রমজান মিয়া জামে মসজিদ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
রমজান মিয়া জামে মসজিদ, স্থানীয়দের কাছে চৌধুরী মসজিদ নামেও পরিচিত, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় অবস্থিত একটি মসজিদ। ধারনা করা হয় এ মসজিদটি আনুমানিক ৩০০ বছরের পুরোনো।
অবস্থান[সম্পাদনা]
এ মসজিদটি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ৭নং বাটইয়া ইউনিয়নে অবস্থিত।[১]
ইতিহাস[সম্পাদনা]
রমজান মিয়া জামে মসজিদ মোঘল আমলের মুসলিপ স্থাপত্য শিল্পের এক বিরাট নিদর্শন। ধারনা করা হয় এটি আনুমানিক ৩০০ বছরের পুরোনো। মসজিদটিতে তিনটি গম্বুজ রয়েছে যেগুলা বিভিন্ন কারুকাজে মন্ডিত। কিন্তু কারুকাজগুলো যত্নের অভাবে এখন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।[২] এই তিন গম্বুজের মসজিদের প্রতিষ্ঠাতাদের নাম ছিলো শায়খ নূরুল্লাহ চৌধুরী ও শায়খ মুজীর আলী চৌধুরী। বর্তমান সভাপতি খাজা মঈনুদ্দীন চৌধুরী তাদের বংশধর।[৩]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "মসজিদের অবস্থান"।
- ↑ "কবিরহাটে ৩০০ বছরের পুরোনো মসজিদ"।
- ↑ Ghulam Muhiuddin Nosu (৫ ডিসে ২০১৬)। "রমজান মিয়া জামে মসজিদ"। South Noakhali: Samakal।