ডেভিড ও. সেলৎসনিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেভিড ও. সেলৎসনিক
David O. Selznick
আনু. ১৯৩৪ সালে সেলৎসনিক
জন্ম
ডেভিড সেলৎসনিক

(১৯০২-০৫-১০)১০ মে ১৯০২
মৃত্যু২২ জুন ১৯৬৫(1965-06-22) (বয়স ৬৩)
হলিউড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণহার্ট অ্যাটাক
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, গ্লেনডেল, ক্যালিফোর্নিয়া
জাতীয়তামার্কিন
অন্যান্য নামঅলিভার জেফ্রিজ[১]
মাতৃশিক্ষায়তনকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯২৩-১৯৫৭
উল্লেখযোগ্য কর্ম
গন উইথ দ্য উইন্ড, রেবেকা
রাজনৈতিক দলরিপাবলিকান
দাম্পত্য সঙ্গীআইরিন মেয়ার সেলৎসনিক (বি. ১৯৩০–১৯৪৮)
জেনিফার জোন্স (বি. ১৯৪৯–১৯৬৫)
সন্তান
আত্মীয়মাইরন সেলৎসনিক (ভাই)
পুরস্কারএকাডেমি পুরস্কার (৩টি)

ডেভিড ও. সেলৎসনিক (ইংরেজি: David O. Selznick; ১০ই মে ১৯০২ - ২২শে জুন ১৯৬৫) ছিলেন একজন মার্কিন প্রযোজক, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র স্টুডিও নির্বাহী।[২] তিনি গন উইথ দ্য উইন্ড (১৯৩৯) ও রেবেকা (১৯৪০) চলচ্চিত্র প্রযোজনার জন্য সুপরিচিত। এই দুটি চলচ্চিত্র প্রযোজনার জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১৯৪০ সালে একাডেমি পুরস্কারের সর্বোচ্চ সম্মানিত পুরস্কার আরভিং জি. থালবার্গ স্মারক পুরস্কার লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ডেভিড সেলৎসনিক১৯০২ সালের ১০ই মে পেন্সিল্‌ভেনিয়ার পিটসবার্গে জন্মগ্রহণ করেন। তার পিতা লুইস জে. সেলৎসনিক ছিলেন নির্বাক চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক এবং মাতা ফ্লোরেন্স আনা (সাক্স)। তার পিতামাতা ছিলেন ইউক্রেনীয় ইহুদি। তার ভাইবোন চার জন। তার পিতা ১৮৭০ সালে কিয়েভে জন্মগ্রহণ করেন। তার একই নামের চাচার নামে সাথে তার নামের মিল থাকার কারণে সেলৎসনিক তার নামের মাঝে একটি অতিরিক্ত "ও" যোগ করেন।[৩]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

একাডেমি পুরস্কার
বছর বিভাগ মনোনীত কাজ ফলাফল
১৯৩৪ অনন্য নির্মাণ ভাইভা ভিয়া! মনোনীত
১৯৩৫ অনন্য নির্মাণ ডেভিড কপারফিল্ড মনোনীত
১৯৩৬ অনন্য নির্মাণ আ টেল অব টু সিটিজ মনোনীত
১৯৩৭ অনন্য নির্মাণ আ স্টার ইজ বর্ন মনোনীত
১৯৩৯ অনন্য নির্মাণ গন উইথ দ্য উইন্ড বিজয়ী
১৯৩৯ আরভিং জি. থালবার্গ স্মারক পুরস্কার বিজয়ী
১৯৪০ অনন্য নির্মাণ রেবেকা বিজয়ী
১৯৪৪ শ্রেষ্ঠ চলচ্চিত্র সিন্স ইউ ওয়েন্ট অ্যাওয়ে মনোনীত
১৯৪৫ শ্রেষ্ঠ চলচ্চিত্র স্পেলবাউন্ড মনোনীত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. স্রাগো, মাইকেল (২০১৩)। Victor Fleming: An American Movie Master। University Press of Kentucky। পৃষ্ঠা 220। আইএসবিএন 9780813144436 
  2. "About David O. Selznick", PBS, April 16, 2005.
  3. সেলৎসনিক, ডেভিড ও. (২০০০)। বেলমার, রুডি, সম্পাদক। Memo from David O. Selznick। New York: Modern Library। পৃষ্ঠা 3। আইএসবিএন 0-375-75531-4 

বহিঃসংযোগ[সম্পাদনা]