২০২৩ অস্ট্রিয়া পুরুষ ক্রিকেট দলের আইল অব ম্যান সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ অস্ট্রিয়া পুরুষ ক্রিকেট দলের আইল অব ম্যান সফর
 
  আইল অব ম্যান অস্ট্রিয়া
তারিখ ৯ জুলাই ২০২৩ – ১০ জুলাই ২০২৩
অধিনায়ক ম্যাথিউ অ্যানসেল রাজমাল শিগিওয়াল
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আইল অব ম্যান ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নাথান নাইটস (৭৬) রাজমাল শিগিওয়াল (৭৮)
সর্বাধিক উইকেট জেরাড গ্রিফিন (৪) অমিত নাথওয়ানি (৪)

অস্ট্রিয়া পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুলাই মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য আইল অব ম্যান সফর করে।[১] ম্যাচসমূহ ক্যাসলটাউনের কিং উইলিয়াম'স কলেজ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] এ সিরিজের মধ্য দিয়েই আইল অব ম্যানে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হয়।[৩] সিরিজটি অস্ট্রিয়া দলের জন্য ২০২৪ পুরুষ টি২০ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪]

সিরিজে আইল অব ম্যান ২–০ ব্যবধানে জয়লাভ করে।[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 আইল অব ম্যান[৬]  অস্ট্রিয়া
  • ম্যাথিউ অ্যানসেল (অধি.)
  • অ্যাডাম ম্যাকঅলে
  • এডওয়ার্ড বিয়ার্ড
  • কার্ল হার্টমান (উই.)
  • ক্রিশ্চিয়ান ওয়েবস্টার (উই.)
  • ক্রিস্টোফার ল্যাংফোর্ড
  • জর্জ বারোজ
  • জেকব বাটলার
  • জেরাড গ্রিফিন
  • জোসেফ বারোজ
  • ডলিন ইয়ানসেন
  • নাথান নাইটস
  • ফ্রেজার ক্লার্ক
  • স্যামুয়েল বার্নেট
  • রাজমাল শিগিওয়াল (অধি.)
  • অমিত নাথওয়ানি
  • আকিব ইকবাল
  • আরমান রন্ধাওয়া
  • ইকবাল হোসেন
  • উমাইর তারিক
  • জাভেদ জাদরান
  • ড্যানিয়েল একস্টাইন
  • নবীন বিজয়শেখর
  • মার্ক সিম্পসন-পার্কার (উই.)
  • মির্জা আহসান
  • মেহের চিমা (উই.)
  • সাহিল মুমিন

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৯ জুলাই ২০২৩
১১:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৪৯/৫ (২০ ওভার)
 আইল অব ম্যান
১৫০/৪ (১৯.২ ওভার)
মার্ক সিম্পসন-পার্কার ৪৯ (৪৪)
জেরাড গ্রিফিন ২/৩১ (৪ ওভার)
নাথান নাইটস ৫৩ (২৮)
ইকবাল হোসেন ২/৩১ (৪ ওভার)
আইল অব ম্যান ৬ উইকেটে জয়ী
কিং উইলিয়াম'স কলেজ ক্রিকেট মাঠ, ক্যাসলটাউন
আম্পায়ার: মাইকেল গ্লেন (আইল অব ম্যান) ও ম্যালকম গ্রিন (আইল অব ম্যান)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাথান নাইটস (আইল অব ম্যান)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জেরাড গ্রিফিন (আইল অব ম্যান) ও ড্যানিয়েল একস্টাইন (অস্ট্রিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৯ জুলাই ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৩৭ (১৯.১ ওভার)
 আইল অব ম্যান
১৪০/৫ (১৯.৪ ওভার)
রাজমাল শিগিওয়াল ৫৭ (৩৯)
ম্যাথিউ অ্যানসেল ৩/২২ (৪ ওভার)
ক্রিশ্চিয়ান ওয়েবস্টার ৫৯* (৪৮)
উমাইর তারিক ২/২২ (৩ ওভার)
আইল অব ম্যান ৫ উইকেটে জয়ী
কিং উইলিয়াম'স কলেজ ক্রিকেট মাঠ, ক্যাসলটাউন
আম্পায়ার: ডেভিড কেনওয়ার্দি (আইল অব ম্যান) ও মাইকেল গ্লেন (আইল অব ম্যান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রিশ্চিয়ান ওয়েবস্টার (আইল অব ম্যান)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১০ জুলাই ২০২৩
১২:০০
স্কোরকার্ড
আইল অব ম্যান 
৭১/৫ (১১ ওভার)
জর্জ বারোজ ২৬* (২৯)
সাহিল মুমিন ২/৯ (২ ওভার)
ফলাফল হয়নি
কিং উইলিয়াম'স কলেজ ক্রিকেট মাঠ, ক্যাসলটাউন
আম্পায়ার: ডেভিড কেনওয়ার্দি (আইল অব ম্যান) ও ম্যালকম গ্রিন (আইল অব ম্যান)
  • অস্ট্রিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Luxembourg Cricket and Isle of Man Cricket to host T20I series in June/July 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩ 
  2. "Isle of Man cricketers to host Austria in maiden home series"আইল অব ম্যান টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩ 
  3. "Island to host first international cricket series"আইল অব ম্যান টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৩ 
  4. "Isle of Man Cricket are very excited to welcome the Austria Men's National Team in the first ever international series held on the Isle of Man in July"আইল অব ম্যান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  5. "Isle of Man hosts first T20I series"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৩ 
  6. "CRICKET: Men's national team to take on Austria"ম্যান্‌ক্স রেডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]