বিষয়বস্তুতে চলুন

১০ মে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মে ১০ থেকে পুনর্নির্দেশিত)
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

১০ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩০তম (অধিবর্ষে ১৩১তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৫০৩ - ক্রিস্টোফার কলম্বাস স্যানে আইল্যান্ড ভ্রমণ করেন।
  • ১৫২৬ - পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।
  • ১৬১২ - মুঘল সম্রাট শাহ জাহানের সাথে মুমতাজ মহলের বিয়ে হয়।
  • ১৭৭৩ - গ্রেট ব্রিটেনের সংসদে চা-আইন পাস হয়।
  • ১৭৭৪ - লুইস ফ্রান্সের রাজা এবং মেরি অ্যাস্টোইলেট রানী হন।
  • ১৮২৪ - লন্ডনে জাতীয় গ্যালারি জনগণের জন্য খুলে দেওয়া হয়।
  • ১৮৫৭ - ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লবএর সূচনা হয়।
  • ১৮৭১ - ফ্রান্সের দ্বিতীয় সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়নের শোচনীয় পরাজয় ফ্র্যাংকফুট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পরিগ্রহ করে।
  • ১৮৭২ - ভিক্টোরিয়া উডহল যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা, যিনি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছিলেন।
  • ১৯৩৩ - বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়।
  • ১৯৪০ - জার্মানি নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল করে নেয়।
  • ১৯৪১ - ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো
  • ১৯৯৪ - দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও দিবস

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]