বিষয়বস্তুতে চলুন

২০২৩ টোয়েন্টি২০ পূর্ব এশিয়া কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ টোয়েন্টি২০ পূর্ব এশিয়া কাপ
তারিখ২৫ মে ২০২৩ – ২৮ মে ২০২৩
স্থানচীন
ফলাফল হংকং টুর্নামেন্টে জয়ী
সিরিজ সেরা খেলোয়াড়হংকং চেন জিয়াইং
দলসমূহ
 চীন  জাপান  হংকং
অধিনায়কবৃন্দ
হুয়াং ঝুও মাই ইয়ানাগিদা চেন জিয়াইং
সর্বাধিক রান
হান লিলি (৯১) এরিকা ওদা (৭৩) চেন জিয়াইং (৭৭)
সর্বাধিক উইকেট
ৎসাই উয়েনউয়েন (৮) কুরুমি ওতা (৭) চেন জিয়ামিন (১১)

২০২৩ টোয়েন্টি২০ পূর্ব এশিয়া কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের মে মাসে চীনে অনুষ্ঠিত হয়।[] টুর্নামেন্টে স্বাগতিক চীনের সঙ্গে অংশগ্রহণ করে জাপানহংকং[] ২০২২ এশীয় গেমসের জন্য নির্মিত পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ম্যাচসমূহ অনুষ্ঠিত হয়।[]

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে চীনকে পরাজিত করে বিজয়ী হয় হংকং।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 চীন[]  জাপান[]  হংকং[]
  • হুয়াং ঝুও (অধি.)
  • ইয়াং জিং (উই.)
  • চেন শিনউই
  • জিন শিউলি
  • ঝাং শাংশুয়ে
  • ঝাও রোংউই
  • ঝু মিংউয়ে
  • ঝ্যং লিলি
  • ৎজু মেই (উই.)
  • ৎসাই উয়েনউয়েন
  • লি জিয়াপিং
  • লিউ মেংতিং
  • শু চিয়েন
  • হান লিলি
  • মাই ইয়ানাগিদা (অধি.)
  • আকারি কানো (সহ-অধি.) (উই.)
  • অহল্যা চন্দেল
  • আয়ুমি ফুজিকাওয়া
  • ইয়ুকিনো নাকায়ামা
  • এরিকা ওদা
  • এলেনা কুসুদা-নেয়ার্ন
  • কিয়ো ফুজিকাওয়া
  • কুরুমি ওতা
  • নোনোহা ইয়াসুমোতো
  • মিনামি ইয়োশিওকা (উই.)
  • সেইকা সুমি
  • হারুনা ইওয়াসাকি
  • হিনাসে গোতো
  • চেন জিয়াইং (অধি.)
  • চেন জিয়ামিন
  • চেন শুশা
  • ঝাং গুয়েইশুয়েন (উই.)
  • ঝাং শাওইং (উই.)
  • ঝু আইইং
  • ডরোথিয়া চেন
  • দু চি শান
  • মরিয়ম বিবি
  • লাই ইংচি
  • লু শিইয়ান
  • শাও মেইহুই
  • শানজিন শাহজাদ (উই.)
  • হ্য চিয়েন-ই

রাউন্ড-রবিন

[সম্পাদনা]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 হংকং +০.২২৩
 চীন +০.৮৯৩
 জাপান −১.১৪১

     ফাইনালে উত্তীর্ণ

২৫ মে ২০২৩
০৮:৩০
স্কোরকার্ড
চীন 
১০১/৬ (২০ ওভার)
 হংকং
১০২/৮ (১৮.৩ ওভার)
হুয়াং ঝুও ২৮ (৩১)
মরিয়ম বিবি ৩/২৩ (৪ ওভার)
মরিয়ম বিবি ২৫* (১৬)
শু চিয়েন ২/১৩ (৪ ওভার)
হংকং ২ উইকেটে জয়ী
পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠ, হাংঝৌ
আম্পায়ার: নিয়াজ আলি (হংকং) ও সুন মেংইয়াও (চীন)
ম্যাচ সেরা খেলোয়াড়: মরিয়ম বিবি (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইয়াং জিং, চেন শিনউই, জিন শিউলি, ঝাও রোংউই, ঝু মিংউয়ে, ৎসাই উয়েনউয়েন, লি জিয়াপিং, লিউ মেংতিং (চীন), চেন শুশা, ঝাং গুয়েইশুয়েন ও ডরোথিয়া চেন (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।

২৫ মে ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
জাপান 
৭৬/৭ (২০ ওভার)
 হংকং
৭৭/৪ (১৬.২ ওভার)
এরিকা ওদা ২৫ (৩২)
হ্য চিয়েন-ই ৩/১০ (৪ ওভার)
চেন জিয়াইং ৩১* (৩৯)
এলেনা কুসুদা-নেয়ার্ন ২/১৪ (৪ ওভার)
হংকং ৬ উইকেটে জয়ী
পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠ, হাংঝৌ
আম্পায়ার: গান্ধীমতিনাথন শংকরনারায়ণন (হংকং) ও ঝাং পেং (চীন)
ম্যাচ সেরা খেলোয়াড়: হ্য চিয়েন-ই (হংকং)
  • জাপান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এলেনা কুসুদা-নেয়ার্ন ও কুরুমি ওতা (জাপান)-এর টি২০আই অভিষেক হয়।

২৬ মে ২০২৩
০৮:৩০
স্কোরকার্ড
জাপান 
১০৬/৪ (২০ ওভার)
 চীন
৯৫/৮ (২০ ওভার)
এরিকা ওদা ৪৬* (৬৫)
চেন শিনউই ১/১৪ (৩ ওভার)
হুয়াং ঝুও ৩০ (৫২)
অহল্যা চন্দেল ৪/১২ (৪ ওভার)
জাপান ১১ রানে জয়ী
পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠ, হাংঝৌ
আম্পায়ার: গান্ধীমতিনাথন শংকরনারায়ণন (হংকং) ও নিয়াজ আলি (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: অহল্যা চন্দেল (জাপান)
  • চীন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নোনোহা ইয়াসুমোতো ও সেইকা সুমি (জাপান)-এর টি২০আই অভিষেক হয়।

২৬ মে ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
চীন 
১০৯/৯ (২০ ওভার)
 হংকং
৫৪ (১৫.৫ ওভার)
হান লিলি ৩৫ (৪৩)
চেন জিয়ামিন ৩/১৩ (৪ ওভার)
দু চি শান ১৭ (২২)
ৎসাই উয়েনউয়েন ৩/৬ (২.৫ ওভার)
চীন ৫৫ রানে জয়ী
পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠ, হাংঝৌ
আম্পায়ার: নিয়াজ আলি (হংকং) ও সুন মেংইয়াও (চীন)
ম্যাচ সেরা খেলোয়াড়: ৎসাই উয়েনউয়েন (চীন)
  • চীন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ মে ২০২৩
০৮:৩০
স্কোরকার্ড
হংকং 
১১২/৬ (২০ ওভার)
 জাপান
৬৫ (১৯.৩ ওভার)
চেন জিয়াইং ৩১ (২৭)
এলেনা কুসুদা-নেয়ার্ন ২/১৪ (৩ ওভার)
আয়ুমি ফুজিকাওয়া ১৭ (৩৯)
মরিয়ম বিবি ৩/৮ (৪ ওভার)
হংকং ৪৭ রানে জয়ী
পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠ, হাংঝৌ
আম্পায়ার: গান্ধীমতিনাথন শংকরনারায়ণন (হংকং) ও গে তাও (চীন)
ম্যাচ সেরা খেলোয়াড়: চেন জিয়াইং (হংকং)
  • জাপান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইয়ুকিনো নাকায়ামা (জাপান)-এর টি২০আই অভিষেক হয়।

২৭ মে ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
চীন 
১১৭/৭ (২০ ওভার)
 জাপান
৮২/৯ (২০ ওভার)
ঝ্যং লিলি ২১ (৩৩)
কুরুমি ওতা ২/২৫ (৪ ওভার)
আকারি কানো ২১ (২৩)
ৎসাই উয়েনউয়েন ৩/১৮ (৪ ওভার)
চীন ৩৫ রানে জয়ী
পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠ, হাংঝৌ
আম্পায়ার: ঝাং পেং (চীন) ও নিয়াজ আলি (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: ঝ্যং লিলি (চীন)
  • চীন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

[সম্পাদনা]
২৯ মে ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
চীন 
৭২ (১৭ ওভার)
 হংকং
৭২/৯ (২০ ওভার)
হুয়াং ঝুও ২৩ (৩২)
শাও মেইহুই ৫/৮ (৪ ওভার)
শানজিন শাহজাদ ২৬ (৪১)
শু চিয়েন ২/৮ (৪ ওভার)
ম্যাচ টাই (হংকং সুপার ওভারে জয়ী)
পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠ, হাংঝৌ
আম্পায়ার: নিয়াজ আলি (হংকং) ও সুন মেংইয়াও (চীন)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাও মেইহুই (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শাও মেইহুই (হংকং) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Asian Games test event in Hangzhou doubles as audition for Hong Kong's women's cricketers"দক্ষিণ চীন প্রভাতী ডাক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  2. "女子東アジアカップ|日程・日本代表メンバー確定"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৩ 
  3. "Cricket China to host 2023 Women's East Asia Cup in May"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৩ 
  4. "Hong Kong, China women's team defend East Asia Cup in a tense final against China in Hangzhou, China"চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩ 
  5. "3 Team Women's T20 East Asia Cup 2023 starts 25 May | Schedule, Squad, Live Streaming"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৩ 
  6. "Team Selected for Women's East Asia Cup 2023"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৩ 
  7. "Selection Announcement Exciting Hangzhou 2023 Women's East Asian Cup"চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]