ইসলামগাঁথী মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামগাঁথী মসজিদ
Islamgati Mosque.jpg
আত্রাইয়ের ইসলামগাঁথী মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যসুন্নি
পবিত্রীকৃত বছর১৬০৮-১৬১৩
অবস্থাচালু আছে
অবস্থান
অবস্থানইসলামগাঁথী, আত্রাই উপজেলা, নওগাঁ জেলা, বাংলাদেশ
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামি স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখ১৬০৮-১৬১৩
সম্পূর্ণ হয়১৬০৮-১৬১৩
গম্বুজসমূহ

ইসলামগাঁথী মসজিদ বাংলাদেশের আত্রাই উপজেলার আত্রাই নদীর কোল ঘেঁষে ইসলামগাঁথী গ্রামে অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। মসজিদটি সপ্তদশ শতাব্দীতে মুঘল যুগে নির্মিত।[১]

অবস্থান[সম্পাদনা]

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ইসলামগাঁথী গ্রামে মসজিদটি অবস্থিত। ইসলামগাঁথী গ্রাম উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

সুবেদার ইসলাম খানের আমলে (১৬০৮-১৬১৩) ইসলাম খাঁ কর্তৃক আনুমানিক মধ্যযুগে এই মসজিদটি স্থাপন করা হয় বলে ধারণা পাওয়া যায়।[১] আত্রাই নদীর অপর পাশেই নদীর তীর ঘেসে এই স্থাপনা। যার অনেক অংশই বর্তমানে বিলীন হওয়া সত্ত্বেও এই অংশ টিঁকিয়ে আছে নদীর তীরে। লোকশ্রুতি আছে, এই মসজিদটি এক রাতেই নির্মাণ করা হয়েছে।

বৈশিষ্ট্য[সম্পাদনা]

মসজিদের পাশাপাশি ইসলামগাঁথী প্রাচীন মঠ

মসজিদটি তিন গুম্বজওয়ালা। মধ্যযুগীয় অন্যসব স্থাপনার মত। মসজিদের পাশাপাশি একটি মঠও রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মসজিদ মঠ পাশাপাশি, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত"দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২১