২০২৩ নেদারল্যান্ডসে অস্ট্রিয়া পুরুষ ক্রিকেট দল বনাম জার্মানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ নেদারল্যান্ডসে অস্ট্রিয়া পুরুষ ক্রিকেট দল বনাম জার্মানি
 
  অস্ট্রিয়া জার্মানি
তারিখ ২৯ ‍জুন ২০২৩ – ৩০ জুন ২০২৩
অধিনায়ক রাজমাল শিগিওয়াল ভেংকটরমণ গণেশন
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে জার্মানি ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান সাহিল মুমিন (৫০) জশুয়া ফন হেরডেন (৫৫)
সর্বাধিক উইকেট আকিব ইকবাল (৩) মুসলিম ইয়ার আশরাফ (৪)
বিষ্ণু ভারতী (৪)

অস্ট্রিয়া পুরুষ ক্রিকেট দলজার্মানি পুরুষ ক্রিকেট দল একে অপরের বিপক্ষে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ২০২৩ সালের জুন মাসে নেদারল্যান্ডস সফর করে।[১] সিরিজটি উভয় দলের জন্য ২০২৪ পুরুষ টি২০ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২] সিরিজের দুটি ম্যাচেই জার্মানি জয়লাভ করে।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 অস্ট্রিয়া  জার্মানি[৪]
  • রাজমাল শিগিওয়াল (অধি.)
  • অমিত নাথওয়ানি
  • আকিব ইকবাল
  • আদিল তারিক
  • আরমান রন্ধাওয়া
  • ইকবাল হোসেন
  • ইতিবারশাহ দিদার
  • উমাইর তারিক
  • জাভেদ জাদরান
  • নবীন বিজয়শেখর
  • মার্ক সিম্পসন-পার্কার (উই.)
  • মির্জা আহসান
  • মেহের চিমা (উই.)
  • সাহিল মুমিন
  • ভেংকটরমণ গণেশন (অধি.)
  • আবদুল বসির আন্দার
  • গোলাম আহমদি
  • জশুয়া ফন হেরডেন
  • জাহিদ জাদরান
  • ডিটার ক্লাইন
  • ডিলান ব্লিগনট
  • ফয়সাল বিন মোবাশির
  • বিজয়শংকর চিক্কানাইয়া
  • বিষ্ণু ভারতী
  • মাইকেল রিচার্ডসন (উই.)
  • মুসলিম ইয়ার আশরাফ
  • শচীন গঙ্গারেড্ডি (উই.)
  • সাহির নাকাশ
  • হরমনজোত সিং

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৯ জুন ২০২৩
১১:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১১৪ (১৯.৫ ওভার)
 জার্মানি
১১৫/৪ (১৭.১ ওভার)
রাজমাল শিগিওয়াল ৪০ (৩৪)
মুসলিম ইয়ার আশরাফ ৩/১৭ (৪ ওভার)
ফয়সাল বিন মোবাশির ৩৭* (৩৭)
আকিব ইকবাল ২/২৫ (৪ ওভার)
জার্মানি ৬ উইকেটে জয়ী
হেট স্‌খোট্‌সফেল্ট ক্রীড়া উদ্যান, ডেভেন্টার
আম্পায়ার: পিম ফন লিম্‌ট (নেদারল্যান্ডস) ও মার্টিন হ্যানকক (নেদারল্যান্ডস)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৩০ জুন ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১২১/৮ (২০ ওভার)
 জার্মানি
১২৩/২ (১৫.১ ওভার)
ইকবাল হোসেন ৩৬ (৩০)
ভেংকটরমণ গণেশন ২/১৬ (৩ ওভার)
জশুয়া ফন হেরডেন ৫৩* (৪৩)
আকিব ইকবাল ১/২০ (৩.১ ওভার)
জার্মানি ৮ উইকেটে জয়ী
হেট স্‌খোট্‌সফেল্ট ক্রীড়া উদ্যান, ডেভেন্টার
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও পিম ফন লিম্‌ট (নেদারল্যান্ডস)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আবদুল বসির আন্দার (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Netherlands hosting Austria and Germany: Teams, Squads, Fixtures, Venues, Live and many more"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩ 
  2. "Italy, Austria, Germany and Jersey to tour Netherlands ahead of T20 World Cup Europe Qualifier"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৩ 
  3. @Atiq160Test (৩০ জুন ২০২৩)। "Absolutely proud of our @Cricket_Germany 🇩🇪 Men who won our two T20I matches against Austria 🇦🇹 and one game against Netherlands -A🇳🇱" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  4. @Cricket_Germany (২০ জুন ২০২৩)। "Our men's national team continue their preparations for the ICC T20 World Cup qualifiers with a short tour to the Netherlands next week. We will play the hosts and two T20is against Austria in Deventer 🇩🇪🏏" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]