২০২৩ এস্তোনিয়া পুরুষ ক্রিকেট দলের জিব্রাল্টার সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ এস্তোনিয়া পুরুষ ক্রিকেট দলের জিব্রাল্টার সফর
 
  জিব্রাল্টার এস্তোনিয়া
তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩
অধিনায়ক বালাজি অবিনাশ পাই আর্সলান আমজাদ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান লুই ব্রুস (৫৭) বিলাল মাসুদ (৮৯)
সর্বাধিক উইকেট সমর্থ বোধা (৩) আদিত্য সাভিও পাল (৪)

এস্তোনিয়া পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য জিব্রাল্টার সফর করে।[১] সিরিজের ম্যাচসমূহ দক্ষিণ জেলার ইউরোপা পয়েন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[২] সিরিজটি ১–১ সমতায় শেষ হয়।

দলীয় সদস্য[সম্পাদনা]

 জিব্রাল্টার[৩]  এস্তোনিয়া
  • বালাজি অবিনাশ পাই (অধি.)
  • অ্যান্ড্রু রেয়েস
  • ইয়ান ল্যাটিন
  • কবির মিরপুরি
  • কেইরন স্ট্যাগনো (উই.)
  • কেনরয় নেস্টর
  • জুলিয়ান ফ্রেয়োন
  • জেমস ফিৎসজেরাল্ড
  • জোনাথান ওয়েস্ট (উই.)
  • জ্যাক হরকস
  • প্যাট্রিক হ্যাচম্যান
  • মার্ক বাকারেসে (উই.)
  • ম্যাথিউ হোয়েলান
  • রিচার্ড হ্যাচম্যান
  • লুই ব্রুস
  • সমর্থ বোধা
  • আর্সলান আমজাদ (অধি.)
  • আদিত্য পঁবার
  • আদিত্য সাভিও পাল
  • আলি মাসুদ
  • কাল্লে ভিসলাপু
  • ডেভ রবসন
  • প্রণয় ঘিওয়ালা
  • বিলাল মাসুদ
  • বেন জোনস
  • রাম কৃষ্ণ
  • রিফাক খান
  • সাহিল চৌহান
  • স্টুয়ার্ট হুক (উই.)

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৩০ সেপ্টেম্বর ২০২৩
১৩:০০
স্কোরকার্ড
এস্তোনিয়া 
১৪৯/৬ (২০ ওভার)
 জিব্রাল্টার
১৫১/৮ (১৯.৫ ওভার)
আদিত্য পঁবার ৬২ (৪৫)
সমর্থ বোধা ১/১৮ (২ ওভার)
লুই ব্রুস ৫২ (৪৮)
আদিত্য সাভিও পাল ৩/২৫ (৪ ওভার)
জিব্রাল্টার ২ উইকেটে জয়ী
ইউরোপা পয়েন্ট স্টেডিয়াম, দক্ষিণ জেলা
আম্পায়ার: আদেতায়ো আতোলোইয়ে (জিব্রাল্টার) ও সুনিল চন্দ্রমণি (জিব্রাল্টার)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেমস ফিৎসজেরাল্ড (জিব্রাল্টার)
  • জিব্রাল্টার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আদিত্য পঁবার, ডেভ রবসন, প্রণয় ঘিওয়ালা, বিলাল মাসুদ, বেন জোনস ও সাহিল চৌহান (এস্তোনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৩০ সেপ্টেম্বর ২০২৩
১৭:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
জিব্রাল্টার 
১৫৯ (১৯.১ ওভার)
 এস্তোনিয়া
১৬০/২ (১৬.২ ওভার)
কেইরন স্ট্যাগনো ৪৮ (২০)
আদিত্য পঁবার ৩/৩ (২ ওভার)
বিলাল মাসুদ ৮২ (৩৩)
সমর্থ বোধা ২/৩০ (৪ ওভার)
এস্তোনিয়া ৮ উইকেটে জয়ী
ইউরোপা পয়েন্ট স্টেডিয়াম, দক্ষিণ জেলা
আম্পায়ার: সুনিল চন্দ্রমণি (জিব্রাল্টার) ও স্টিভ মামফোর্ড (জিব্রাল্টার)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিলাল মাসুদ (এস্তোনিয়া)
  • এস্তোনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রাম কৃষ্ণ (এস্তোনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "This Saturday the Estonian Men's National Team travel to Gibraltar for a 2 match T20I series"এস্তোনীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "30 days to go for our Mens T20 internationals vs Estonia at Europa Sports Complex!"জিব্রাল্টার ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "Your GIBRALTAR CRICKET squad for the two T20i's versus Estonia and Serbia each, on 30th September 2023, and 5th October 2023 respectively. 🥇🏏🇬🇮"জিব্রাল্টার ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]