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৩ 
  4. "Pakistan consolidate top spot in WTC25 standings following series sweep over Sri Lanka"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৩ 
  5. "Sri Lanka squad for First Test against Pakistan"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৩ 
  6. "Shaheen Afridi returns to Test side for Sri Lanka tour"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩ 
  7. "Asitha Fernando added to squad for 2nd Pakistan Test"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৩ 
  8. "Sarfaraz ruled out of second Test with concussion, Rizwan comes in as substitute"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]