শর্শাদী শাহী মসজিদ
শর্শাদী শাহী মসজিদ চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার সদর উপজেলার শর্শাদী গ্রামে অবস্থিত।[১] স্থানীয় ভাবে এটি তাকিয়াহ মসজিদ নামে পরিচিত। এছাড়া ফখরুদ্দীন মুবারক শাহ মসজিদ নামেও একে অনেকে চিনে থাকে।
শর্শাদী শাহী মসজিদ | |
---|---|
![]() শর্শাদী শাহী মসজিদ | |
ধরন | প্রত্নতাত্ত্বিক নিদর্শন |
অবস্থান | শর্শাদী উপজেলা |
অঞ্চল | ফেনী জেলা |
পরিচালকবর্গ | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
মালিক | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
অবস্থান
[সম্পাদনা]মসজিদটির অবস্থান ফেনী জেলার শর্শদী ইউনিয়নে। মহিপাল থেকে এই ইউনিয়নের দুরত্ব প্রায় ৪ কিলোমিটার।
ইতিহাস
[সম্পাদনা]ফখরুদ্দীন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতানাতের প্রতিষ্ঠাতা। তার শাসনাঞ্চলের রাজধানী ছিল সোঁনারগাঁও। কুমিল্লা, নোয়াখালী, সিলেট, ত্রিপুরা ও আরাকান রাজ্য জয়লাভের পর তিনি এইসকল অঞ্চলের জন্য একটি আলাদা রাজধানী করার প্রয়োজনীয়তা অনুভব করেন।[২] আর এই দ্বিতীয় রাজধানী করেন ফেনীর শর্শদী অঞ্চলকে যা বর্তমানে একটি ইউনিয়ন। তার শাসনকালে তিনি বহু বাঁধ, মসজিদ, সমাধি প্রস্তুত করেন। এর মধ্যে এই মসজিদটি অন্যতম।
নির্মাণশৈলী
[সম্পাদনা]মসজিদটি মূলত চুন, সুরকি আর ইট দিয়ে তৈরি। এটির দেয়াল প্রায় ৫ ফুট পুরু। এটির দেয়ালে লতা-পাতার নানা কারুকার্য অঙ্কন করা হয়েছে। এটির ছাদে রয়েছে তিনটি গম্বুজ আর মাঝখানের গম্বুজটি আকারে বড়। বাংলাদেশে ৪৭টি মসজিদকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে। এর মধ্যে এই মসজিদটি অন্যতম।
চিত্রশালা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "শর্শাদী শাহী মসজিদের ইতিহাস"।
- ↑ "ইতিহাস: ফখরুদ্দীন মুবারক শাহ"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৩।