বিষয়বস্তুতে চলুন

বিনত বিবির মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিনত বিবির মসজিদ
২০০৭ সালে এ মসজিদের দৃশ্যরূপ।
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থাকার্যকরী
অবস্থান
অবস্থাননারিন্দা, ঢাকা, বাংলাদেশ
স্থাপত্য
ধরনমসজিদ
বিনত বিবির মসজিদের অপূর্ব মিনার
বিনত বিবির মসজিদের মিনার, কাছ থেকে

বিনত বিবির মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের পুরান ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ। নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করান।[][]

ঢাকা শহরের নারিন্দায় অবস্থিত বিনত বিবির মসজিদ, ২০১৬ সালে

নারিন্দার যে প্রাচীন পুলের পাশে মসজিদটি অবস্থিত, তার নাম হায়াত বেপারির পুল। মসজিদটি চৌকোনা, এবং এতে দুইটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে। এই মসজিদটি ঢাকার সবচেয়ে পুরাতন মুসলিম স্থাপনার নিদর্শন হিসাবে অনুমিত।[][]

প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক আ ক ম যাকারিয়া তাঁর ‘বাংলাদেশের প্রত্নসম্পদ’ বইয়ে এই মসজিদ সম্পর্কে লিখেন, "বিনত বিবির আদি মসজিদটি ছিল এক গম্বুজবিশিষ্ট। পরে এটি সংস্কার ও পরিবর্ধন করার সময় আরেকটি গম্বুজ তৈরি করা হয়। আদি মসজিদটি ছিল বর্গাকার। ভেতরের আয়তন ছিল ৩.৬৩ বর্গমিটার। প্রতিটি দেয়াল ৩.৬৩ মিটার প্রশস্ত। এই মসজিদের গায়ে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা গেছে, কোনো এক মরহমতের কন্যা মোসাম্মত বখত বিনত (পুরো নাম মোসাম্মত বখত বিনত দোখতর-ই-মরহমত) এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন। তখন বাংলায় ছিল সুলতানি আমল। সালতানাত পরিচালনা করছিলেন সুলতান নাসির-উদ্-দীন মাহমুদ শাহ্।"[]

বর্তমানে পুরোনো মসজিদের সামনে নতুন ছয়তলা ভবন নির্মাণ করা হয়েছে। পুরোনো মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত।

অবস্থান

[সম্পাদনা]

মসজিদটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডে, ওয়ারী থানায় অবস্থিত। এর অবস্থান হচ্ছে ২৩°৪২′৪০″ উত্তর ৯০°২৫′০৫″ পূর্ব / ২৩.৭১১০৩৪° উত্তর ৯০.৪১৮১৮৫° পূর্ব / 23.711034; 90.418185

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মুনতাসীর মামুন, "ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী", ৩য় সংস্করণ, ৪র্থ মূদ্রণ, জানুয়ারি ২০০৪, অনন্যা প্রকাশনালয়, ঢাকা, পৃষ্ঠা ১৮০, আইএসবিএন ৯৮৪-৪১২-১০৪-৩
  2. বিনত বিবি মসজিদবাংলাদেশ এশিয়াটি সোসাইটি। পৃষ্ঠা ১২২। আইএসবিএন 984-300-000966 
  3. আয়শা বেগম (২০১২)। "বখত বিনত মসজিদ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. রহমান, আশীষ উর। "৫৬৭ বছর ধরে মিনার থেকে আসে আজানের ধ্বনি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৩