২০২৩ জার্সি নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ জার্সি নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর
 
  নেদারল্যান্ডস জার্সি
তারিখ ২৪ আগস্ট ২০২৩ – ২৫ আগস্ট ২০২৩
অধিনায়ক হেদার সিখারস ক্লোয়ি গ্রিশান
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নেদারল্যান্ডস ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান হেদার সিখারস (১০৯) ট্রিনিটি স্মিথ (২৬)
সর্বাধিক উইকেট হানা লান্ডহের (৪) ক্লোয়ি গ্রিশান (৩)
এরিন ডাফি (৩)

জার্সি নারী ক্রিকেট দল ২০২৩ সালের আগস্ট মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য নেদারল্যান্ডস সফর করে।[১] সিরিজের ম্যাচসমূহ উট্রেখ্‌টের মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত হয়।[২] সিরিজ শুরুর আগে উভয় দল তিনটি ১০ ওভারের ম্যাচের একটি সিরিজেও অংশগ্রহণ করে।[৩] টি২০আই সিরিজে নেদারল্যান্ডস ২–০ ব্যবধানে জয়ী হয়।

দলীয় সদস্য[সম্পাদনা]

 নেদারল্যান্ডস[৪]  জার্সি[৫]
  • হেদার সিখারস (অধি.) (উই.)
  • ইরিস স্‌ভিলিং
  • ইসাবেল ফন ডের ভোনিং
  • এভা লিঞ্চ
  • কারলাইন ফন কোলভাইক
  • কারোলিনা ডে লাংঅ
  • ফিবি মোলক্যবুর
  • ফেনা ফেরমেরা (উই.)
  • ফ্রেডেরিক ওফেরডাইক
  • বাবেট ডে লেডা (উই.)
  • মিকি স্‌ভিলিং
  • মেরেল ডেকেলিং
  • রোবিনা রাইকা
  • হানা লান্ডহের
  • ক্লোয়ি গ্রিশান (অধি.)
  • আনালিস মেরিট
  • এইমি এইকেনহেড
  • এরিন গুজ
  • এরিন ডাফি
  • গ্রেস ওয়েদারঅল
  • জর্জিয়া ম্যালেট (উই.)
  • ট্রিনিটি স্মিথ
  • ফ্লোরেন্স তঁগি
  • মারিয়া দা রোশা
  • মিয়া ম্যাগুয়ায়ার (উই.)
  • রোজম্যারি বোলি
  • শার্লট মাইলস (উই.)
  • সোফিয়া হ্যানসন

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৪ আগস্ট ২০২৩
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৪৪/৫ (২০ ওভার)
 জার্সি
৭৫ (২০ ওভার)
ইরিস স্‌ভিলিং ৫২ (৫৬)
এরিন ডাফি ২/৩১ (৪ ওভার)
ট্রিনিটি স্মিথ ২৪ (২৯)
হানা লান্ডহের ৩/১০ (৪ ওভার)
নেদারল্যান্ডস ৬৯ রানে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: জাক ভেস্টারবের্খ (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইরিস স্‌ভিলিং (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রোজম্যারি বোলি (জার্সি)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

২৪ আগস্ট ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৪২/৪ (২০ ওভার)
 জার্সি
৯২/৭ (২০ ওভার)
ইরিস স্‌ভিলিং ৩৮ (৩৭)
আনালিস মেরিট ১/১৮ (৩ ওভার)
এরিন ডাফি ২৩ (২৭)
মেরেল ডেকেলিং ২/১৫ (২ ওভার)
নেদারল্যান্ডস ৫০ রানে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: পিম ফন লিম্‌ট (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইরিস স্‌ভিলিং (নেদারল্যান্ডস)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফেনা ফেরমেরা (নেদারল্যান্ডস)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

২৫ আগস্ট ২০২৩
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৬৭/৬ (২০ ওভার)
হেদার সিখারস ৮৮ (৫৯)
ক্লোয়ি গ্রিশান ২/২৭ (৪ ওভার)
ফলাফল হয়নি
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: পিম ফন লিম্‌ট (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Netherlands Women's squad for T20I and T10I series against Ireland and Jersey Announced"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৩ 
  2. "Jersey Women to tour Netherlands for WT20I series in August 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩ 
  3. "Women's squads announced for T20Is and T10s against Ireland and Jersey"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৩ 
  4. "Vrouwenselecties bekend voor T20I's en T10's tegen Ierland en Jersey"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৩ 
  5. @cricketinjersey (১৮ আগস্ট ২০২৩)। "🔴 WOMENS CRICKET 🔴" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]