বিষয়বস্তুতে চলুন

২০২৩ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা আফগানিস্তান
তারিখ ২ জুন ২০২৩ – ৭ জুন ২০২৩
অধিনায়ক দাসুন শানাকা হাশমতউল্লাহ শাহিদি
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান পাথুম নিশঙ্কা (১৩২) ইব্রাহিম জাদরান (১৭৪)
সর্বাধিক উইকেট ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (৬)
দুষ্মন্ত চামিরা (৬)
ফরিদ আহমদ মালিক (৪)
সিরিজ সেরা খেলোয়াড় দুষ্মন্ত চামিরা (শ্রীলঙ্কা)

আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুন মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[] সিরিজটি শ্রীলঙ্কার জন্য ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[] এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে শ্রীলঙ্কা সফরে আসে আফগানিস্তান, যে সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজটি ১–১ সমতায় শেষ হয়।[] ২০২৩ সালের মে মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[]

সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়লাভ করে।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 শ্রীলঙ্কা[]  আফগানিস্তান[]

আফগানিস্তান দলে ইয়ামিন আহমদজাই, জিয়া-উর-রহমান আকবর ও শাহিদউল্লাহ কামালকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[]

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
২ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৬৮ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৬৯/৪ (৪৬.৫ ওভার)
চরিত আশালংকা ৯১ (৯৫)
ফরিদ আহমদ মালিক ২/৪৩ (৮ ওভার)
ইব্রাহিম জাদরান ৯৮ (৯৮)
কসুন রজিতা ২/৪৯ (১০ ওভার)

২য় ওডিআই

[সম্পাদনা]
৪ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩২৩/৬ (৫০ ওভার)
 আফগানিস্তান
১৯১ (৪২.১ ওভার)
কুশল মেন্ডিস ৭৮ (৭৫)
মোহাম্মদ নবি ২/৫২ (১০ ওভার)
শ্রীলঙ্কা ১৩২ রানে জয়ী
মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হাম্বানটোটা
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও লিন্ডন হ্যানিবাল (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ধনঞ্জয় দে সিলভা (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

[সম্পাদনা]
৭ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
১১৬ (২২.২ ওভার)
 শ্রীলঙ্কা
১২০/১ (১৬ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Afghanistan Men's National Team Tour of Sri Lanka 2023 | Fixture"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 
  2. "Sri Lanka announce schedule for Afghanistan series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 
  3. "Afghanistan to tour Sri Lanka for white-ball series in June"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 
  4. "Afghanistan to Tour Sri Lanka for a White-ball Series in Early June"আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 
  5. "আফগানদের বিপক্ষে ২০৪ বল হাতে রেখেই জিতল শ্রীলঙ্কা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ 
  6. "Sri Lanka pick 16-member squad for Afghanistan series"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩ 
  7. "Afghanistan name strong 15-member squad for ODI series in Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৩ 
  8. "Afghanistan name strong 15-player squad for Sri Lanka ODI series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]